সিংড়ায় ইউএনওর বাদলি আদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্রদের মানববন্ধন

নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা'র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১১ অক্টোবর) দুপুর ১টায় দিকে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্র-শিক্ষক, শ্রেণী মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তারা বলেন, এই ইউএনও সিংড়া উপজেলায় যোগদানের পর থেকেই সর্বস্তরের জনগণের সম্মানে মানুষের সেবায় কাজ করেছেন সৎ ও নিষ্ঠার সাথে। দিন-রাত নিজেকে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রেখে কাজ করেছেন । তিনি ভূমিহীন, অসহায়, হতদরিদ্রদের পাশে সাধ্য মতো সর্বোচ্চ সহযোগিতা করেছেন মানুষদের। তাই হঠাৎ করেই তার বদলির আদেশ শুনেই ফুসে উঠেছে উপজেলার সর্বস্তরের মানুষ ও ছাত্রজনতা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা আদনান সরকার তার বক্তব্যে বলেন, একজন সরকারি কর্মকর্তার অফিস সাধারণ মানুষের জন্য সার্বক্ষণিক খোলা থাকে এটা দেখার সৌভাগ্য কমই হয়। তার মার্জিত ব্যবহার দিয়ে সার্বক্ষণিক উপজেলার মানুষের সেবা করেছেন। তার ব্যবহার ও কর্মের কারণেই উপজেলাবাসী তাকে এতোটা ভালোবাসেন। ইউএনও হা-মীম তাবাসসুম প্রভাকে এ সিংড়া উপজেলায় রাখতে হবে। বদলির আদেশ বাতিল করতে হবে, তারা এ ব্যাপারে বর্তমান সরকারের সুদৃষ্টি আশা করছেন।
বক্তারা আরো বলেন, যাকে সিংড়াতে পাঠানোর চিন্তা করছে সে ছাত্রলীগের পোস্টেড নেতা ছিল তাকে সিংড়ার ইউএনও হিসাবে চাইনা, আমরা কখনোই চাই না যার শরীরে ছাত্রলীগের রক্ত লেগে আছে, যে ছাত্রলীগের আমাদের রক্ত ঝরিয়েছে সে আমাদের শান্তিপূর্ণ সিংড়াতে এসে অশান্ত করে তুলুক, আমাদের বর্তমান নির্বাহী অফিসার সৎ তাকে সরানোর জন্য উপর মহলের কর্মকর্তাদের টাকা খাইয়ে যাকে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পাঠানো চিন্তা করছে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করছি সিংড়াতে আবারো ছাত্রলীগকে সন্ত্রাসী কার্যক্রম প্রতিষ্ঠা করার লক্ষ্যেই সে আসতেছে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি সে ২০১৭-১৮ কেমিস্ট্রি ব্যাচের ছাত্রলীগের কেডার ছিলেন। আজকে এখন ২০২৪ শে এসেছেও অন্য একটা দল আমাদের আন্দোলনে বাঁধা দিচ্ছে যা দুঃখ জনক বলে মনে করছি।
এই বদলি আদেশ ১২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে তাকে সিংড়াতে রাখা না হলে কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেয় বক্তারা।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা ছাত্র প্রতিনিধি শিশির মাহমুদ, সিংড়া উপজেলা ছাত্র প্রতিনিধি উদয় মিজান, মেহেদী হাসান, আব্দুল মমিন, আদনান সরকার, নিস্তাক বিল্টু, শোয়াইব তামজিদ'সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য দেয়।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর মাঠ প্রশাসনের শাখার, বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহীর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বাগাতিপাড়া বদলির আদেশ দেওয়া হয়।
T.A.S / T.A.S

হালদা নদী থেকে ১৩.৫ কেজি ওজনের মৃত মা-মাছ উদ্ধার

ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ না ছাড়লে বিবস্ত্র করার হুমকি: শাহনাজ বেগমের সাংবাদিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মানে শাহ নেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন

বড়লেখায় বৌভাত অনুষ্ঠানে ব্যস্ত থাকাকালীন সময়ে বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার-১

পূর্বধলার ইউএনও রেজওয়ানা কবিরের বদলি

মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কেমিক্যাল-রঙ দিয়ে আইসক্রিম তৈরি, ফ্যাক্টরিকে জরিমানা

মাগুরায় জুলাইয়ের ১০ শহীদের স্মরণে শোক র্যালি ও দোয়া মাহফিল

ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে মাদকের আখড়া, রেলসম্পদ চুরি ও নিরাপত্তা ঝুঁকিতে

জয়পুরহাটে " জুলাই গণঅভ্যুত্থানে আলেম ওলামার ভূমিকা শীর্ষক " আলোচনা সভা ও দোয়া

পঞ্চগড়ে কালভার্ট বন্ধ করে দোকান নির্মাণ, পানিবন্ধি ৬৩ পরিবার

আলফাডাঙ্গায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে মানববন্ধন
