ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর শুরু শনিবার

আগামী শনিবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে ১০ অক্টোবর ১২টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। ১২টি দেশের ৭৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার উত্তেজনা শুরু হবে মূলত বাছাইপর্ব দিয়ে। আগামী ১০ অক্টোবর বাছাইপর্বের সাইন-ইন অনুষ্ঠিত হবে। বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে ১১ ও ১২ অক্টোবর। এরপর ১৩ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্বের আকর্ষণীয় খেলা। বালক বিভাগে বাছাইপর্বে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবে, যাদের মধ্যে থেকে ১০ জন মূল ড্র'র ২২ জন খেলোয়াড়ের সাথে যোগ দেবে। বালিকা বিভাগে মূল ড্র’তে মোট ২৭ জন খেলোয়াড় অংশ নেবে।
টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরতে আজ টেনিস ফেডারেশন সভাকক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন এই টুর্নামেন্টকে বাংলাদেশে টেনিসের নতুন জাগরণ হিসেবে দেখছেন। তিনি আশা প্রকাশ করেন যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে জুনিয়র খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনের ভালো খেলোয়াড়দের সাথে খেলার ও শেখার একটি বড় সুযোগ পাবে।
অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে স্বাগতিক বাংলাদেশ, সেই সঙ্গে অস্ট্রেলিয়া, চীন, চাইনিজ তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, কোরিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। প্রতিযোগিতায় টুর্নামেন্ট রেফারী হিসেবে দায়িত্ব পালন করবেন আইটিএফ হুয়াইট ব্যাজ (লেভেল-২) রেফারী বাংলাদেশের মাসফিয়া আফরিন। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে সুজুকি মটরবাইকস, ব্যাংক এশিয়া ও ডানা পেট্রোলিয়াম লি:। সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন তাইমুর আলী ও ব্র্যান্ড ম্যানেজার ইমরান সামি। এছাড়া সংবাদ সম্মেলনে টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ এম এ জিন্নাহ এবং বিটিএফ ট্রেনিং, সিলেকশন ও ডেভলপমেন্ট উপ-কমিটির আহ্বায়ক জায়েন ওমর উপস্থিত ছিলেন।
Aminur / Aminur

ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর শুরু শনিবার

প্রথমবার সেরা বিশে সাইফ, নাসুম এগোলেন ৮৭ ধাপ

আমি একা নির্বাচন করলেও পাস করতাম : তামিম

দুবাইয়ে সিরিয়াকে হারালো বাংলাদেশ

১৭৮ রানে অলআউট বাংলাদেশ

বাংলাদেশের নারীদের আজ ইংরেজি পরীক্ষা

প্রায় ১ বছর পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন স্টার্ক

নতুন সংবিধান কার্যকর হলেই পদত্যাগ করতে হবে বোর্ড কর্তাদের!

বিসিবি নির্বাচন : পরিচালক পদে জয়ী হলেন যারা

ভারতের বিপক্ষে হেরে শাস্তিও পেলেন পাকিস্তানি ব্যাটার

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, অপেক্ষা ফলাফলের

এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল
