পাংশায় কাঁচা সড়কে গ্রামবাসীর অবর্ণনীয় দুর্ভোগ

রাজবাড়ীর পাংশায় কাঁচা সড়কে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন এখানকার মানুষ। নির্বাচনের সময় জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতিই একমাত্র ভরসা। থেমে আছে গ্রামবাসীর মানোন্নয়ন। এই অবর্ণনীয় দুর্ভোগ থেকে মুক্তি চান গ্রামবাসী।
উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের একটি কাঁচা সড়কের বেহালদশা। বেহালদশার কারণে উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না গ্রামবাসী ও ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা তাদের পণ্য শহরে বিক্রি করতে এবং ক্রয়কৃত পণ্য আনতে পোহাচ্ছেন অবর্ণনীয় দুর্ভোগ। এছাড়াও গ্রামের স্কুলগামী ছেলে-মেয়েদের দুর্ভোগের শেষ নেই। এ দুর্ভোগ প্রকট আকার ধারণ করে বর্ষাকালে। সামান্য বৃষ্টিতে গ্রামের সড়কটি হাঁটু সমান কাদাপানিতে ডুবে যায়।
কথা হয় এই গ্রামেরই সন্তান আইনজীবী আব্দুর রাজ্জাকের সাথে। তিনি বলেন, গ্রামের মানুষের এই দুর্ভোগ আজ থেকে নয়, অনেক আগে থেকেই। সবাই নির্বাচনের সময় কথা দিয়ে যান কিন্তু কাজের কাজ কেউ করেন না। গ্রামের স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং ব্যবসায়ীদের সবচেয়ে বেশী সমস্যা। অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় তাদের। বিশেষ করে বর্ষা মৌসুমে। এই এলাকার অবহেলিত মানুষের দুর্ভোগ লাঘবে সড়কটি পাকাকরণের দাবি জানান তিনি।
বসাকুষ্টিয়া বাজারের ব্যবসায়ী চুন্নু বলেন, আমাদের দোকানের মালামাল আনতে কী যে কষ্ট হয় তা বলে বোঝানোর নয়। কোনো ভ্যানগাড়ি আসতে চায় না। এই কাদাপানির জন্য দ্বিগুণ ভাড়া দিতে হয়। প্রতিদিনই দোকানের পণ্য বেচে যে টাকা লাভ হয়, ভাড়া গুনতেই তা শেষ।
ব্যবসায়ী শাহীন জানান, এই এলাকা থেকে কিছু পাট কিনেছি। এই সড়কে কোনো গাড়ি পাচ্ছি না। সময়মতো বিক্রি না করতে পারলে লোকসান গুনতে হবে। পাট কিনে যেন বিপদে পড়েছি।
বসাকুষ্টিয়া জামে মসজিদের ইমাম বলেন, এই কাদাপানির জন্য গ্রামের মানুষ ঠিকমতো নামাজে আসতে পারেন না। বিশেষ করে ছোট বাচ্চা এবং বৃদ্ধরা নামাজে আসতে পারে না। তাদের জন্য এই কাদামাটির রাস্তায় চলাচল খুবই সমস্যা।
এলাকার ইউপি সদস্য আইনুদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, আমিও চাই গ্রামে একটা পাকা রাস্তা হোক। কিন্তু সেটা তো ব্যক্তিগতভাবে করা সম্ভব নয়। আমি চেয়ারম্যানের সাথে কথা বলে দেখি কিছু করা যায় কি-না।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, আসলে এ বিষয়ে তো আগে কেউ আমাকে জানায়নি। যেহেতু আমি এখন জানলাম। দেখি কী করা যায়।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আমি চাই না আমার অধীনে থাকা কোনো গ্রামের মানুষ দুর্ভোগে থাকুক। যত দ্রুত সম্ভব আমি ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান
