ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫

জামানুরের কব্জায় খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ১১:২০

খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমান এর বিরুদ্ধে টেন্ডার বানিজ্য, বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অনেককে বদলির ভয়ও দেখিয়ে তিনি গত পাঁচ বছরে বিপুল পরিমান টাকা হাতিয়েছেন। বিভিন্ন সময় অভিযোগ দিলেও অদৃশ্য খুঁটির জোড়ে তার কোন ব্যবস্থা নেয়নি উর্ধতন কর্তৃপক্ষ।

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, ৫ই আগষ্টের পর রুপ বদলে তিনি এখন আওয়ামীলীগ বিরোধি সেজে অপরাধ চালিয়ে যাচ্ছেন। জামানুর রহমান খুলনা সার্কেলে আছেন এক টানা পাঁচ বছর। এ সুবাদে দলবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি এবং অনিয়ম করেই গড়েছেন অঢেল সম্পদ। তার বিরুদ্ধে অভিযোগ দিলেও কার্যত কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। অর্থের জোড়ে নিজের জায়গা ঠিক রাখেন বলে জানিয়েছে একাধিক সূত্র।  অভিযোগ সূত্রে জানা যায়, খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমান আওয়ামীলীগের সময় থেকে এক টানা পাঁচ বছর খুলনা সার্কেলে চাকুরী করছেন।

এ সুযোগে তিনি নিজস্ব একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। একচ্ছত্রভাবে তিনি টেন্ডার বানিজ্য নিয়ন্ত্রন করেছেন। তার ভয়ে দপ্তরের কেউ অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। কেউ প্রতিবাদ করলে হয়রানি এবং মানসিকভাবে নির্যাতন করেন জামানুর রহমান।  খুলনা বিভাগের বিভিন্ন জেলার ঠিকাদারদের কৌশলে হুমকি দিয়ে তিনি  চাঁদাবাজি করেছেন। বিভিন্ন কৌশলে দুর্বল ঠিকাদারদের কাছে থেকে অর্থ আদায় করেছেন। দলবাজ এ প্রকৌশলী সিন্ডিকেট করে একই ঠিকাদারী প্রতিষ্ঠানকে বার বার কাজ দিয়েছেন। নিম্নমানের কাজ করে বিল তুলতে অসাধু ঠিকাদারকে সাহায্য পর্যন্ত করেছেন। মোটা অংকের বিনিময়ে নির্বাহী প্রকৌশলীদের বিল পাশের নির্দেশ এবং বাধ্য করতেন। কোন কর্মকর্তা নিম্নমানের কাজের বিল দিতে অসম্মতি জানালে তার বিরুদ্ধে কারসাজি করে বিভিন্নভাবে হেনস্তা করতেন।  এ নিয়ে তার আওয়াতাধীন বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলীদের নানান কৌশলে হুমকি দিয়েছেন তিনি।

তার পছন্দের ঠিকাদারকে সাহায্য না করলে ক্ষতির সম্মুখীন হতে হবে বলেও কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সময়ে হুমকি দিয়েছেন। জামানুর রহমান আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ভয় দেখিয়ে নিজ স্বার্থ হাসিল করেছেন। কর্মকর্তা-কর্মচারীরা কেউ তার বিরোধিতা করলে তাদের তিনি রাজাকার বলেও আখ্যায়িত করেছেন। অনেক কর্মকর্তা-কর্মচারীদের তিনি অপদস্ত করেছেন। ৫ই আগষ্টের পর তিনি নিজেকে আওয়ামীলীগ বিরোধি বলে দাবী করছেন। বিভিন্ন রাজনৈতিক দলে তার বিভিন্ন আত্মীয় স্বজন রয়েছে বলে সবার কাছে প্রচার করছেন। বাগেরহাট জেলার একজন প্রকৌশলী বলেন, তিনি (জামানুর রহমান) অপকর্ম করতে সবসময় চাপ প্রয়োগ করেছেন। তার অন্যায় আবদার না শুনলে আওয়ামীলীগের ওমুক লিডার বিষয়টা দেখতে বলেছেন বলে শাষিয়ে তার লক্ষ্য পূরণ করে নিতেন। তাতেও কাজ না হলে বিভিন্ন মহল দ্বারা হেনস্তা করেছেন তিনি।

পুরো খুলনা বিভাগ জুড়ে অসাধু ব্যক্তি এবং কর্মকর্তাদের নিয়ে গড়ে তুলেছেন তার সিন্ডিকেট।  খুলনা জোনের বিভিন্ন জেলায় টেন্ডার কারসাজি  এবং অসাধু ঠিকাদারের নিম্ন মানের কাজের বিল জোর করে পাশ করিয়ে হাতিয়েছেন বিপুল পরিমান অর্থ। এই বাগেরহাটেই তার (জামানুর রহমান) মাধ্যমে হয়েছে ব্যাপক অনিয়ম-দুর্নীতি। এখন তিনি পুনরায় শক্তি সঞ্চার করতে ব্যস্ত। তিনি (জামানুর রহমান) সিন্ডিকেট নিয়ে নতুনভাবে অনিয়ম-দুর্নীতি করার অপেক্ষায় রয়েছেন। কুষ্টিয়া জেলা কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, কুষ্টিয়া জেলাতে তার (জামানুর রহমান) গ্রামের বাড়ি। এখানে তার একটি প্রভাবশালী গ্রুপ রয়েছে। তবে এ গ্রুপটি ৫ই আগষ্টের পর লাপাত্তা থাকলে সপ্তাহ খানেক হয়েছে আবার ফিরেছে।

তিনি (জামানুর রহমান) বিভিন্ন সময়ে তাদের ঠিকাদারী কাজ দিতে নির্দেশ দিয়েছেন। অনভিজ্ঞ ঠিকাদার হলেও গুরুত্বপূর্ন কাজ জোরপূর্বক তিনি (জামানুর রহমান) তার সিন্ডিকেটকে দিতে বাধ্য করতেন। উর্ধতন কর্তৃপক্ষকে এ বিষয়গুলো জানালেও কখনো কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। তিনি আরো বলেন, তিনি (জামানুর রহমান) খুব স্মার্টলি কথা বলেন। কথা দ্বারা মানুষকে সহজে আয়ত্ত্ব করতে পারেন। তিনি তার কৌশল ব্যবহার করে এবং অর্থের জোড়ে বার বার পাড় পেয়ে যাচ্ছেন। এবারও তিনি হয়তো পুনরায় নতুন কৌশলে দুর্নীতিতে নামবেন বলে আশংকা প্রকাশ করেন এ কর্মকর্তা। অভিযোগের বিষয়ে জানতে চেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমানের মুঠোফোনে কল করলে তিনি অভিযোগের কথা শুনে ব্যস্ত আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

T.A.S / T.A.S

বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক রাজেন রায় গ্রেফতার

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকতার আড়ালে দেহব্যবসা ব্ল্যাকমেইলিং কথিত ৩ সাংবাদিককে গণপিটুনী

ধামইরহাটে বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

ফেসবুকে পোষ্ট দিয়ে সাতকানিয়ার তরুণের ট্রেনে ঝাপ দিয়ে মৃত্যু

কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

তামাক ক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ

শেখ হাসিনা সেনানিবাসের নাম 'পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন

ভাটা মালিকরা সরকারী কাজে ইট বিক্রি করবেন না

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ

টিসিবি পন্য পরিমাপে ডিলারের চুরি