ঢাকা রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৫-১০-২০২৫ দুপুর ৪:৩২

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে ডেপুটেশন প্রদান করা হলেও চার মাস ধরে অনুপস্থিত সহকারি শিক্ষক মো.জিসসিমালাইন ও মনিরুজ্জামান। অনুপস্থিত না থেকেও পেয়েছেন নিয়মিত বেতন-ভাতা।পাশ করেছেন বিটিপিটি প্রশিক্ষণ পরীক্ষায়। হাজতেও ছিল কয়েকদিন।কিন্তু তারপরও নেওয়া হয়নি কোন ব্যবস্থা।
জানা যায়,পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালে যোগদান করে সহকারি শিক্ষক মো.জিসসিমালাইন ও যুগিভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মনিরুজ্জামান।পরে পঞ্চগড় পিটিআই এ জুলাই ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ সেশনে,পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি)কোর্সে অধ্যয়নের সময়, পিটিআই এর সুপারিন্টেনডেন্ট যুথিকা রানী দাস। গত বছরের ৩১ ডিসেম্বর তার স্বাক্ষরিত এক চিঠিতে শিক্ষক প্রশিক্ষণার্থী মো.জিসসিমালাইন ও মনিরুজ্জামানকে ভিতরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জানুয়ারি ২০২৫ হতে এপ্রিল ২০২৫ পর্যন্ত চারমাসের জন্য ইন্টার্নশিপ বিদ্যালয়ে ডেপুটেশন দেওয়া হয়। তাদের প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করবেন,পিটিআই এর প্রশিক্ষক ও জেলা- উপজেলার শিক্ষা অফিসারসহ সহকারি শিক্ষা অফিসাররা।এদিকে ওই বিদ্যালয়ে ইন্টার্নশিপ ডেপুটেশনে থাকা অবস্থায় শিক্ষক মো.জিসসিমালাইন স্ত্রীর যৌতুক নিরোধ আইনের মামলায় ১৩ এপ্রিল জেল হাজতে যায়।পরে ২৩ এপ্রিল জামিনে বের হন ওই শিক্ষক।
সরজমিনে গিয়ে দেখা যায়,ভিতরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাজিরা খাতায় ওই দুই শিক্ষকের কোন নাম নেই।সেখানকার প্রধান শিক্ষক জাহানারা আফরোজ ও সহকারি শিক্ষকরা জানেননা সেখানে দুইজন শিক্ষক ডেপুটেশনে পাঠানো হয়েছে।
বিটিপিটি কোর্স শেষে শিক্ষক স্বল্পতার কারণে জেলা শিক্ষা অফিসার এক চিঠিতে ভিতরগড় আনন্দময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক মো.জিসসিমালাইন ও শালমারা ভিতরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মো.মনিরুজ্জামানকে বদলি করেন।
অভিযুক্ত শিক্ষক মো.জিসসিমালাইন মুঠোফোনে জেলহাজতে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয়ে ফাঁকি দেইনি।
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোমিনুল হক বলেন,শিক্ষক যখন প্রশিক্ষনে যায়।তখন সব দায় দায়িত্ব পিটিআই এর।
পঞ্চগড় পিটিআই এর সুপারিন্টেনডেন্ট যুথিকা রানী দাস বলেন,ওই শিক্ষক জেলহাজতে গেছে জানা নাই।তবে চারমাস প্রতিষ্ঠানে অনুপস্থিতির কোন সুযোগ নাই।যেটা জানি ওই দুই শিক্ষক ভিতরগড় আনন্দময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 
ইন্টার্নশিপ ডেপুটেশনে ছিল।চিঠিতে বিদ্যালয়ের নাম ভুল ছিল পরে সংশোধন করা হয়নি বলেও জানান তিনি।

Aminur / Aminur

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ