মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত
মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই। তিনি বলেন, ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার পতন আন্দোলনের সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, সম্পাদ বাজেয়াপ্ত ও নির্বাচনের অযোগ্য ঘোষণা, দুর্নীতি সন্ত্রাস ও বৈষম্যের মূলোৎপাটন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানের সভাপত্বিত করেন কেন্দ্রীয় শূরা সদস্য ও মাগুরা জেলা সভাপতি আলহাজ মুফতি মোস্তফা কামাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা মশিউর রহমান, মাওলানা নাজিরুল ইসলাম, হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, মাওলানা মুফতি হাবিবুল্লাহ, আলহাজ নাজমুল হাসান ওয়াদুদ, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা মুনিরুল ইসলাম, হাফেজ মাওলানা ওবায়দুল্লা, মাওলানা ওসমান গনী সাইফী, মুহম্মদ আবু হানিফ, মুফতি ওসমান গনী মুছাপুরী, মাওলানা মুহম্মদ কুতুব উদ্দিন প্রমুখ।
T.A.S / জামান