দেশের মানুষ স্বৈরাচার মুক্ত করেছে দেশকে, এখন দেশ গড়ার পালাঃ তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন দেশকে গড়বার পালা।
বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত শহী জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালী যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, দেশে শুধু মেধা, মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার, আর্কিটেক থাকলে হবেনা, মেধাবী খেলোয়ার, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তৈরি করতে হবে। এজন্য আমরা আগামীতে ক্ষমতায় গেলে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গণে দক্ষ জনবল তৈরিতে কাজ করবো। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন নতুন কুড়ি নামে অনুষ্ঠান হতো, সেখানে নতুন প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণে দক্ষ করে তুলতে কাজ করা হতো। আবারও আমরা সুযোগ পেলে সেই কর্মসূচি চালু করবো।
তারেক রহমান বলেন, সমাজে ধারণা হলো, পড়ালেখা করে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, কিন্তু আমার ব্যাক্তিগত অভিমত হলো, প্রফেশনাল খেলোয়ার, সাংস্কৃতিক কর্মীও দেশ, সমাজ ও পরিবারের জন্য কাজ করবে। এতে কর্মসংস্থান তৈরি হবে। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যারা অভিজ্ঞ তাদেরকে নিয়োগ করা হবে। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, ভবিষ্যত প্রজন্ম থেকে আন্তর্জাতিক মানের খেলোয়ার, আর্কিটেক, বক্তা তৈরিতে কাজ করবে। এসময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রতিবেশী দেশের এক নেতা তাদের সেনাবাহিনীকে প্রস্তুত রাখতে যে নির্দেশনা দিয়েছেন একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত। তিনি বলেন আপনার অনেক বড় দেশ আমরা ছোট দেশ এত সৈনিক না থাকলেও আমাদের ১৪/ ১৫ কোটি মানুষের যে সোলজার বাহিনী রয়েছে তা দিয়ে আমরা শত শত বাধা অতিক্রম করতে পারব। আমাদেরকে ভয় ভীতি দেখাবেন না।
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার বিশেষ অতিথি হিসেবে এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি তার বক্তব্যে বলেন,খেলাধুলা মানুষের মনের বিকাশ ঘটায়। বিএনপি শুধু রাজনীতি নিয়ে থাকে না খেলাধুলাসহ নানা সামাজিক কর্মসূচি নিয়েও কাজ করে। জনগণের কথা ভাবে ।
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ষষ্ঠ আসরে রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলাসহ ১০টি বিএনপি'র ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ
বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা
ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইমাম সম্মেলন
জয়পুরহাটে এতিম, অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বোদায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখলের অভিযোগ
ক্রান্তিলগ্নে পরিত্রাণকারী হিসেবে রাজনীতিতে জিয়ার আবির্ভাব: দীপ্তি-শাহেদ