ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জে গরু নেই, দম্পতির কাঁধে ঘানির জোয়াল


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ২:২৬

দীর্ঘ ৩৮ বছর থেকে ঘানি টেনে জীবিকা নির্বাহ করছে জহুরুল (৫০) এবং তার পরিবার। জহুরুলের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়নের কালিয়াবিল এলাকায়। তিনি মৃত রফাত আলী প্রামাণিকের ছেলে। চাষাবাদের জমি নেই, জরাজীর্ণ বসতভিটায় বসবাস তার। পরিবারে রয়েছেন স্ত্রী মিনা বেগম, এক মেয়ে ও তিন ছেলে। তেলের ঘানি টেনে যা আয় হয়, তা দিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয় তাকে। সংসারের যাবতীয় খরচ চলে এ আয়ের ওপর নির্ভর করে। ইতোমধ্যে তিন ছেলে ও এক মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। 

এই অমানুষিক পরিশ্রমের মাধ্যমেই ঘোরে তাদের সংসারের চাকা। কড়ি কাঠের তৈরি কাতলার উপর প্রায় ২০০ কেজির পাথর বসিয়ে ঘাড়ে জোয়াল বেঁধে এই ঘানি টানেন তারা। ঘানির টানে ডালার ভেতর সরিষা পিষ্ট হয়ে ফোঁটায় ফোঁটায় তেল পড়ে নিচে রাখা পাত্রের মধ্যে। স্থানীয় হাটে এই তেল বিক্রি করলেই চলবে সংসার। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত এভাবেই জীবন সংগ্রাম চালান হতদরিদ্র জহুরুল প্রামাণিক ও মিনা বেগম দম্পতি।  জমি বলতে তাদের ওই বাড়ির ভিটেটুকুই। বংশপরম্পরায় তারা এই পেশা ধরে রেখেছেন।

সম্প্রতি ওই বাড়িতে গিয়ে কথা হয় জহুরুলের সঙ্গে। তিনি জানান, প্রায় ৩৮ বছর ধরে আমি ও আমার স্ত্রী মিলে ঘানি টেনে খাঁটি সরিষার তেল বের করে বাজারে বিক্রি করি। সামান্য আয় দিয়েই কষ্ট করে চালাতে হচ্ছে সংসার। কিন্তু অভাব-অনটনের সংসারে একমাত্র মেয়ের বিয়ে দিতে গিয়ে সেই গরুটিও বিক্রি করতে হয়েছে আমাকে। স্ত্রীসহ কষ্ট করে ঘানি টানলেও লজ্জায় কারো কাছে হাত পাতিনি।

জহুরুলের স্ত্রী মিনা বেগম বলেন, বয়স হয়েছে, তাই ঘানি টানতে আমাদের খুবই কষ্ট হয়। কিন্তু উপায়ও নেই, কী করব? তিনি আরো বলেন, বিয়ের পর থেকেই কাঠের ঘানি টানছি। কাজটি কঠোর পরিশ্রমের ও খুবই কষ্টের।

ইসমাইল হোসেন নামে এক প্রতিবেশী বলেন, এই প্রথম কেউ তাদের খোঁজখবর নিতে এসেছেন। আপনারা তাদের একটা গরু ও ঘরের ব্যবস্থা করে দিন। তাহলে এই পরিবারটি হয়তোবা আলোর মুখ দেখবে।

এ বিষয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাস বলেন, এই যুগেও ঘানি টেনে সংসার চালাতে হচ্ছে। এটা আমাদের জন্য দুঃখজনক। আমি সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানাচ্ছি।

এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান জানান, বিষয়টি খুবই অমানবিক। আপনার মাধ্যমেই জানলাম। তারা যদি আবেদন করে তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

জামান / জামান

"নতুন বাংলাদেশে একরাম পরিবারের মত কাউকে দখল করতে দিবোনা" জাহের

নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা

দেবীগঞ্জ পৌরসভায় ভুয়া ভাউচারে টাকা আত্মসাৎ

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় কাউনিয়ার সরোয়ার গ্রেফতার

রোহিঙ্গা পরিবারের স্থায়ীভাবে বসবাস: গণবিজ্ঞপ্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন

কুড়িগ্রাম ফিস্টুলা মুক্ত ঘোষণা প্রক্রিয়ায় অগ্রযাত্রা

খালিয়াজুরীতে জমির বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কর্ণফুলীতে জুলধা স্পোটস একাডেমির শুভ উদ্ভোধন

ভূরুঙ্গামারীতে এনসিপি'র দলীয় কার্যালয় উদ্বোধন

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- ডাঃ আনোয়ারুল হক

দেড় হাজার বাইক নিয়ে চাঁদপুরে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা

শালিখায় জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থীর বিশাল মোটরসাইকেল শোডাউন

গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন উদ্যোগে ২ হাজার পরীক্ষার্থী দিলো বৃত্তি পরীক্ষা