ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নাটের গুরু হাফেজ আলমগীর

কোয়াটার দখল ও চাঁদাবাজির অভিযোগ মামুন ফারুক লিমন বাবু ও মানিকের বিরুদ্ধে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ১:৩৭

ঢাকা  তেজগাঁও নাখালপাড়ায় কিছু বিএনপির নামধারী নেতাকর্মীদের বিরুদ্ধে কোয়াটার দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলছে সড়ক ও জনপদের স্টাফ কোয়ার্টারের কিছু কর্মচারী ও বসবাসকারী সদস্যরা। সূত্র জানায় যে, তেজগাঁও নাখাল পাড়া সড়ক ও জনপদ এর স্টাফ কোয়ার্টারে যে  স্টাফ ও কর্মচারীরা তাদের নামে বরাদ্দকৃত কোয়ার্টারে তাদের পরিবার নিয়ে থাকার পর যে রুমগুলো খালি থাকে অনেক সময় তারা এগুলো বিভিন্ন সাধারণ লোকের কাছে ভাড়া দিয়ে থাকে।

 স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের পর স্থানীয় কিছু নামধারী বিএনপির কর্মী খালি এই রুমগুলো দখল করে যাদের নামে বাসাগুলো বরাদ্দ ছিল সেই বা সা গুলো দখল করে ভাড়া দিচ্ছেন না এবং অন্য কর্মচারীরা যারা এই এই রুমে থাকছেন না তাদের থেকে বাড়ার নাম করে রুম দখল করে তারা তাদের ভাড়া দিচ্ছেন না এবং তাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করছেন বলে জানান, এখানে বসবাসরত কর্মচারীরা। যারা এই কাজের সাথে জড়িত তারা হলেন মামুন ওরফে ডিস মামুন নোয়াখাইল্লা বাবু, ফারুক ওরফে লাদেন ফারুক, লিমন ও মানিক   প্রমূখ। এখানে মামুন ওরফে ডিস মামুন ডিস ব্যবসার সাথে জড়িত। সে  সড়ক ও জনপদ অধিদপ্তরে কর্মরত তানিয়া আক্তার নামে একজন কর্মচারী একটি রুম ভাড়া নিয়ে দীর্ঘদিন ভাড়া দিচ্ছেন না।

 ভাড়া  চাইতে গেলে তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। অন্য একজন কর্মচারী মোঃ ইউসুফ নবী বসবাস করা বাসায় ভাড়াটিয়া নাম করে রুম ভাড়া নিয়ে তিন রুম দখল নিয়েছেন ফারুক ওরফ লাদেন ফারুক নোয়াখালীর বাবু মামুন ওলিমন। এই রুমগুলো দখল নিয়ে তারা এখানে বিভিন্ন অবৈধ অপকর্ম ও মাদকের আস্তানা গড়ে তুলছে বলে জানান এখানে বসবাসরত সড়ক ও জনপদের একাধিক কর্মচারী। এ ব্যাপারে মামুন ও ডিস মামুন সকালের সময়কে জানান যে তিনি তানিয়ার কাছ থেকে ভাড়া নিয়ে নিয়মিত ভাড়া দিচ্ছেন একটি মহল তার সুনাম নষ্ট করার জন্য এরূপ অপপ্রচার চালাচ্ছেন। অন্য ভুক্তভোগী মোঃ ইউসুফ নবী জানান যে, শেখ হাসিনার সরকারের পতনের পরে এই চক্রটি তার বসবাস করা কোয়াটারে তিনটি রুম  দখল করে কোন ভাড়া দিচ্ছেন না। ভাড়া চাইতে গেলে উক্ত বিএনপির নামধারী সন্ত্রাসীরা তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। পূর্বে এ নামধারী নেতাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে তারা বিভিন্ন লোক মারফত হুমকি দিয়ে যাচ্ছেন  এই এলাকায় বসবাসরত একজন সকালের সময়ে র কর্মকর্তাকে। অথচ তারা উক্ত এলাকায় বিভিন্ন অপকর্ম মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

 সকল সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছেন হাফেজ আলমগীর নামে শ্রমিক দলের একজন নেতা। এ ব্যাপারে নাম প্রকাশ কর তে অনুচ্ছুক একজন সড়ক ও জনপদের কর্মচারী জানান, ইতিপূর্বে উক্ত নামধারী বিএনপি নেতাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে তারা আরো বেপরোয়া আচরণ করেন। বতমানে এই এলাকায় বসবাস করা অনুপযোগী হয়ে পড়ছে। তারা আরো বলেন আমরা সরকারের চাকরি করি আমারা দল মত সবার সাথে মিলে চলতে হয়। তাই আমাদের জীবন রক্ষা ও সুন্দরভাবে বসবাস করতে পারি তার ব্যবস্থা বর্তমান সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্থানীয় তেজগাঁও শিল্পাঞ্চল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ প্রশাসন সুব্যবস্থা করবেন এটাই আমরা আশা করি।

এমএসএম / এমএসএম

গণপূর্তের ইএম কারখানা বিভাগে নির্বাহী প্রকৌশলী মো: ইউসুফের দুর্নীতির রাজত্ব

দুর্নীতিতে পিছিয়ে নেই এলজিইডির উপজেলা প্রকৌশলীগন

‘এনবিআর’এ স্বৈরাচার সরকারের পালিয়ে থাকা চক্রের চক্রান্ত

প্রাণ ধ্বংসকারী কোম্পানি প্রাণ

বিসিএসআইআরের ৬ কোটি টাকার যন্ত্রপাতি কেনায় ভাগ বাটোয়ারা

কোতোয়ালীতে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার

রেজিস্ট্রি অফিসের প্রভাবশালী নকলনবিশের কাণ্ডঃ মন্ত্রীদের প্রভাবে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

বিসিক এর নীরিক্ষা কর্মকর্তা সাবধান আলী হতে সাবধান!

কেরানীগঞ্জ উপজেলার রাজাবাড়ী রোডে অবৈধ এলপিজি বটলিং প্লান্ট এর সন্ধান

গডফাদার মুরাদ জং-এর বোন পরিচয়ে দলিল দাতা-গ্রহীতাদের জিম্মি করার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে সরকারি খাস জমি ভূমিদস্যুদের দখলে

বগুড়ায় সাবেক অফিস সহকারীর বিরুদ্ধে 'ফ্যাসিস্ট সিন্ডিকেটের' মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইন যেন শুধু খাতা কলমে