বালাগঞ্জে ফুটবল টুর্নামেন্ট আয়োজন না করেই টাকা উত্তোলন
সিলেটের বালাগঞ্জ উপজেলায় শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক-বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২৪ উপজেলা পর্যায়ে খেলার আয়োজন সম্পন্ন না করেই বরাদ্দকৃত অর্থ উত্তোলনের খবর পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, এ ধরনের টুর্নামেন্ট প্রতি বছর সম্পন্ন করে থাকে উপজেলা ক্রীড়া সংস্থা। কিন্তু চলতি বছরের টানা তিন বারের বন্যায় উপজেলায় মাঠ-ঘাট সব পানিতে তলিয়ে যায়। যার ফলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। অন্যদিকে জুলাই-আগস্টের বিপ্লবে পট-পরিবর্তন হওয়ায় এ টুর্নামেন্ট হওয়ার কোনো সুযোগ ছিল না। ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা পর্যায়ে এ আয়োজন উপলক্ষ্যে বালাগঞ্জ উপজেলায় ১ লক্ষ ৫১ হাজার ৫শত টাকা বরাদ্দ পাওয়া গেছে বলে তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির আবেদনের পরিপ্রেক্ষিতে জানিয়েছে উপজেলা প্রশাসন। বর্ণিত টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে সম্পন্ন না হওয়ায় বরাদ্দকৃত অর্থ ব্যয় হয়নি বলে জানানো হয়েছে। তবে নির্ভরযোগ্য সূত্র জানায় এ টুর্নামেন্ট ব্যয় আরও বেশী ধরা হয়েছে।
এব্যাপার নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার একাধিক সদস্য জানান, ২০২৪ সালে বন্যার কারণে এরকম কোনো টুর্নামেন্ট খেলা হয় নি। টাকা কোথায় বা কে কে টাকা উত্তোলন করেছেন তাদের জানা নেই।
বিষয়টি নিয়ে দুই বারের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলী আসগর বলেন, টুর্নামেন্ট এবং এর ব্যয়ের ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও ছাড়া পরিষদের অন্যান্য সদস্য আমরা জানি না। টুর্নামেন্ট বাস্তবায়ন না করে টাকা উত্তোলন বিধি বর্হিভূত। যা বিগত দিনও তারা বহু প্রকল্প হাতে নিয়েছে কিন্তু পুরো বাস্তবায়নের মুখ দেখে নি। প্রতিবাদ করলেও তাদের কোনো ভ্রুক্ষেপ হতো না। এক প্রশ্নের জবাবে বলেন, যে প্রকল্পের জন্য টাকা বরাদ্দ আসে ওই কাজই করতে হবে। উত্তোলিত টাকা অন্য কোনো ফান্ডে রাখা যাবে কি না, আমার জানা নাই।
এদিকে গত ১১ সেপ্টেম্বর এবিষয়ে তথ্য অধিকার আইনে উপজেলা তথ্য প্রধান কর্মকর্তার কাছে তথ্য চেয়ে আবেদন করা হয়।আবেদনের পরিপ্রক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর তথ্য প্রদান প্রসঙ্গ উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়। এতে বলা হয়, উপজেলা পর্যায়ে আয়োজন উপলক্ষ্যে বালাগঞ্জ উপজেলায় মোট ১ লক্ষ ৫১ হাজার পাঁচশত টাকা বরাদ্দ পাওয়া যায়। বর্ণিত টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে বাস্তবায়িত না হওয়ায় বরাদ্দকৃত অর্থ ব্যয় হয়নি।
এবিয়ষে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মারিয়া হকের কাছে জানতে চাইলে তিনি বিস্তারিত জানাতে বা বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
এব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নাই। আমি খুঁজ নিয়ে দেখব, এবং পরে জানাতে পারবো।
T.A.S / T.A.S
পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ
নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের আটপাড়া উপজেলা পরিদর্শন
অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরাঃ মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা
রাণীশংকৈলে একমাথা, দু'মুখ ও চার চোখ বিশিষ্ট অদ্ভুত বাছুর প্রসব, এলাকায় চাঞ্চল্য
ছাত্রী ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফুটানোই আমাদের প্রকৃত মানবিক দায়িত্ব
মুকসুদপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
রহমতপুর উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় সচেতনতামুলক সভা