ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

রায়গঞ্জে নিজ বাড়িতে অবরুদ্ধ একটি পরিবার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ১:৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে দীর্ঘদিন ধরে একটি পরিবার নিজ বাড়িতেই অবরুদ্ধ হয়ে আছে। এতে পরিবারটির জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। সোমবার (২৮ অক্টোবর) সরেজমিন বাড়ির রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য রাস্তা বন্ধ করে ইটের প্রাচীর নির্মাণ ও টিনের বেড়া দেয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এ ঘটনায় রায়গঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে একই মহল্লার আবুল কালামের প্রতিবেশী মজাহার আলীকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম-উত্তর কর্নারে অবস্থিত পূর্ব লক্ষ্মীকোলা অফিসপাড়া মৌজার আরএস ৩৩৪নং খতিয়ানের ৩৫৮নং দাগের ১৮ শতক ভূমির কাতে মধ্যে ৫ শতক ভূমি ক্রয় করে বসতবাড়ি করে বসবাস করে আসছিলেন ভুক্তভোগী আবুল কালাম। বাড়ির পূর্ব পাশে অবস্থিত দোতলা ভবনের উত্তর পাশ দিয়ে যাতায়াতের জন্য ৩ ফুট রাস্তা এজমামি রাখা ছিল। ওই রাস্তা দিয়ে তারা বাড়ি থেকে বাইরে যাতায়াত করতেন। 

অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, গত ৪ মে উল্লিখিত তফসিলভুক্ত রাস্তা মাপা হয়, যা সঠিক ছিলো না এবং বিবাদী সম্পূর্ণভাবে নিজের মনগড়াভাবে ফলাফল নির্ণয় করেন। পরবর্তীতে গত ৫ জুলাই অভিযুক্ত ব্যক্তি চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করে ইটের প্রাচীর নির্মাণ করেন। এমতাবস্থায় আমার সম্পূর্ণ পরিবার অবরুদ্ধ হয়ে বাড়ি থেকে বাইরে যাতায়াতে ব্যপকভাবে বাধাগ্রস্ত হচ্ছি। চলাচলের একমাত্র রাস্তা বন্ধ থাকায় বাড়িতে প্রবেশের অন্য কোনো রাস্তা না থাকায় আমাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। এছাড়া আমার বাড়ির পূর্ব পাশে অবস্থিত বৈদ্যুতিক খুঁটি থেকে নেয়া বিদ্যুৎ সংযোগটি অভিযুক্ত ব্যক্তির জায়গার উপর দিয়ে তার নেয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ দিয়ে আমার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে বিদ্যুৎ সংযোগ না থাকায় আমার অসুস্থ পিতা-মাতাকে নিয়ে বাড়িতে বসবাস করতে পারছি না। উপজেলা প্রশাসনের কাছে নিজ বাড়িতে পূর্বের ন্যায় নির্বিঘ্নে প্রবেশ করতে পারা এবং বাড়িতে বৈদুতিক সংযোগ স্থাপন করে স্বাভাবিকভাবে বসবাস করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত মোজাহার আলীর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চেয়ে তার মুঠোফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় ঘটনাস্থল পরিদর্শনে যান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন। ঘটনাস্থল পরিদর্শনও করেছি। অভিযুক্ত ব্যক্তি আমার অফিসের স্টাফ। তাই আমি দ্রুত উভয়পক্ষকে বুঝিয়ে সমাধানের চেষ্টা করব।

T.A.S / জামান

বাগেরহাটের ফকিরহাটে চুরি করতে এসে গৃহিণীকে হত্যার অভিযোগ

তারাগঞ্জে জামায়াতের নির্বাচনী স্বাগত মিছিল

নওগাঁয় প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচার নাপ্রচারনা শুরু

গোবিপ্রবি’তে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকদের সাথে কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মতবিনিময় সভা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান

নেত্রকোনায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় জিয়া পরিষদের নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগায়ে ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মীরজা ফয়সাল আমিনের প্রচারণা

বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা

দুমকিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর-২ এ স্বতন্ত্র প্রার্থীর ছারছিনা দরবার শরীফে জিয়ারত দিয়ে প্রচারণা শুরু, পরে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ

কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন