ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বালাগঞ্জে ফুটবল টুর্নামেন্ট আয়োজন না করেই টাকা উত্তোলন


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৪ বিকাল ৬:২৯

সিলেটের বালাগঞ্জ উপজেলায় শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক-বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২৪ উপজেলা পর্যায়ে খেলার আয়োজন সম্পন্ন না করেই বরাদ্দকৃত অর্থ উত্তোলনের খবর পাওয়া গেছে। 

সূত্রে জানা যায়, এ ধরনের টুর্নামেন্ট প্রতি বছর সম্পন্ন করে থাকে উপজেলা ক্রীড়া সংস্থা। কিন্তু চলতি বছরের টানা তিন বারের বন্যায় উপজেলায় মাঠ-ঘাট সব পানিতে তলিয়ে যায়। যার ফলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। অন্যদিকে জুলাই-আগস্টের বিপ্লবে পট-পরিবর্তন হওয়ায় এ টুর্নামেন্ট হওয়ার কোনো সুযোগ ছিল না। ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা পর্যায়ে এ আয়োজন উপলক্ষ্যে বালাগঞ্জ উপজেলায় ১ লক্ষ ৫১ হাজার ৫শত টাকা বরাদ্দ পাওয়া গেছে বলে তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির আবেদনের পরিপ্রেক্ষিতে জানিয়েছে উপজেলা প্রশাসন। বর্ণিত টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে সম্পন্ন না হওয়ায় বরাদ্দকৃত অর্থ ব্যয় হয়নি বলে জানানো হয়েছে। তবে নির্ভরযোগ্য সূত্র জানায় এ টুর্নামেন্ট ব্যয় আরও বেশী ধরা হয়েছে।

এব্যাপার নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার একাধিক সদস্য জানান, ২০২৪ সালে বন্যার কারণে এরকম কোনো টুর্নামেন্ট খেলা হয় নি। টাকা কোথায় বা কে কে টাকা উত্তোলন করেছেন তাদের জানা নেই। 

বিষয়টি নিয়ে দুই বারের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলী আসগর বলেন, টুর্নামেন্ট এবং এর ব্যয়ের ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও ছাড়া পরিষদের অন্যান্য সদস্য আমরা জানি না। টুর্নামেন্ট বাস্তবায়ন না করে টাকা উত্তোলন বিধি বর্হিভূত। যা বিগত দিনও তারা বহু প্রকল্প হাতে নিয়েছে কিন্তু পুরো বাস্তবায়নের মুখ দেখে নি। প্রতিবাদ করলেও তাদের কোনো ভ্রুক্ষেপ হতো না। এক প্রশ্নের জবাবে বলেন, যে প্রকল্পের জন্য টাকা বরাদ্দ আসে ওই কাজই করতে হবে। উত্তোলিত টাকা অন্য কোনো ফান্ডে রাখা যাবে কি না, আমার জানা নাই।

এদিকে গত ১১ সেপ্টেম্বর এবিষয়ে তথ্য অধিকার আইনে উপজেলা তথ্য প্রধান কর্মকর্তার কাছে তথ্য চেয়ে আবেদন করা হয়।আবেদনের পরিপ্রক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর তথ্য প্রদান প্রসঙ্গ উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়। এতে বলা হয়, উপজেলা পর্যায়ে আয়োজন উপলক্ষ্যে বালাগঞ্জ উপজেলায় মোট ১ লক্ষ ৫১ হাজার পাঁচশত টাকা বরাদ্দ পাওয়া যায়। বর্ণিত টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে বাস্তবায়িত না হওয়ায় বরাদ্দকৃত অর্থ ব্যয় হয়নি। 

এবিয়ষে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মারিয়া হকের কাছে জানতে চাইলে তিনি বিস্তারিত জানাতে বা বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

এব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নাই। আমি খুঁজ নিয়ে দেখব, এবং পরে জানাতে পারবো।

T.A.S / T.A.S

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত