ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

গোপাল বিড়ি ফ্যাক্টরির শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৮-১০-২০২৪ বিকাল ৬:১

খুলনার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের নারায়ণপুরে গোপাল বিড়ি ফ্যাক্টরির শ্রমিকদের ওপর বহিরাহগত সন্ত্রাসীরা হামলা করে। এরই প্রতিবাদে ভুক্তভোগী শ্রমিকরা খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে মানববন্ধন করেন।

ঘটনাসূত্রে জানা গেছে, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায়ও ঘটে। গত রবিবার সকালে গোপাল বিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে মানববন্ধন করলে মালিকপক্ষের লোকজন শ্রমিকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন সাধারণ শ্রমিক আহত হন। পরবর্তীতে তাদের পরিবারকে নানাভাবে হুমকিও দেয়া হয়। এর প্রতিবাদে সোমবার শ্রমিকরা ফ্যাক্টরির সামনে মানববন্ধন করতে চাইলে বাধা দেয় মালিকপক্ষের লোকজন। পরবর্তীতে নির্যাতিত শ্রমিকরা খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।

নির্যাতিত শ্রমিকরা বলেন, বেতন-ভাতা বৃদ্ধি দাবির যৌক্তিকতা আছে। আমরা দীর্ঘদিন ধরে মালিক ও মহাজনদের জানাচ্ছি। কিন্তু মালিক কখনো আমাদের সমস্যা বুঝতে চান না, এমনকি শুনতেও চান না। এজন্য আমরা মানববন্ধন করি। বাইরে থেকে ম্যানেজার ভাড়াটে সন্ত্রাসী এনে আমাদের ওপর হামলা চালায়। হামলা চালিয়ে আবার তারাই আমাদের নামে থানায় অভিযোগ করার হুমকি দিয়েছে। নারী শ্রমিকদেরও বিভিন্ন সময় হেনস্তা করেছে মালিকপক্ষের লোকজন।

তারা আরো বলেন, শ্রমিকদের ন্যায্য বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ। একটি বিড়ি ফ্যাক্টরি যে নিয়মে চলার কথা, সে নিয়মে চলছে না। শ্রমিকদের ঠকিয়ে চলছে গোপাল বিড়ি ফ্যাক্টরি কর্তৃপক্ষ। গ্রামের লোকজন প্রতিবাদ করলে সব সময় হুমকি দেয় এবং হয়রানি করে। মালিক রাহুল অধিকারী নির্বাচন করার সময় জোরপূর্বক প্রচারণায় নিয়ে যেতেন। কেউ না যেতে চাইলে গালিগালাজসহ হুমকি-ধমকিও দিয়েছেন।

শ্রমিকরা দাবি জানিয়ে বলেন, আমাদের ওপর নির্যাতন বন্ধ করে সঠিক প্রাপ্য বুঝিয়ে দেয়ার এখনই সময়। শ্রম আইন অনুসারে শ্রমিকদের বেতন এবং সুযোগ-সুবিধা দিতে হবে।

এ বিষয়ে ফ্যাক্টারির মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোনে কাউকে পাওয়া যায়নি।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা