চুয়াডাঙ্গায় ফিলিং স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রি, মারাত্মক ঝুঁকিতে ভোক্তাসাধারণ
অনুমতি নেই, তবুও দিন কিংবা রাতের আঁধারে প্রকাশ্যেই চুয়াডাঙ্গায় সম্পূর্ণ অবৈধভাবে সিএনজি-মাইক্রোবাসে ব্যবহৃত গ্যাস খোলাবাজারে বাসাবাড়ির সিলিন্ডারে বিক্রি করছে ফিলিং স্টেশনগুলো। এক্ষেত্রে কর্তৃপক্ষের চরম উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ সচেতন মহল।
জানা গেছে, সম্পূর্ণ আইনবহির্ভূত ও কোনো ধরনের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন যাবত চুয়াডাঙ্গা জেলার ভিমরুল্লাহস্থ ইমরান ফিলিং স্টেশন, সরোজগঞ্জ বাজারের মনিরুল ফিলিং স্টেশন, আলমডাঙ্গা হক ফিলিং স্টেশন, মীর ফিলিং স্টেশন, দামুড়হুদার লোকনাথপুর মেসার্স কেএএম ফিলিং স্টেশনে খোলা বাজারে বাসাবাড়ির গ্যাস সিলিন্ডারে এলপিজি গ্যাস বিক্রি করে আসছে। এসব ফিলিং স্টেশন থেকে প্রতিদিন বিকাল ও সন্ধ্যায় বাইসাইকেল, অটোরিকসা, পাখিভ্যান, মোটরসাইকেলের পেছনে সিলিন্ডার বেঁধে গ্যাস সংগ্রহ করছে সাধারণ ভোক্তারা। কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছড়াই সিলিন্ডারে গ্যাস সরবরাহ করছে ফিলিং স্টেশনগুলো। সিলিন্ডারভর্তি গ্যাস নিয়ে বিভিন্ন পরিবহনে চলাচল করছে ভোক্তাসাধারণ। সাধারণ ভোক্তারা জানেনও না তারা কতটা মারাত্মক ঝুঁকি নিয়ে গ্যাস সিলিন্ডার পরিবহন করছেন।
চুয়াডাঙ্গার বিভিন্ন আঞ্চলিক মহাসড়কের পাশে গড়ে ওঠা উল্লিখিত ফিলিং স্টেশনগুলো বিস্ফোরক আইনের সর্বোচ্চ উপেক্ষা করে মাসে প্রায় কোটি টাকার গ্যাস অবৈধভাবে বিক্রি করে আসছে। অথচ সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কোনো ধরনের নজরদারি নেই বললেই চলে।
সচেতনতা মহল ও সুচিন্তিত নাগরিকদের মতে, জেলার বেশ কয়েকটি ফিলিং স্টেশনে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলিন্ডারে এলপিজি গ্যাস নিতে আসা ভোক্তাদের ভিড় জমে। ফিলিং স্টেশনগুলো সেসব সিলিন্ডার কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষা না করেই ভোক্তার চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করছে অবৈধভাবে। এভাবে খোলাবাজারে গ্যাস সরবরাহ ও সিলিন্ডারভর্তি গ্যাস পরিবহনের সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে আইনের শাসন ও জনসচেতনতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্যাস সিলেন্ডার বিক্রেতা জানিয়েছেন, জেলার একাধিক তেল পম্প আইনের তোয়াক্কা না করেই যানবাহনে ব্যবহৃত গ্যাস বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে সরবরাহ করছে অহরহ, যা সম্পূর্ণ আইন পরিপন্থী ও ভোক্তাসাধারণের ঝুঁকির কারণ। সাধারণ ভোক্তাদের সচেতন হতে হবে। কারণ একটি সিলিন্ডার পরীক্ষা-নিরীক্ষা করেই তাতে নতুন করে গ্যাস ভর্তি করা হয়। কিন্তু ফিলিং স্টেশনগুলো কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সিলিন্ডার ভর্তি করে দিচ্ছে। যদি কোনোভাবে সিলিন্ডার বিকল হয়, তাহলে দুর্ঘটনার শঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা তেল পাম্প মালিক সমিতির সভাপতি মো. হাবিল হোসেন জোয়ার্দার বলেন, আমরা যারা খোলা বাজারে সিলিন্ডারে গ্যাস বিক্রি করছি, এটা সম্পূর্ণ অবৈধ ও আইন পরিপন্থী। আমরাও চাই না অবৈধভাবে ব্যবসা পরিচালনা করতে। সেজন্য বিষয়টি নিয়ে আমরা তেল পাম্প মালিকপক্ষ জেলার ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে বসেছিলাম। সমস্যাটি নিয়ে জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।উনারা আমাদের বিষয়টি নিয়ে উপর মহলে যোগাযোগ করতে বলেছেন। উপর মহলে তো আমাদের পক্ষ থেকে স্থানীয়ভাবে যোগাযোগ করা সম্ভব নয়। কারণ সমস্যাটি জাতীয়ভাবে সারাদেশে। তাই আমরা মনে করি সমস্যাটি নিয়ে বিভিন্ন গ্যাস কোম্পানিকে উপর মহলে কথা বলা উচিত।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানিয়েছেন, তেল পাম্পগুলো কোনোভাবেই সিলিন্ডারে খোলা বাজারে গ্যাস বিক্রি করতে পারে না। খোলা বাজারে গ্যাস বিক্রি সম্পূর্ণ অবৈধ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই কঠোর আইনগত পদক্ষেপ নেয়া হবে। সেই সাথে ভোক্তাসাধারণকেও সচেতন হতে হবে।
T.A.S / জামান
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন
হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনীতি
শ্রীমঙ্গলে ‘দৈনিক রূপালী বাংলাদেশ’ এর নবযাত্রার এক বছর পূর্তি উদযাপিত
ঝিনাইদহে সনাতন সম্প্রদায়ের নির্বাচনী ভাবনা শীর্ষক সংবাদ সম্মেলন
নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন
পাহাড়ি ছড়ায় প্রতিমাসে ভুট্টোর কোটি টাকার অবৈধ বালু কারবার
কুতুবদিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা
ভেজাল গুড়ে সয়লাব, বাঘায় অভিযানে ৫ কারখানায় জরিমানা
চট্টগ্রামে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত এসআই মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী
ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন