ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

জামানুরের কব্জায় খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ১১:২০

খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমান এর বিরুদ্ধে টেন্ডার বানিজ্য, বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অনেককে বদলির ভয়ও দেখিয়ে তিনি গত পাঁচ বছরে বিপুল পরিমান টাকা হাতিয়েছেন। বিভিন্ন সময় অভিযোগ দিলেও অদৃশ্য খুঁটির জোড়ে তার কোন ব্যবস্থা নেয়নি উর্ধতন কর্তৃপক্ষ।

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, ৫ই আগষ্টের পর রুপ বদলে তিনি এখন আওয়ামীলীগ বিরোধি সেজে অপরাধ চালিয়ে যাচ্ছেন। জামানুর রহমান খুলনা সার্কেলে আছেন এক টানা পাঁচ বছর। এ সুবাদে দলবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি এবং অনিয়ম করেই গড়েছেন অঢেল সম্পদ। তার বিরুদ্ধে অভিযোগ দিলেও কার্যত কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। অর্থের জোড়ে নিজের জায়গা ঠিক রাখেন বলে জানিয়েছে একাধিক সূত্র।  অভিযোগ সূত্রে জানা যায়, খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমান আওয়ামীলীগের সময় থেকে এক টানা পাঁচ বছর খুলনা সার্কেলে চাকুরী করছেন।

এ সুযোগে তিনি নিজস্ব একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। একচ্ছত্রভাবে তিনি টেন্ডার বানিজ্য নিয়ন্ত্রন করেছেন। তার ভয়ে দপ্তরের কেউ অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। কেউ প্রতিবাদ করলে হয়রানি এবং মানসিকভাবে নির্যাতন করেন জামানুর রহমান।  খুলনা বিভাগের বিভিন্ন জেলার ঠিকাদারদের কৌশলে হুমকি দিয়ে তিনি  চাঁদাবাজি করেছেন। বিভিন্ন কৌশলে দুর্বল ঠিকাদারদের কাছে থেকে অর্থ আদায় করেছেন। দলবাজ এ প্রকৌশলী সিন্ডিকেট করে একই ঠিকাদারী প্রতিষ্ঠানকে বার বার কাজ দিয়েছেন। নিম্নমানের কাজ করে বিল তুলতে অসাধু ঠিকাদারকে সাহায্য পর্যন্ত করেছেন। মোটা অংকের বিনিময়ে নির্বাহী প্রকৌশলীদের বিল পাশের নির্দেশ এবং বাধ্য করতেন। কোন কর্মকর্তা নিম্নমানের কাজের বিল দিতে অসম্মতি জানালে তার বিরুদ্ধে কারসাজি করে বিভিন্নভাবে হেনস্তা করতেন।  এ নিয়ে তার আওয়াতাধীন বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলীদের নানান কৌশলে হুমকি দিয়েছেন তিনি।

তার পছন্দের ঠিকাদারকে সাহায্য না করলে ক্ষতির সম্মুখীন হতে হবে বলেও কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সময়ে হুমকি দিয়েছেন। জামানুর রহমান আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ভয় দেখিয়ে নিজ স্বার্থ হাসিল করেছেন। কর্মকর্তা-কর্মচারীরা কেউ তার বিরোধিতা করলে তাদের তিনি রাজাকার বলেও আখ্যায়িত করেছেন। অনেক কর্মকর্তা-কর্মচারীদের তিনি অপদস্ত করেছেন। ৫ই আগষ্টের পর তিনি নিজেকে আওয়ামীলীগ বিরোধি বলে দাবী করছেন। বিভিন্ন রাজনৈতিক দলে তার বিভিন্ন আত্মীয় স্বজন রয়েছে বলে সবার কাছে প্রচার করছেন। বাগেরহাট জেলার একজন প্রকৌশলী বলেন, তিনি (জামানুর রহমান) অপকর্ম করতে সবসময় চাপ প্রয়োগ করেছেন। তার অন্যায় আবদার না শুনলে আওয়ামীলীগের ওমুক লিডার বিষয়টা দেখতে বলেছেন বলে শাষিয়ে তার লক্ষ্য পূরণ করে নিতেন। তাতেও কাজ না হলে বিভিন্ন মহল দ্বারা হেনস্তা করেছেন তিনি।

পুরো খুলনা বিভাগ জুড়ে অসাধু ব্যক্তি এবং কর্মকর্তাদের নিয়ে গড়ে তুলেছেন তার সিন্ডিকেট।  খুলনা জোনের বিভিন্ন জেলায় টেন্ডার কারসাজি  এবং অসাধু ঠিকাদারের নিম্ন মানের কাজের বিল জোর করে পাশ করিয়ে হাতিয়েছেন বিপুল পরিমান অর্থ। এই বাগেরহাটেই তার (জামানুর রহমান) মাধ্যমে হয়েছে ব্যাপক অনিয়ম-দুর্নীতি। এখন তিনি পুনরায় শক্তি সঞ্চার করতে ব্যস্ত। তিনি (জামানুর রহমান) সিন্ডিকেট নিয়ে নতুনভাবে অনিয়ম-দুর্নীতি করার অপেক্ষায় রয়েছেন। কুষ্টিয়া জেলা কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, কুষ্টিয়া জেলাতে তার (জামানুর রহমান) গ্রামের বাড়ি। এখানে তার একটি প্রভাবশালী গ্রুপ রয়েছে। তবে এ গ্রুপটি ৫ই আগষ্টের পর লাপাত্তা থাকলে সপ্তাহ খানেক হয়েছে আবার ফিরেছে।

তিনি (জামানুর রহমান) বিভিন্ন সময়ে তাদের ঠিকাদারী কাজ দিতে নির্দেশ দিয়েছেন। অনভিজ্ঞ ঠিকাদার হলেও গুরুত্বপূর্ন কাজ জোরপূর্বক তিনি (জামানুর রহমান) তার সিন্ডিকেটকে দিতে বাধ্য করতেন। উর্ধতন কর্তৃপক্ষকে এ বিষয়গুলো জানালেও কখনো কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। তিনি আরো বলেন, তিনি (জামানুর রহমান) খুব স্মার্টলি কথা বলেন। কথা দ্বারা মানুষকে সহজে আয়ত্ত্ব করতে পারেন। তিনি তার কৌশল ব্যবহার করে এবং অর্থের জোড়ে বার বার পাড় পেয়ে যাচ্ছেন। এবারও তিনি হয়তো পুনরায় নতুন কৌশলে দুর্নীতিতে নামবেন বলে আশংকা প্রকাশ করেন এ কর্মকর্তা। অভিযোগের বিষয়ে জানতে চেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমানের মুঠোফোনে কল করলে তিনি অভিযোগের কথা শুনে ব্যস্ত আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

T.A.S / T.A.S

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা