ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে দলিল লেখকদের কলমবিরতি, ভ্রুক্ষেপ নেই জেলা রেজিস্ট্রারের


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২৩-১০-২০২৪ বিকাল ৫:৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের অপসারণ দাবিতে অনির্দিষ্টকালের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন উপজেলায় কর্মরত দলিল লেখকরা। সীতাকুণ্ড দলিল লেখল সমিতির ব্যানারে পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করছেন তারা। এর আগে গত ৭ অক্টোবর মানববন্ধন থেকে দুই দিনের মধ্যে সাব-রেজিস্ট্রােরের অপসারণের সময় বেঁধে দিয়ে কলমবিরতির হুঁশিয়ারি দিয়েছিল দলিল লেখক সমিতি। 

বুধবার (২৩ অক্টোবর) কলমবিরতি পালন করতে সকাল ৯টা থেকে দলিল লেখকরা একে একে জড়ো হন উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে। বেলা ১১টার মধ্যে শতাধিক দলিল লেখকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় অফিস প্রাঙ্গণ। এ সময় দলিল লেখকরা ঘুষ-দুর্নীতিবাজ আখ্যা দিয়ে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। তারা এক ও অভিন্ন দাবি তুলে সাব-রেজিস্ট্রােরের অপসারণ চান। 

দলিল লেখকদের একজন খোকন চৌধুরী। তিনি জানান, সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব মাত্রাতিরিক্ত ঘুষ দাবি করেন। ২০ হাজার টাকার নিচে তিনি কোনো ঘুষই নেন না।

ওমর ফারুক সোহেল নামের অপর দলিল লেখক বলেন, জেলা রেজিস্ট্রার মিশন চাকমার সাথে তার সখ্যতা রয়েছে। উপর মহলের এমন হুমকি-ধমকি দিয়ে তিনি দলিল লেখকদের প্রতিনিয়ত হেনস্তা করেন। অনেক টাকায় সীতাকুণ্ডে নিয়োগ পেয়েছেন। কম সময়ের মধ্যে তাকে যে কোনো মূল্যে এ টাকা তুলে আনতে হবে- এমন কথা দলিল লেখকদের প্রায়ই বলেন সাব-রেজিস্ট্রার। 

নবীন দলিল লেখক শাহাবউদ্দীন বলেন, সাব-রেজিস্ট্রার সাবেক ছাত্রলীগ ক্যাডার। তিনি দলিল লেখকদের ন্যূনতম সৌজন্যতা দেখনো দূরে থাক, যখন তখন হেনস্তা করেন।

দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল কামাল বলেন, সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের আচরণ অনেকটা মারমুখী। দুদিন আগে তার ঘুষ দুর্নীতির বিরুদ্ধে দলিল লেখকদের মানববন্ধনের পর তিনি নকলনবিসদের দিয়ে জোরপূর্বক পাল্টা মানববন্ধন করান। তার কাছে অপরাধবোধ তো নেই, উল্টো দলিল লেখকদের চরিত্র হননের চেষ্টা করছেন তিনি।

সহ-সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন বলেন, সাব-রেজিস্ট্রার আগে যে পরিমাণ ঘুষ নিতেন, ৫ আগস্টের পর তার ঘুষ লেনদেনের পরিমাণ আরো বহুগুণ বেড়ে গেছে। 

দলিল লেখক কমিটির সভাপতি রফিক উদ্দীন আহাম্মদ বলেন, ঘুষখোর ও দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার অপসারণ না হলে আমাদের কলমবিরতি ও অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে। 

এদিকে এসব বিষয়ে জেলা রেজিস্ট্রার মিশন চাকমা বলেন, একজন দলিল লেখককে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব শোকজ করেছেন। সে শোকজের জবাব পাওয়ার পর আমি তদন্তে যাব। কিন্তু দলিল লেখকরা ঘুষ-দুর্নীতির অভিযোগে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন, কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। ইতোমধ্যে সরকারের দলিল নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এসব বিষয়ে আপনি কী পদক্ষেপ নিয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘুষ-দুর্নীতির অভিযোগ তুললে তো হবে না, এসবের সুনিদিষ্ট প্রমাণ লাগবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ইন্ধনে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব ঘুষ-দুর্নীতিতে বেপরোয়া হয়েছেন, অভিযোগটি সত্য নয়।

T.A.S / জামান

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা