ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

এসেনসিয়াল ড্রাগসে বিপ্লব

উৎপাদন বেড়েছে, খরচ কমেছে, নতুন প্রকল্পে আশার আলো


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১০-২০২৫ বিকাল ৬:৩

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগ্স কোম্পানী লিমিটেড (ইডিসিএল) বিগত এক বছরে দৃশ্যমান সাফল্যের নজির গড়েছে। দক্ষতা বাড়ানো, জনবল সাশ্রয়, উৎপাদন বৃদ্ধি এবং নতুন প্রকল্প হাতে নেওয়ার মাধ্যমে কোম্পানিটি দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পেয়ে এখন লাভজনক অবস্থানে পৌঁছেছে।-কর্মঘণ্টা বৃদ্ধি, ওভারটাইম খরচ কমেছে: কোম্পানির মেশিন বর্তমানে পূর্বের তুলনায় ৩০ মিনিট বেশি সময় চালানো হচ্ছে। এর ফলে দৈনিক ১,২৬১ কর্মঘণ্টা বৃদ্ধি পেয়েছে। বছরে মোট ৩ লাখ ১০ হাজার ২০৬ কর্মঘণ্টা বেড়ে প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা সাশ্রয় সম্ভব হয়েছে। কেবল গত ছয় মাসেই আগের তুলনায় ৪ কোটি ১৩ লাখ টাকা ওভারটাইম ব্যয় কমেছে। লোকবল সাশ্রয়েও উৎপাদন বৃদ্ধি: অতিরিক্ত ও অদক্ষ জনবল থেকে ৫৭৭ জন কমানো হয়েছে। এর মাধ্যমে বেতন বাবদ প্রায় ২৪ কোটি টাকা সাশ্রয় হয়েছে। অথচ ২০২৪-২৫ অর্থবছরে আগের তুলনায় ৫৯ কোটি টাকার বেশি ঔষধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। টোল ম্যানুফ্যাকচারিং এক-তৃতীয়াংশে নেমে এসেছে: আগে ৩৩টি আইটেম টোল ম্যানুফ্যাকচারিং করা হলেও বর্তমানে তা ১২টিতে সীমিত হয়েছে। ফলে বছরে প্রায় ৩০ কোটি ৬৭ লাখ টাকা সাশ্রয় সম্ভব হয়েছে। ধীরে ধীরে এই প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জ প্রকল্পে নতুন সম্ভাবনা: গোপালগঞ্জ শাখায় ইতোমধ্যেই কন্ট্রাসেপটিভ পিল ও স্যালাইন উৎপাদন শুরু হয়েছে। একই সঙ্গে তৃতীয় প্রকল্পে আইভি ফ্লুইড উৎপাদনের ট্রায়াল চলছে। অন্যদিকে মুন্সীগঞ্জের সিরাজদীখানে দ্রুতগতিতে ভ্যাক্সিন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে প্রকল্প শেষ হলে দেশের ১০০ শতাংশ ভ্যাক্সিন চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং বিদেশেও রপ্তানির সুযোগ তৈরি হবে। নতুন কারখানা ও অবকাঠামো উন্নয়ন: এফডিএ-এর গাইডলাইনে আধুনিক সরকারী ফার্মাসিউটিক্যালস স্থাপনের কাজ চলছে। ঢাকার তেজগাঁও কারখানার পাশে ৬৭ ডেসিমেল জমিতে বহুতল ভবন নির্মাণাধীন রয়েছে, যা চালু হলে উৎপাদন ক্ষমতা বাড়বে এবং ভাড়াকৃত গুদামের খরচ থেকে বছরে প্রায় ১৩ কোটি টাকা সাশ্রয় হবে। ঔষধের দাম কমানো: ইতিমধ্যেই ৩৩টি গুরুত্বপূর্ণ ঔষধের দাম ১০% থেকে ৫০% পর্যন্ত কমানো হয়েছে। পাশাপাশি শতাধিক নতুন পদের দামও কমানোর উদ্যোগ চলছে। প্রতিযোগিতামূলক দামে সরবরাহ বজায় রাখতে ইডিসিএল একটি নতুন ঔষধ মূল্য নির্ধারণ কমিটি গঠন করেছে। সামাজিক দায়িত্ব ও মানবিক উদ্যোগ: কর্মরত শ্রমিক-কর্মচারীদের মেধাবী সন্তানদের পড়াশোনার জন্য ইডিসিএল ফাউন্ডেশন এবং জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তার জন্য ইডিসিএল মেডিক্যাল ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এছাড়াও কাঁচামাল ক্রয়ে সিন্ডিকেট ভেঙে প্রতিযোগিতা বাড়ানো হয়েছে, ফলে গত অর্থবছরে প্রায় ২৬ কোটি ৬৮ লাখ টাকা সাশ্রয় হয়েছে। ডাইনিং খরচ কমেছে, নিজস্ব পরিবহণ ব্যবহারে পরিবহণ খাতে বড় অঙ্কের টাকা বেঁচেছে। বিপণন ও প্রচার খরচ নেই, কারণ সরাসরি সরকারি হাসপাতাল, সিভিল সার্জন অফিস ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে সরবরাহ করা হয়। ভবিষ্যৎ পরিকল্পনা: ঢাকা, খুলনা ও বগুড়া প্রকল্প আধুনিকীকরণ ও সম্প্রসারণ। অ্যান্টি-ভেনম প্রকল্প স্থাপন, যাতে দেশ বিদেশ থেকে বিষ প্রতিষেধক আমদানির উপর নির্ভরশীল না থাকে। শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে জি-টু-জি পর্যায়ে ঔষধ রপ্তানি। ই-টেন্ডার ও ই-নথি চালু করে কার্যক্রম আরও স্বচ্ছ ও দ্রুত করা। সবমিলিয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে এক সময়ে সংকটে থাকা এসেনসিয়াল ড্রাগ্স কোম্পানী লিমিটেড এখন নতুন আস্থার প্রতীক হয়ে উঠছে। উৎপাদন, সাশ্রয় ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন প্রকল্পগুলো দেশের স্বাস্থ্য খাতকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিচ্ছে। ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. এ সামাদ মৃধা বলেন, ইডিসিএলের মুন্সিগঞ্জের সিরাজদীখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পার্কে ইডিসিএলের নতুন টিকা উৎপাদন কেন্দ্র নির্মাণ প্রক্রিয়া পুরোদমে এগিয়ে চলছে, যা ২০২৭ সালের মধ্যে চালু হবে। গোপালগঞ্জে জন্মনিয়ন্ত্রণ পিল এবং স্যালাইন উৎপাদন শুরু হতে যাচ্ছে। শীঘ্রই উদ্বোধনের মাধ্যমে বাজারজাত করা হবে। তার দাবি, অতিরিক্ত জনবল কমানোয় বেতন- ভাতার ব্যয় কমিয়ে আনা সম্ভব হয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠানের ক্রয়- সংক্রান্ত নজরদারি জোরদার করা হয়েছে, ফলে স্থানীয় ও আমদানি উভয়ক্ষেত্রেই মোড়ক, কাঁচামাল, প্রকৌশল সামগ্রী ক্রয়, স্টেশনারি ও অন্যান্য ক্রয়, ডাইনিং -সংক্রান্ত ব্যয়সহ সার্বিক খরচের হার এরই মধ্যে কমিয়ে আনা সম্ভব হয়েছে। মো. আ. সামাদ মৃধা বলেন, ঢাকা খুলনা ও বগুড়া প্রকল্পের আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজ চলছে। প্রকল্পগুলো সঠিকভাবে সম্পূর্ণ হলে ইডিসিএল সরকারের ঔষধের চাহিদা পরিপূর্ণভাবে পূরণ করা সম্ভব হবে।

Aminur / Aminur

দুর্নীতির টাকায় কোটিপতি চসিকের মোরশেদ

রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

আপিল বিভাগের নিদের্শনা অমান্য করে জনবল নিয়োগ

ঘুষ কেলেংকারীতে ১৫ দিন খালি চট্টগ্রাম জেলা প্রশাসকের চেয়ার

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এমডির বিচার চেয়ে ফের দুদকে আবেদন

উৎপাদন বেড়েছে, খরচ কমেছে, নতুন প্রকল্পে আশার আলো

বিএনপি ক্ষমতায় গেলে সকল সেক্টরে ইতিবাচক পরিবর্তন করবে : জননেতা অধ্যাপক মামুন মাহমুদ

কারা অধিদপ্তরে সক্রিয় বদলী বাণিজ্য সিন্ডিকেট, মূলহোতা রিয়াল

দুদকের ফাঁদে ফেঁসে গেলেন এম এ কাশেম

দরপত্র খোলার আগেই ২.৫ কোটি টাকার চুক্তিতে কাজ নিশ্চিত করলো প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রুভেন বুল প্রকল্পের প্রকল্প পরিচালক

বিআরটিএ-এর দালালি করে কয়েক কোটি টাকার মালিক

চট্টগ্রাম দিয়ে কখনই দেশ ছেড়ে বিদেশে যেতে চাইনি : রায়হান কবির