ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

একাধিক মামলার পলাতক মামলার আসামী

লালমনিরহাট জেলা আঃলীগের যুগ্ম সাঃ সম্পাদক সুমন খান গ্রেফতার


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ১১:৩৪

লালমনিরহাট জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত সুমন খান জেলা শহরের কালীবাড়ি মাস্টারপাড়া এলাকার মৃত বাচ্চু খানের ছেলে। সোমবার(১১ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সুমন খান কুড়িগ্রাম থেকে এসএন নামের একটি স্লিপার বাস যোগে ঢাকা যাচ্ছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুমন খানের নামের লালমনিরহাট সদর থানায় দ্রুত বিচার আইনে দুটি মামলা, লালমনিরহাট সিআইডিতে একটি মানি লন্ডারিং মামলা, ঢাকার আশুলিয়া, যাত্রাবাড়ী এবং লালবাগ থানায় হত্যা মামলা রয়েছে। এছাড়া ঢাকার মিরপুর, যাত্রাবাড়ী, মোহাম্মদ থানায় অন্যান্য ধারায় মামলার আসামী সুমন খান। সিআইডির দায়ের কৃত মামলা সূত্রে সূত্রে জানা গেছে, সুমন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ, চোরাচালান, মাদক ব্যবসা, স্বর্ণ ও মুদ্রা পাচার ইত্যাদির বিষয়ে দীর্ঘদিন অনুসন্ধান করে লালমনিরহাট সিআইডি পুলিশ। অনুসন্ধানে সুমন খানের ব্যাংকে ২৩৭,৪৯,৪৮,৭৬০/- (দুইশ সাইত্রিশ কোটি ঊনপঞ্চাশ লাখ আটচল্লিশ হাজার সাতশ ষাট) টাকা, তার স্ত্রী মোছা. নাহিদা আক্তার রুমার (৪৩) ব্যাংক অ্যাকাউন্টে ৪,৩৯,৩৫,৩১০/-(চার কোটি ঊনচল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার তিনশ দশ) টাকার সন্ধান মেলে।

এছাড়া সুমন খানের কর্মচারী লালমনিরহাট পুরান বাজার এলাকার বাসিন্দা হারুনের ছেলে তৌকির আহমেদ মাসুমের (৩৮) ব্যাংক অ্যাকাউন্টে ১৮৬,৯৫,৬২,১২৭/- (একশ ছিয়াশি কোটি পঁচানব্বই লাখ একষট্টি হাজার একশত সাতাশ) টাকা পাওয়া গেছে। বৈধ আয়ের উৎস না থাকলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের জমা, স্থানান্তর ও রূপান্তর করা হয়। এসব অভিযোগে ২০১৫ সালের মানি লন্ডারিং আইনের ৪(২) ধারায় তাদের তিনজনের নামে মামলা করে সিআইডি পুলিশ। এছাড়া একাধিক হত্যা মামলাসহ বেশকিছু মামলা রয়েছে সুমন খানের বিরুদ্ধে। গ্রেফতারকৃত সুমন খান গত ৫ আগষ্টের পর আত্মগোপনে চলে যায়। পরে সোমবার রাতে তাকে তিস্তা টোলপ্লাজা এলাকা থেকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে সুমন খানকে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।

লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(এ- সার্কেল) এ.কে.এম ফজলুল হক বলেন, সাখাওয়াত হোসেন সুমন খানের বিরুদ্ধে একাধিক লালমনিরহাট সদর থানায় দ্রুত বিচার আইনে দুটি মামলা, লালমনিরহাট সিআইডিতে একটি মানি লন্ডারিং মামলা, ঢাকার আশুলিয়া, যাত্রাবাড়ী এবং লালবাগ থানায় হত্যা মামলা রয়েছে। এছাড়া ঢাকার মিরপুর, যাত্রাবাড়ী, মোহাম্মদ থানায় অন্যান্য ধারায় মামলার আসামী সুমন খান। আরো মামলা রয়েছে কিনা সে বিষয়ে তথ্য সংগ্রহ চলমান রয়েছে গ্রেফতারকৃত সুমন খানকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। আদালতে সুমনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

T.A.S / T.A.S

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা

ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইমাম সম্মেলন

জয়পুরহাটে এতিম, অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বোদায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখলের অভিযোগ

ক্রান্তিলগ্নে পরিত্রাণকারী হিসেবে রাজনীতিতে জিয়ার আবির্ভাব: দীপ্তি-শাহেদ

পাঁচবিবিতে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন