বগুড়ায় নিখোঁজ শিশুর মৃত্যুকে ঘিরে ধুম্রজাল
বগুড়ায় নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুর থেকে শিশু আরবী আক্তার (৭) এর লাশ উদ্ধারের ঘটনায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। নিখোঁজের পর শিশুটিকে উদ্ধারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। এরপরই শিশুটিকে অপহরণের কথা বলে মুক্তিপণ দাবী করে একটি চক্র।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু আরবী। পরে সন্ধ্যা ৭টার দিকে বগুড়া সদরের গোকুল সরকারপাড়া গ্রামের পুকুরে শিশুটির লাশ ভেসে ওঠে। সে গোকুল সরকারপাড়া গ্রামের কাজল মিয়ার মেয়ে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, আরবী আক্তার মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিখোঁজ হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়।
বিকেলের দিকে কয়েকটি মোবাইল নম্বর থেকে শিশুটির বাবার কাছে ফোন করে মুক্তিপণ চায় অপহরণকারীরা। পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় ফোন নম্বরগুলোর অবস্থান শনাক্ত করে। এগুলো পর্যবেক্ষণ করে অনুমান করা হয় ফেসবুকে পোস্ট দেখে প্রতারক চক্র টাকা হাতানোর জন্য ফোন করেছিল। এরই মধ্যে সন্ধ্যার পর বাড়ির কাছে পুকুরে শিশুটির লাশ ভেসে উঠে।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, শিশুটি মৃগী রোগী ছিল। ধারণা করা হচ্ছে খেলাধুলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে মুক্তিপণ দাবী করা চক্রের বিরুদ্ধে কোনো আইনী পদক্ষেপ গ্রহণের বিষয়ে কিছু জানা যায়নি।
T.A.S / T.A.S