জয়পুরহাট শহর বিএনপির কাউন্সিল সভাপতি বকুল সাধারণ সম্পাদক উজ্জল প্রধান নির্বাচিত
দীর্ঘ ১৫ বছর পরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটে সুষ্ঠ শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে শহর ও সদর থানা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটাররা সরাসরি তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেন। দীর্ঘ ১৫ বছর পরে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পেরে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন ভোটাররা।
ভোট গণনা শেষে রাত ৮ টায় পৌর শহরের নতুনহাট এলাকায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। শহর বিএনপির মোট ভোটার সংখ্যা ৬৩৯ জন। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ৫১৬ টি। ভোটারদের প্রত্যক্ষ ভোটে শহর বিএনপির সভাপতি পদে অধ্যাপক আমিনুর রহমান বকুল ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব আবু রায়হান উজ্জ্বল প্রধান বিশাল ভোটের ব্যাবধানে ৪২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এসময় সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম রেজা ডিউক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন প্রমুখ।
শহর বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু রায়হান উজ্জল প্রধান জয়পুরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মোজাহার আলীর প্রধান এর সুযোগ্য বড় সন্তান।
রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বাবার হাত ধরেই তিনি রাজনীতিতে আসেন। বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে তিনি নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক আন্দোলন সংগ্রামে তিনি অন্যায়ভাবে হামলা ও মামলার শিকার হয়েছেন।
তিনি রাজনৈতিক জীবনে ১৯৯০ সালে জয়পুরহাট পৌর ছাত্রদল বৃহত্তর ০৪, ০৫ ও ০৬ নং ওয়ার্ড আঞ্চলিক শাখার সভাপতি হিসাবে নির্বাচিত হন। ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রীয় সদস্য ছিলেন। ১৯৯১ সাল থেকে ১৯৯২ অর্থ বছরে জয়পুরহাট সরকারী কলেজে জাতীয়বাদী প্যানেল থেকে কলেজ সংসদ নির্বাচনে সহ-কমন রুম বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।১৯৯২ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত জেলা ছাত্রদলের ৬৮ নং সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।১৯৯৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত জেলা যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পারন করেন।
২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত জেলা যুবদলের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ২০২২ সাল থেকে বর্তমান পর্যন্ত জেলা যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে রাজনৈতিক মোট ০৩ টি মামলা চলমান আছে। এছাড়াও তিনি নানান সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন।
এ বিষয়ে আলহাজ্ব আবু রায়হান উজ্জল বলেন,শহর বিএনপির কাউন্সিলে আমি ভোটারদের প্রত্যক্ষভোটে নির্বাচিত হয়েছি। আমার দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি। সর্বোপরি শহর বিএনপির নেতাকর্মীদের সেবা ও শহর বিএনপি কে আরো বেগবান করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
T.A.S / T.A.S
থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ
বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত