একাধিক মামলার পলাতক মামলার আসামী
লালমনিরহাট জেলা আঃলীগের যুগ্ম সাঃ সম্পাদক সুমন খান গ্রেফতার
লালমনিরহাট জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত সুমন খান জেলা শহরের কালীবাড়ি মাস্টারপাড়া এলাকার মৃত বাচ্চু খানের ছেলে। সোমবার(১১ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সুমন খান কুড়িগ্রাম থেকে এসএন নামের একটি স্লিপার বাস যোগে ঢাকা যাচ্ছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুমন খানের নামের লালমনিরহাট সদর থানায় দ্রুত বিচার আইনে দুটি মামলা, লালমনিরহাট সিআইডিতে একটি মানি লন্ডারিং মামলা, ঢাকার আশুলিয়া, যাত্রাবাড়ী এবং লালবাগ থানায় হত্যা মামলা রয়েছে। এছাড়া ঢাকার মিরপুর, যাত্রাবাড়ী, মোহাম্মদ থানায় অন্যান্য ধারায় মামলার আসামী সুমন খান। সিআইডির দায়ের কৃত মামলা সূত্রে সূত্রে জানা গেছে, সুমন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ, চোরাচালান, মাদক ব্যবসা, স্বর্ণ ও মুদ্রা পাচার ইত্যাদির বিষয়ে দীর্ঘদিন অনুসন্ধান করে লালমনিরহাট সিআইডি পুলিশ। অনুসন্ধানে সুমন খানের ব্যাংকে ২৩৭,৪৯,৪৮,৭৬০/- (দুইশ সাইত্রিশ কোটি ঊনপঞ্চাশ লাখ আটচল্লিশ হাজার সাতশ ষাট) টাকা, তার স্ত্রী মোছা. নাহিদা আক্তার রুমার (৪৩) ব্যাংক অ্যাকাউন্টে ৪,৩৯,৩৫,৩১০/-(চার কোটি ঊনচল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার তিনশ দশ) টাকার সন্ধান মেলে।
এছাড়া সুমন খানের কর্মচারী লালমনিরহাট পুরান বাজার এলাকার বাসিন্দা হারুনের ছেলে তৌকির আহমেদ মাসুমের (৩৮) ব্যাংক অ্যাকাউন্টে ১৮৬,৯৫,৬২,১২৭/- (একশ ছিয়াশি কোটি পঁচানব্বই লাখ একষট্টি হাজার একশত সাতাশ) টাকা পাওয়া গেছে। বৈধ আয়ের উৎস না থাকলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের জমা, স্থানান্তর ও রূপান্তর করা হয়। এসব অভিযোগে ২০১৫ সালের মানি লন্ডারিং আইনের ৪(২) ধারায় তাদের তিনজনের নামে মামলা করে সিআইডি পুলিশ। এছাড়া একাধিক হত্যা মামলাসহ বেশকিছু মামলা রয়েছে সুমন খানের বিরুদ্ধে। গ্রেফতারকৃত সুমন খান গত ৫ আগষ্টের পর আত্মগোপনে চলে যায়। পরে সোমবার রাতে তাকে তিস্তা টোলপ্লাজা এলাকা থেকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে সুমন খানকে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।
লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(এ- সার্কেল) এ.কে.এম ফজলুল হক বলেন, সাখাওয়াত হোসেন সুমন খানের বিরুদ্ধে একাধিক লালমনিরহাট সদর থানায় দ্রুত বিচার আইনে দুটি মামলা, লালমনিরহাট সিআইডিতে একটি মানি লন্ডারিং মামলা, ঢাকার আশুলিয়া, যাত্রাবাড়ী এবং লালবাগ থানায় হত্যা মামলা রয়েছে। এছাড়া ঢাকার মিরপুর, যাত্রাবাড়ী, মোহাম্মদ থানায় অন্যান্য ধারায় মামলার আসামী সুমন খান। আরো মামলা রয়েছে কিনা সে বিষয়ে তথ্য সংগ্রহ চলমান রয়েছে গ্রেফতারকৃত সুমন খানকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। আদালতে সুমনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
T.A.S / T.A.S
মহম্মদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত
বার্ষিক পরীক্ষার সময় কুড়িগ্রামে বিসিক উদ্যোক্তা মেলার নামে চলছে বাণিজ্য মেলা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
কাপ্তাই লেক থেকে অবৈধভাবে মাছ নিধনের সরঞ্জাম ও নৌকা জব্দ
ছাতকে মৎস্য ব্যবসায়ীদের জন্য নতুন শেড ঘর উদ্বোধন
গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া
বাগেরহাটের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জমায়েতে দোয়া মাহফিল
আজ কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ---আসবেন ৫ দেশের কারি
আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু