ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

পাটগ্রামে মাদক সেবনে অনাগ্রহে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ


পাটগ্রাম প্রতিনিধি  photo পাটগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২১ বিকাল ৬:২৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে মাদক সেবনে রাজি না হওয়ায় আব্দুল আল রনি (২০) নামে এক ছাত্রকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে বুড়িমারী ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেনের বিরুদ্ধে। 

পাটগ্রাম থানায় দেয়া অভিযোগে জানা গেছে, গত সোমবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে একই ইউনিয়নের মঙলীবাড়ি এলাকার মমিনুর ইসলামের ছেলে আব্দুল আল রনিকে (২০) মোবাইল ফোনে ডেকে বুড়িমারী স্থলবন্দর এলাকার বাঁধেরপাড়ে নিয়ে যায়। এ সময় রাসেলের সাথে আনা মদ খেতে তোড়জোর করে রনিকে। মদ খেতে রাজি না হওয়ায় রাসেল রনিকে মারপিট করতে থাকে। রনির চিৎকারে আশপাশের দোকানদাররা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। বিষয়টি জানতে পেরে রনির স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রাসেলকে চড়-থাপ্পর দিয়ে সরিয়ে দেয়। পরদিন মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ৯টায় পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুভ এ বিষয়ে সালিশি বৈঠকের উদ্যোগে নেন। চেয়ারম্যানকে নিয়ে ওই দিন ইউনিয়ন পরিষদে বসার প্রস্তুতি নেয়‍া হয়। সালিশি বৈঠকে রনি আসার সময় রাস্তায় ইউনিয়ন পরিষদের সামনে রাসেল ও তার লোকজন রনির ওপর হামলা করে। এতে উভয়পক্ষের অনন্ত ১০-১২ জন আহত হয়। রাতেই রাসেল ও রনি তাদের লোকজনসহ পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে রনির বাবা মমিনুর ইসলাম ও রাসেল হোসেন বাদী হয়ে পাটগ্রাম থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেন।  

আব্দুল আল রনি বলেন, আমাকে ডেকে জোর করে মদ খেতে বলে। আমার ওসব খাওয়ার অভ্যাস নেই। আমি রাজি না হলে রাসেল আমাকে মারধর করে।

বুড়িমারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন বলেন, মাদক খাবে না এজন্য মারধর করব এটা কি সম্ভব? বানোয়াট, মনগড়া অভিযোগ করলে সেক্ষেত্রে আমি কিছু বলতে পারব না। রনির সাথে আমার আগে থেকে ভালো সম্পর্ক ছিল, সে আমার জুনিয়র। সোমবার (৩০ আগস্ট) রনি আমার বিষয়ে খুব বাজে ও রুঢ় ব্যবহার করছিল, এজন্য দুটা থাপ্পর দিয়েছি। পরে তার অভিভাবক, চাচারা প্রায় ১৫- ২০ জন আমাকে ওখানে মারপিট করে। সালিশি বৈঠকের আগেও তারা আমার ওপর হামলা চালায়। এ বিষয়ে পাটগ্রাম থানায় একটি অভিযোগ দিয়েছি।

বাঁধেরপাড় এলাকার কয়েকজন দোকানদার বলেন, চিৎকার শুনে গিয়ে দেখি রাসেল রনিকে মারপিট করছে। পরে আমরা রনিকে উদ্ধার করে নিয়ে আসি। ওই সময় রনি জানায়, মদ খেতে রাজি না হওয়ায় রাসেল তাকে মারধর করেছে।

পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুভ বলেন, রাসেল হোসেন মাদক সেবন করে না। বর্তমান উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের নেতৃত্ব যারা দেয়, তারা কেউ মাদকসেবী নয়। মঙ্গলবার রাতে মারপিটের সালিশি করার জন্য বুড়িমারী ইউনিয়ন যুবলীগের নেতা, ইউনিয়ন চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদে বসেছিলাম। এরমধ্যে দুপক্ষের মধ্যে আবারো মারামারি শুরু হয়। পরে উভয়পক্ষকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি হতে বলা হয়।

বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, মারপিটের ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুভর উদ্যোগে সালিশি বৈঠক হওয়ার প্রস্তুতি চলছিল। বৈঠকে বসার আগে আবারো পরিষদের বাইরে উভয়পক্ষ মারপিটে জড়ায়। পরে আর বৈঠক হয়নি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, মারপিটের ঘটনায় দুপক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন

হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক

হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা

মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন

রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

​সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র

রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক

বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী

কেশবপুরে দলিল লেখক সমিতির সভাপতি শফি, সম্পাদক আমিনুল পূণরায় নির্বাচিত