ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জে সড়কে তাঁজা গাছের ডালপালায় ঝুঁকিতে মানবজীবন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১১-১১-২০২৪ দুপুর ৩:৩০

সিরাজগঞ্জের রায়গঞ্জে আঞ্চলিক সড়কের দু’পাশ তাঁজা গাছের ডালপাতায় ঢাকা পড়েছে। কোথাও কোথাও সড়কের ওপর চলে এসেছে বিভিন্ন গাছের ডালপালা ও লতাপাতা। পৃথিবীতে মানুষ অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে না। আর এই অক্সিজেন তৈরি হয় গাছ থেকে। আবার কখনো কখনো এই গাছ ও ডালপালা মানুষের জীবন নাশের কারণ হয়ে দাড়ায়।

সড়কের দুই পাশে কোনো জায়গা খালি নেই। মূল সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে পথচারীদের। যানবাহন এলে পথচারীদের সরে দাঁড়ানোর জায়গাও থাকে না। গাছের ডালপালা আর ঝোপঝাড়ের কারণে সড়কে বাঁকের উল্টো দিক থেকে কোনো পরিবহন আসছে কি না? তাও দেখার সুযোগ নেই। ফলে প্রায় ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। 

প্রতিদিন সড়কে ঝরছে প্রাণ আর খবরের কাগজে ভেসে উঠছে বীভৎস সব লাশের ছবি। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর যেন আমাদের গা-সহা হয়ে গেছে। ফলে প্রতিদিন সড়কে প্রাণ ঝরলেও তা আমাদের মনকে বিবেগতাড়িত করে না।

সরেজমিনে দেখা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোল মাইল থেকে শালিয়াগাড়ী সড়কের ‘ ষোল মাইল-বন্ধন ইট ভাটা’ পর্যন্ত দু’পাশে তাজা আকাশমনি গাছের ডালপালা ও বিভিন্ন লতাপাতায় ঝোপঝাড় গজিয়ে জঙ্গলের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলো চলাচল করছে প্রায় গা-ঘেঁষে। কয়েকটি অংশে গাড়ি চালাতে গিয়ে এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না। বেশ কিছু অংশ জুড়ে সড়কে নুয়ে পড়েছে গাছ, ডাল ও লতাপাতা। জঙ্গল গজিয়ে উঠায় অসুবিধা হতে দেখা যায় যান-চলাচলে। 

চালকেরা জানান, সড়কের বেশ কয়েকটি জায়গায় গাড়ি চালাতে গিয়ে একপাশ থেকে রাস্তার অন্য পাশ দেখা যায় না। ফলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অভারটেকিং করতে গেলেও গাছের সাথে সংঘর্ষ হওয়ার আশংকা থাকে। আর এ কারণে সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে। দুই পাশে আগাছা ও বিভিন্ন গাছের ডালপালায় ছেয়ে গেছে সড়ক। বিশেষ করে বাঁকানো মোড়গুলোতে চলাচল করা খুবই দুরূহ। 

স্থানীয় বাসিন্দা শামীম হোসেন জানান, সড়কে গাছের ডালপালায় জঙ্গলে ছেয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহন এলে সরে দাঁড়ানোর জায়গাও পাওয়া যায় না। ঝোপঝাড়ের কারণে প্রায় দুর্ঘটনার ঘটছে।

চান্দাইকোনা ইউনিয়নের নবগঠিত প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, উপজেলা আইন-শৃঙ্খলা সভায় সড়কের গাছের ডাল পালা কেটে পরিস্কার করে দেয়ার অনুরোধ করা হবে।

অটো চালক সুজন ইসলাম বলেন, সড়কের দু’পাশে ঝোপঝাড় থাকায় আমাদের অটো চালাতে অনেক সমস্যায় পড়তে হয়। দিনের বেলায় ঝোপঝাড় থেকে গরু ছাগল হঠাৎ এসে সামনে পড়ে। ফলে তখন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ঝোপঝাড় পরিষ্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করছি।

রায়গঞ্জ উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামন বলেন, আমরা দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। উপজেলার কয়েকটা গুরুত্বপূর্ণ সড়কের পাশের গাছ গুলোর আগাছা পরিষ্কারের কাজ খুব দ্রুতই শুরু করা হবে।

এমএসএম / এমএসএম

একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: মুহাম্মদ শাহেদ

মীর হেলালকে এমপি প্রার্থী করায় চট্টগ্রামে দোয়া মাহফিল

কোটালীপাড়ায় গভীর রাতে গোয়ালঘর ভেঙে ৫ গরু ডাকাতি, নিঃস্ব কৃষক দম্পত্তির আহাজারি

চন্দনাইশে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

বাড়িয়াঘোনায় হালদার পানিতে প্লাবন থেকে রক্ষায় স্যুইচগেট স্থাপনের দাবিতে মানববন্ধন

স্ত্রীকে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাভারের বেদে প‌ল্লি‌তে হামলা, একই পরিবারের নারীসহ আহত ৩

ভূররুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবে বই উপহার দিলেন ডাক্তার মোঃ মিলন

দখল–দূষণে ১৪০ ফুট ডাকাতিয়া নদী সঙ্কুচিত হয়ে ৪০–৬০ ফুট, ভাঙ্গা ব্রিজে দুর্ঘটনার ঝুঁকি

মৎস্য রপ্তানীর নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে: উপদেষ্টা ফরিদা আখতার

বিএনপি প্রার্থী আজম খানের মনোনয়ন বাতিলের দাবিতে ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু

"নতুন বাংলাদেশে একরাম পরিবারের মত কাউকে দখল করতে দিবোনা" জাহের