সায়েন্স অলিম্পিয়াড ২০২৪ এর রেজিস্ট্রেশন চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত
২০১৮ সাল থেকে নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে নিয়মিত আয়োজন করা হয়ে আসছে সায়েন্স অলিম্পিয়াড। প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করা হচ্ছে সায়েন্স অলিম্পিয়াড ২০২৪। দেশের বিভিন্ন স্থান থেকেও রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশন এর শেষ তারিখ ৫ ডিসেম্বর।
এবার ১০০ প্রশ্নের ১০০ মিনিটে উত্তর দিতে হয়। প্রাপ্ত নম্বর ৭০% থেকে ৮০% হলেই মেধাবী ও সেরা মেধাবী সম্মাননা দেওয়া হবে। এক্ষেত্রে কোনরকম কোটার সুযোগ নেই। প্রাথমিক (৩য়, ৪র্থ, ৫ম), জুনিয়র (৬ষ্ঠ, ৭ম, ৮ম), মাধ্যমিক ( ৯ম, ১০ম) ও উচ্চমাধ্যমিক (১১শ, ১২শ) এই চারটি পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। যারা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে চান তারা রেজিস্ট্রেশন করতে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে বলা হলো।
এমএসএম / এমএসএম