বগুড়ায় কনসার্ট নয় পূর্ব শত্রুতার জেরে খুন হন মেহেদী
কনসার্ট দেখাকে কেন্দ্র করে নয়, বরং পূর্ব শত্রুতার জেরে খুন হয়েছেন বগুড়ার মালগ্রামের যুবক মেহেদী হাসান (২৬)। শনিবার রাত সাড়ে আটটার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এলাকায় সন্ত্রাসীরা মেহেদী হাসানের পেটে ছুরিকাঘাত করে হত্যা করে। নিহত মেহেদী হাসান বগুড়া শহরের মালগ্রাম এলাকার মো. রফিকুল ইসলামের পুত্র।
ঘটনার দিন রাতে মেহেদী হাসানকে ছরিকাঘাত করার কিছু আগে আজিজুল কলেজে দর্শন বিভাগের আয়োজনে কনসার্টের অনুষ্ঠান চলছিল। কনসার্ট দেখে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার দিন প্রাথমিকভাবে জানা যায় কনসার্ট দেখাকে কেন্দ্র করে মেহেদী হাসানকে খুন করা হয়েছে। তবে পরদিন রোববার নিহত মেহেদী হাসানের পরিবার দাবী করেন পূর্ব শত্রুতার জের ধরে মেহেদীকে হত্যা করা হয়েছে।
মেহেদী হাসানকে খুনের ঘটনায় বগুড়া সদর থানায় মেহেদীর মা শুকী বেগম শ্যামলার দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, পুর্ব শত্রুতার জের ধরে জহুরুল নগর এলাকার ৫/৬ জন সন্ত্রাসী তাকে শনিবার রাত সাড়ে আটটার দিকে কনসার্ট দেখে বাড়ি ফেরার পথে আজিজুল হক কলেজের নতুন ১০ তলা বিল্ডিং এর পশ্চিম পাশে পৌঁছলে, পূর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে ছরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
মামলায় আসামী করা হয়েছে বগুড়া সদর থানার জহুরুলনগর এলাকার মঞ্জুর রহমান ডিউ এর পুত্র মো. রকি (২১), মো. মতি (২০) ও মো. শাকিল (২১) উভয়ের পিতা অজ্ঞাত। নিহতের মা শ্যামলা জানান, বেশ কিছুদিন যাবত আসামীরা মেহেদীকে মারার চেষ্টা করে আসছিল।
তবে পুলিশ ঘটনার অন্য কোনো কারণ আছে কিনা, সে বিষয়টি খতিয়ে দেখতে অনুসন্ধান অব্যাহত রেখেছেন।
T.A.S / T.A.S
চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক
বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
পত্রিকা পরিবেশক শফির পিতার সুস্থ্যতা কামনা
জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামীর যাবজ্জীবন
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
নবীনগরে ডাকাতি হওয়া সারের জাহাজ উদ্ধার
পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ
নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের আটপাড়া উপজেলা পরিদর্শন
অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরাঃ মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু