ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

কুমিল্লায় জামায়াত আমীরের সমাবেশের ব্যাপক আয়োজন, সেই সাথে সময় পরিবর্তন


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৮-১-২০২৬ রাত ৮:১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কুমিল্লায় আগমনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘আগামী ৩০ ও ৩১ জানুয়ারি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন এবং জনসভায় বক্তব্য দেবেন। ৩১ জানুয়ারি কুমিল্লায় আসার কথা ছিল। কিন্তু সেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় সেটি একদিন আগে ৩০ জানুয়ারি সন্ধ্যায় আনা হয়েছে।’তিনি জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে জনসভা শুরু হবে। সেখানে আমীরে জামায়াত বেলা সাড়ে ১১টার দিকে বক্তব্য দেবেন। পরে বিকেল তিনটায় কুমিল্লার লাকসামে বক্তব্য রাখবেন। এরপর সন্ধ্যায় আসবেন কুমিল্লার টাউনহল মাঠে। সেখানে কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
এই সময় তিনি আরও বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটির মহানগর কমিটি। জনসভায় ১৫০টি মাইকের পাশাপাশি পুরো টাউন হল মাঠে সাউন্ড সিস্টেম থাকবে। বীরচন্দ্রনগর মিলনায়তনের দ্বিতীয় তলার ছাদে স্টেইজ থাকবে বলে জানান নেতারা। ৩১ তারিখের প্রোগ্রামে ৫০ হাজারের অধিক নারীরা উপস্থিত হওয়ার কথা থাকলেও আগের সন্ধ্যা প্রোগ্রাম নিয়ে আসায় নিরাপত্তার কারণে মহিলাদের কোনো ব্যবস্থা রাখছে না।
জনসভায় ১১ দলীয় জোটের জেলা ও কেন্দ্রীয় নেতরা বক্তব্য দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু.মাহবুবর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সুলাইমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য আমীর হোসাইন ফরায়েজী, ভিপি মজিবুর রহমান।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মচারীদের প্রশিক্ষণ

পাঁচবিবিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল জোরদার

ঠাকুরগাঁও হাসপাতালে লিফট বন্ধ ১২ দিন : কাঁধে করে রোগী বহন, চরম দুর্ভোগ

কুমিল্লায় জামায়াত আমীরের সমাবেশের ব্যাপক আয়োজন, সেই সাথে সময় পরিবর্তন

লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রাপথে নিখোঁজ মাদারীপুরের ১০ যুবক

অন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি বেশি ভালো

ঠাকুরগাঁওয়ে মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে পটুয়াখালীতে সেনাবাহিনী প্রধানের মতবিনিময় সভা,

১৯ বছর পর রাজশাহী আসছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মী

বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে ধানের শীষের প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়

রৌমারীতে ৩টি ইউনিয়নের নির্বাচনের মেয়াদ শেষ

গোপালগঞ্জের আলোচিত হত্যা মামলার রায়

অরহর কালাই: গ্রামীণ জমিতে লুকিয়ে থাকা ঔষধি ও কৃষি সম্ভাবনা