ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

সোনারগাঁয়ে নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার বঞ্চিত স্থানীয় জেলেরা


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৯-১০-২০২৪ বিকাল ৫:১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনার শাখা নদীতে বাঁধ নির্মাণ করে পানির প্রবাহ আটকে দিয়ে মাছ শিকার করা হচ্ছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় আষাঢ়িয়ারচর কোল ঘেঁষে বয়ে যাওয়া নদীর অংশে অবৈধভাবে বাঁধ দেওয়ায় নদীর পানির গতি প্রবাহের বাধাসহ নৌ চলাচল বিঘ্ন ঘটছে। যার ফলে একদিকে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ যেমন ধ্বংস হচ্ছে, তেমনি বন্ধ হয়ে গেছে নৌ চলাচল। এছাড়া অবৈধ ভাবে নদীতে বাঁধ নির্মাণ করে মাছ শিকার করায় জীবিকা বঞ্চিত হচ্ছেন স্থানীয় অনেক জেলে পরিবার।

জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকার একজন সাবেক ইউপি সদস্য ও প্রভাবশালীদের ছত্রছায়ায় বেআইনী ভাবে নদীতে বাঁধ দিয়ে অবাধে ছোট বড় সব ধরণের মাছ শিকারের অভিযোগ উঠেছে মৎস্যজীবি ইকবাল হোসেন, কবির হোসেন, পনির হোসেন ও তাদের সহযোগি কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। তাদের দাপটে প্রকৃত জেলেরা নদীতে মাছ শিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বিধান অনুসারে, প্রবাহমান কোনো জলাশয় ও খরস্্েরাতা নদীতে কোনো ধরনের বাঁধ, স্থায়ী অবকাঠামো বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ শিকার করা যাবে না।

নদী কিংবা জলাশয়ে পানির প্রবাহ ও মাছের চলাচলে বাঁধ দিয়ে বা অন্য কোনোভাবে বাধাগ্রস্থ করে মাছ শিকারে শাস্তির বিধান থাকলেও এব্যাপারে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ নদীতে অবৈধ ভাবে বাঁধ তৈরি করে মাছ শিকারের জন্য নৌ চলাচল বন্ধ করে দিয়েছেন আষাঢ়িয়ারচর এলাকার আব্দুল কাদেরের তিন ছেলে মৎস্যজীবি ইকবাল হোসেন, কবির হোসেন, পনির হোসেন ও তাদের সহযোগি কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। প্রতিবছর তারা এভাবেই মাছ শিকার করতে থাকলে প্রকৃতিগত ভাবে মাছের বংশবৃদ্ধি হ্্রাস পাবে এক সময় বিলুপ্তি হতে থাকবে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন। স্থানীয় প্রকৃত জেলেদের দাবী অবৈধ ভাবে নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন অত্যন্ত জরুরি।

সরেজমিন গিয়ে দেখা যায়, মেঘনার শাখা নদীর উত্তর ও দক্ষিন পাড়কে সংযুক্ত করে বাঁশ ও নিষিদ্ধ সোঁতি জালের বাঁধ দিয়ে নদীর গতিপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় জনসাধারণের নৌ চলাচল বন্ধ করে বাঁশ ও নিষিদ্ধ সোঁতি জাল দিয়ে মাছ আহরণ করা হচ্ছে। এতে করে নৌ চলাচল বিঘ্ন ঘটার পাশাপাশি নিষিদ্ধ সোঁতি জাল ব্যবহার করায় মাছের প্রজনন ধ্বংস করা হচ্ছে। সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেঘনার শাখা নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে এভাবেই মাছ ধরা চলছে। স্থানীয় জেলে মিছির আলী জানান, এক সময় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা, নাগেরগাঁও, চেঙ্গাকান্দি, কান্দারগাঁও, মৃধাকান্দি, আষাঢ়িয়ারচর ও নয়াগাঁও এলাকার জেলেরা এই নদীতে নেমে মাছ ধরতে পারতেন। বিগত কয়েক বছর ধরে আষাঢ়িয়ারচর এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি নদীতে বাঁধ দিয়ে একক আদিপত্য বিস্তার করে মাছ শিকার করার কারনে এখন আর কেউ নদীতে নামতে পারেনা।

কোনো ধরনের নৌকাও চলাচল করতে দেয় না বাঁধ মালিকরা। তাদের কারনে জীবিকা বঞ্চিত হচ্ছেন স্থানীয় অনেক জেলে পরিবার। যারা নদীতে বাঁধ তৈরি করে মাছ শিকার করছেন তারা অনেক প্রভাবশালী ব্যক্তি। তাই তাদের শত নিষেধের পরও কোনো কাজ হচ্ছে না। নদীতে বাঁধ দিয়ে মাছ আহরণ করার কারণে প্রচন্ড ক্ষোভ জানিয়েছেন স্থানীয় জেলেরা।

এ বিষয়ে বাঁধ মালিকদের সঙ্গে কথা বললে তারা জানান, প্রতিবছরই গ্রাম্য পঞ্চায়েত প্রথা অনুযায়ী স্থানীয় এলাকার কয়েকটি মসজিদ উন্নয়নের জন্য কিছু টাকা পয়সা দিয়ে নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করেন তারা। এবছরও কয়েকটি মসজিদে ১ লাখ ৮০ হাজার টাকা দিয়ে নদীতে বাঁধ তৈরি করে মাছ শিকার করছেন। নদীর পানির গতিপ্রবাহ ও নৌ চলাচল বন্ধ করে বাঁধ দেওয়া সঠিক কিনা জানতে চাইলে তারা বলেন, নদীতে বাঁশ ও নিষিদ্ধ সোতি জালের বাঁধ দিয়ে প্রতিবছর এভাবেই মাছ আহরণ করা হয়। বাঁধ মালিকরা ক্ষোভ প্রকাশ বলেন, আমাদের আগেও বিগত বছরগুলোতে স্থানীয় অনেক ব্যক্তিবর্গ পঞ্চায়েত প্রথা অনুযায়ী নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করেছেন। তারাও কোন বিধি নিষেধ মান্য করেনি।

সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করা বেআইনি কাজ। যদি কোন ব্যক্তি নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারে জড়িত থাকে তার বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ বাঁধ উচ্ছেদ করা হবে।

T.A.S / T.A.S

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে হাসপাতালের জরিমানা

তাড়াশে জাকের পার্টির ছায়াতলে সবাইকে আসতে হবে

শাহজাদপুরে চাঁদা না দেওয়ায় ছিনিয়ে নিয়ে গেলো খামারীর হাঁস

মেহেরপুরে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ত্রিশালে বিপুল পরিমাণ হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের কোন বিকল্প নেই-তারেক রহমানের ৩১ দফা মানুষের মাঝে পৌছে দিনঃ মুলাদীতে সাবেক এমপি মঙ্গু

মুকসুদপুরে দুর্গাপূজায় কলস,হাঁড়ি,পাতিলের বাড়তি চাহিদা থাকায় ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা

কার্ভাডভ্যান চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নিউইয়র্কের ঘটনায় বারহাট্টা উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল

মাওলানা মুশতাক হত্যা মামলায় দ্রুত বিচার দাবিতে শান্তিগঞ্জে জমিয়তের বিক্ষোভ

বিএনপি-জামায়াতের হেভিওয়েট প্রার্থী, লড়াই হবে হাড্ডাহাড্ডি

নেত্রকোণায় এক বছরে গ্রাম আদালতে প্রায় দুই হাজার মামলা নিষ্পত্তি