সাটুরিয়ায় আগাম জাতের শিম চাষে ব্যস্ত কৃষক: দাম ও চাহিদা থাকায় বাড়ছে চাষাবাদ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আগাম জাতের শিম চাষ ও পরিচর্চায় ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমির পাশাপাশি কৃষকরা তাদের জমির আইল,বাড়ির আঙ্গিনা ও পতিত খালি জায়গায় শিমের চাষ করেছেন। এতে অধিকাংশ জমিতে রং-বেরংয়ের মনমাতানো ফুলে শোভিত হয়ে আছে শিম গাছ। অধিকাংশ গাছে থোকায় থোকায় ঝুলে আছে বিভিন্ন প্রজাতির শিম। বাহারি এ দৃশ্য নজর কাড়ার পাশাপাশি দেখলে যে কোনো মানুষের মনে হবে যেন এটা শিমের রাজ্য!
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রায় সব এলাকায় কম বেশি শিমের আবাদ করা হয়েছে। অনেকে তাদের কৃষি জমির পাশাপাশি বাড়ির উঠোনে,কেউ আবার রাস্তার দুপাশ ঘেষে শিমের গাছ লাগিয়েছেন। কেউ বা ক্ষেতের আউলসহ পতিত জমিতে শিমের আবাদ করেছেন। তবে উপজেলার অন্যন্য এলাকার তুলনায় শুধু জান্না এলাকায় ৬৫ হেক্টর জমিতে শিমের চাষ করা হয়েছে। যা দেখলে সকলেরই মন কাড়ে। যেখানে শিম ফুলে ছেঁয়ে গেছে ফসলের মাঠ। থোকায থোকায় ঝুলে আছে শিম। কৃষকরা শিম গাছ পরিচর্চায় ব্যস্ত সময় পাড় করছেন। কেউ বা আবার শিম তুলতে ব্যস্ত। কেউ আবার বিক্রির জন্য নিয়ে যাচ্ছে হাট-বাজারে। বর্তমান বাজারে শিমের দাম ও চাহিদা থাকায় কৃষকের মুখে ফুটেছে হাসি।
উপজেলার আইড়মারা গ্রামের কৃষক বসির আহমেদ জানান, কম খরচে বেশি লাভ হওয়ায় এ উপজেলায় দিন দিন শিমের আবাদ বাড়ছে। যা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলা উপজেলায়। এরআগে বৃষ্টির কারনে কৃষকের আগাম সবজিতে যে ক্ষতি হয়েছে শিম বিক্রি করে তা পুষিয়ে নিতে পারবে বলে আশা করছি।
জান্না এলাকার কৃষক মোঃ এরশাদ জানান, এবার তিনি ৭ বিঘা জমিতে শিমের চাষ করেছেন। পরিবেশ অনুকুলে থাকায় ও পোকার আক্রমণ কম হওয়ায় এবারো শিম চাষ লাভজনক হয়েছে। সমস্ত খরচ বাদ দিয়ে তিনি ব্যাপক লাভবান হতে পারবেন বলে মনে করছেন।
আরেক কৃষক রাসেল মিয়া জানান, বাজারে শিমের অনেক চাহিদা, দামও অনেক ভাল। প্রতি কেজি শিম ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আগামী সপ্তাহে দাম কিছুটা কমতে পারে। তারপরও শিমচাষ বোরো ধানের চেয়ে লাভজনক। এ এলাকার শিম স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের হাটবাজারে বিক্রি করা সহ পাঠানো হয় ঢাকার কারওয়ান বাজারে।
উপজেলার ফুকুরহাটি ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ফিরোজ সিকদার বলেন,কৃষকদের যে কোনো সমস্যা সমাধানে সরেজমিনে গিয়ে সাথে সাথে পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। আগাম শীতকালীন সবজির দাম বাজারে সব সময় ভালো পাওয়া যায়। কৃষকরা আগাম শিম চাষে বেশি আগ্রহী হচ্ছেন। শীতকালীন সবজিতে বিভিন্ন ধরনের পোকা ও ছত্রাকের আক্রমণ হয়ে থাকে। আমরা মাঠে থেকে সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছি, যাতে কৃষকদের ফসলের কোনো ক্ষতি না হয়।
উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, উৎপাদন ও চাষাবাদ বাড়াতে কৃষকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে, তা গ্রহণ করে কৃষকরা লাভবান হচ্ছে। গত মৌসুমে এ উপজেলায় ৭৫ হেক্টর জমিতে শিমের আবাদ হলেও তা বেড়ে চলতি মৌসুমে আবাদ হয়েছে ১০৫ হেক্টর জমিতে। তবে উপজেলার অন্যন্য এলাকার তুলনায় শুধু জান্না এলাকায় ৬৫ বিঘা জমিতে শিমের আবাদ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকার পাশাপাশি চাহিদা ও দাম ভালো পেলে আগামীতে চাষ আরো বাড়বে বলে আশা করছেন উপজেলা কৃষি অফিস।
T.A.S / T.A.S
পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ
দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা
কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের
মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ
মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড
রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু
কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন
হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা
কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ