ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২৫-১১-২০২৪ দুপুর ৩:৫৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মারকাযুস সুন্নাহ মডেল মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিখা অনির্বাণ ক্লাব, বাংলাদেশ মানবাধিকার কমিশন, হাসান গোমস্তা জামে মসজিদ পরিচালনা কমিটি এবং আমিরাবাদ একতা ও সুন্দর সমাজের নেতৃবৃন্দ সহ পৌরসদরের আমিরাবাদের মুসল্লী ও এলাকাবাসী। 

শিখা অনির্বাণ ক্লাবের সভাপতি ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মো: নাছির উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানবাধিকার কমিশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক, হাসান গোমস্তা জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি নাসির উদ্দিন, আমিরাবাদ একতা ও সুন্দর সমাজের সাধারণ সম্পাদক আলম বাদশা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, গত ২৫ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে (সিআর ৮২০/২৪) একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন আমিরাবাদ জামে মসজিদের বহিস্কৃত ইমাম ও মারকাযুস সুন্নাহ মডেল মাদ্রাসার পরিচালক আজিম উদ্দিন সন্দ্বীপি। এ মামলায় তিনজনের নাম উল্লেখ করে আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলাটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন ও মানহানি করার উদ্দেশ্যে করা হয়েছে। 

এসময় সার্জেন্ট (অব:) জহুরুল ইসলাম বলেন, আমি একজন (অব:) সৈনিক। বাদী আজিম উদ্দিন সন্দ্বীপি একজন নারী লোভী, যৌন পিপাসু। দুই সন্তানের জননীর সাথে দীর্ঘ দুই বছর ধরে পরকীয়া লিপ্ত থাকায় ওই মহিলার শ্বশুর গত ২৩ আগস্ট সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ করেন। এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৫ সেপ্টেম্বর সীতাকুন্ড মডেল থানায় মুসলেকা ও আপোষ করে রেহাই পান। বাদীর নারীঘটিত বিষয়টি জানতে পেরে আমিরাবাদ জামে মসজিদের মুসল্লীরা ইমাম হিসেবে বাদীর পেছনে নামাজ পড়তে অস্বীকৃতি জানালে, উপস্থিত মুসল্লী ও এলাকাবাসীর সম্মতিতে ইমাম আজিম উদ্দিন সন্দ্বীপিকে মসজিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই সময় আমি জহুরুল ইসলাম, ফিরোজ উদ্দিন রাসেল ও ইয়াসমিন আরাফাত  প্রতিবাদ করায় বাদী ক্ষিপ্ত হয়ে মানহানি করার উদ্দেশ্যে গত ২৫ সেপ্টেম্বর আমাদের তিনজনকে আসামি করে এই মিথ্যা মামলা দায়ের করে। 

শিখা অনির্বাণ ক্লাবের সভাপতি ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) নাছির উদ্দীন বলেন, বিবাদী সার্জেন্ট (অব:) জহুরুল ইসলাম একজন সৎ, নিষ্ঠাবান, সামাজিক ও মানবিক ব্যক্তি হিসেবে এলাকায় সম্মানিত।   আর ফিরোজ উদ্দিন রাসেল ও ইয়াসমিন আরাফাত নতুন বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী যুবক। তাদের বিরুদ্ধে বাদী চরিত্রহীন আজিম উদ্দিন সন্দ্বীপির করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা ও এলাকার সামাজিক অবক্ষয় রোধে এই আলেম নামের কুলাঙ্গার সহ তার সহযোগিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

এ বিষয়ে মামলার বাদী আজিম উদ্দিন সন্দ্বীপি মুঠোফোনে জানান, আমার বিরুদ্ধে আনিত নারী কেলেঙ্কারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এমএসএম / এমএসএম

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা