ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

গোবিন্দগঞ্জের রাস্তায় চলছে শতাধিক অনুমোদনহীন গাড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২৪ দুপুর ৪:৫২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বগুড়া টু গাইবান্ধা রোডে গোবিন্দগঞ্জের ২৩টি মিনিবাস, গোবিন্দগঞ্জ টু হিলি, দিনাজপুর, ঢাকা ও রংপুর রোডে আরো শতাধিক যাত্রীবাহী মিনিবাস ও চেয়ারকোচ অনুমোদনহীনভাবে দাপিয়ে বেড়াচ্ছে। দীর্ঘদিন ধরে রাজস্ব ফাঁকি দিয়ে স্থানীয় থানা, হাইওয়ে ও ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে এবং গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি (গাবিন্দগঞ্জ) রাজ. ৬৮০-এর প্রভাবে মাসিক চুক্তিতে চলছে এসব যানবাহন।

প্রতি বছর একটি গাড়ির জন্য ট্যাক্স টোকেন বাবদ ৮ হাজার ৩৩২ টাকা, ইনকাম ট্যাক্স ৬ থেকে ৮ হাজার টাকা, উন্নয়ন ফি ১ হাজার ৬০০ টাকা এবং রোড পারমিট বাবদ ৪ হাজার টাকা সরকারের রাজস্ব খাতে এবং চেয়ারকোচে আরো বেশি টাকা জমা দেয়ার কথা থাকলেও কোনো গাড়ির মালিক দিচ্ছে না এই ফি। গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা মেট্রো-জ ১১-১১৭১, ১১-০২৩১, ১১-২৫০৭, ১১-১৬১৩, ১১-০০৭৬, ১১-৩০৮৮, ১১-২৩৯৭, ১১-০২১৯, ১১-০১৯০, ১১-১৩৩২, ১১-০৯৯৪, ১৪-২৭৮৪, রংপুর-জ ১১-০০৪৮, ১১-০০৫৯, ১১-০০৭৫, ১১-০০৬৪, ০৪-০০২২, ১১-০০৬৬, বগুড়া-জ ১১-০০৮২, ১১-০০৩১, গাইবান্ধা-জ ১১-০০০৮, জয়পুরহাট-জ ১১-০০০৬ নম্বরের গাড়িসহ ৫০টির অধিক গাড়ি প্রতিদিনই চলে ঢাকা-রংপুর মহাসড়কের রাস্তায়। ফলে প্রতি বছর উপজেলার মিনিবাস খাত থেকে প্রায় ২৫ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। উল্লিখিত গাড়িগুলো রাজধানীর বিভিন্ন রোডে চলার অনুমতি থাকলেও গাড়িগুলো চলছে এই উপজেলায়।

এছাড়াও একই ভাবে ঢাকা-রংপুর রোডের ডে-নাইট কোচ, মাইক্রোবাস, কার, কার্ভাডভ্যান, মিনি ট্রাক, বড় ট্রাক, সিএনজিসহ প্রতিটি খাত রাজস্ব ফাঁকি দিয়ে চলছে গাড়িগুলো। রাজস্ব আদায় হলে দেশের অর্থনিতি আরো চাঙ্গা হবে বলে ধারণা সচেতন মহলের। কিন্তু কোনো গাড়ির প্রকৃত কাগজপত্র না থাকা সত্ত্বেও প্রশাসনের নাকের ডগায় দিব্যি চলছে এসব অবৈধ গাড়ি।

প্রতি বছর সরকার জরিমানা মওকুফের জন্য তাগিদ দিলেও তা মানছেন না গাড়ির মালিকরা। চলতি বছর জরিমানা মওকুফ ও বৈধ কাগজ করার জন্য ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে সরকার। গাড়ির মালিকরা বৈধ কাগজ না করে অবৈধ পন্থায় হাইওয়ে থানা, ট্রাফিক, মালিক সমিতি, শ্রমিক নেতার যোগসাজশে সরকারের ট্যাক্স ফাঁকি দিচ্ছে। ঢাকা মেট্রো-জ ১১-০২৩১, ১১-২৩৯৭, রংপুর-জ ০৪-০০২২,বগুড়া-জ-১১-০০৮১ নম্বরের চারটি গাড়ি রাস্তায় চলার কোসো অনুমতি না থাকলেও দিব্যি চলছে।

সচেতন মহলের দাবি, যেহেতু যৌথবাহিনীর কাছে ম্যাজেস্ট্রেটি ক্ষমতা রয়েছে, তারা চাইলেই এসব গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে বৈধ কাগজের মাধ্যমে রাস্তায় চালানোর ব্যবস্থা করতে পারে।

রংপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের এসপি মোহান্মদ জাকারিয়া বলেন, অনুমোদনহীন এসব গাড়ির বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।

বিআরটিএ গাইবান্ধা জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) রবিউল ইসলাম বলেন, আমরা অনেকবারই এসব গাড়ির মালিকদের জানিয়েছি। তারা কোনো কথা শোনে না। তবে এখন সময় এসেছে, প্রয়জনীয় ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / জামান

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ