ঢাকা বৃহষ্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নাঙ্গলকোটে সবজির চড়ামূল্যে দিশাহারা মানুষ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ১২:১৪

কুমিল্লার নাঙ্গলকোটে কাঁচা সবজির বাজার আকাশচুম্বী। যাদের মাছ-মাংস খাওয়ার সাধ্য ছিল না, ভরসা ছিল শুধু শাকসবজিতেই; বাজারে সবজির চড়ামূল্যের ফলে সেই শাকসবজিই এখন তাদের কাছে বিলাসী পণ্য। এতে সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়েছে। বাজারে ১০০ টাকার নিচে কোনো সবজি এখন পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে শাকসবজি। দিন যতই যাচ্ছে, সবজিতে উচ্চমূল্যের উত্তাপ ছড়াচ্ছে। ফলে সবজি কেনা তো দূরের কথা, হাত দেয়াই দুষ্কর হয়ে পড়েছে।

উপজেলার পৌর সদর নাঙ্গলকোট বাজার, শান্তির বাজার, বাঙ্গড্ডা বাজার, ঝারিয়া বাজারসহ কয়েকটি বাজারে সোমবার (২১ অক্টোবর) সরেজমিন দেখা যায়, বাজারে ১ কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। টমেটোর কেজিপ্রতি দাম ১৫০ টাকা, ধুন্দল ১২০ টাকা, করলা ৮০, বরবটির কেজি ১২০ টাকা, ঝিঙে ও চিচিঙ্গার কেজি ১০০ টাকা, পটল ৮০ টাকা, ওলকচু ১০০ টাকা, কচুর ছড়া ৮০ টাকা, কচুর লতির ১০০ টাকা, লাউ গড়ে প্রতি পিস ১০০ থেকে ১২০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৬০ টাকা, শসা ৯০ টাকা, কাঁচা পেঁপে ৬০ টাকা, গাজর ২০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, বেগুন ১২০ টাকা, দেশি শিম ২৬০ টাকা, ডিমের হালি ৬০ টাকা, ছোট আকারের কুমড়ার শাক কিংবা লাউ শাকের আঁটি ৮০ টাকা, কলমি শাকের আঁটি ২০ টাকা, লালশাকের আঁটি ৭০ টাকা। এভাবে প্রতিটি শাকসবজির বর্তমান বাজার মূল্য বেশ চড়া।

 উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন দাসনাই পাড়া  গ্রামের শান্তির বাজার সবজি ব্যবসায়ী জিতু মিয়া বলেন, আমাদে পাইকারি সবজি কিনে এনে সামান্য লাভে বিক্রি করছি, আমরা কি কিনাতে কম পেলে আমরা কম বিক্রি করবো। তিনি আরো বলেন শীতকালীন সবজি উঠে আসলে হয়তো দাম কমার সম্ভাবনা রয়েছে।

বাজার করতে আসা দিনমজুর ফরিদ আহম্মেদ বলেন, বাজার করতে এসে  দেখি কাঁচা সবজির দাম আকাশচুম্বী। ভেবেছিলাম, দুয়েক পদের সবজি কিনে বাড়ি ফিরব। কিন্তু সবজির দাম বেশি হওয়ায় ১২০ টাকায় দুই কেজি আলু, আর ১ কেজি মুলা কিনে বাড়ি ফিরে যাচ্ছি। তিনি দীর্ঘশ্বাস পেলে বলেন হয়তো কয়দিন পর সবজি কিনার ক্ষমতা থাকবে না 

 ভোক্তারা বলছেন, দিন দিন যে হারে কাঁচা সবজির দাম বাড়ছে, তাতে সবজি কেনার ক্ষমতা হারাচ্ছেন সাধারণ মানুষ।

সবজি ক্রেতা রায়কোট দক্ষিণ ইউনিয়নের নগরী পাড়া গ্রামের কাওছার বলেন, বাজারে মাছ-মাংসের দাম বেশি। সাধারণ মানুষের ভরসা ছিল শাকসবজি। কিন্তু সেটাও প্রতিদিন আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। ১০০ টাকার নিচে কোনো সবজি কেনা যায় না।

T.A.S / জামান

আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ

বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চাল আমদানি

পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজের নবীনবরন ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত

নরসিংদী কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা

তাড়াশে বাল্যবিবাহ প্রতিরোধ সভা

খালেদা জিয়া ও তারেক রহমানের মত কেউ নির্যাতনের শিকার হয়নি: খন্দকার নাসিরুল ইসলাম

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দুমকিতে ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

তারেক রহমানের নেতৃত্বে অবহেলিত শরীয়তপুরকে আধুনিক জেলায় গড়ার প্রতিশ্রুতি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর

রৌমারীতে বিদ্যুতের কাঠের খুটি চুরি করে বিক্রির

নেত্রকোনা-২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সুবর্ণচরে মিসবাহুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্বোধন

খুলনায় ট্রিপল মার্ডারের ঘটনায় আটক যুবক

ধামইরহাটে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার