ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কালীগঞ্জের বাজারে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ পলিথিন দোকানিরা বলছেন বিকল্প নেই


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২৪ দুপুর ১:৪৪

কালীগঞ্জের বিভিন্ন কাঁচাবাজারে এখনো চলছে নিষিদ্ধ পলিথিন। দেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হওয়ার নির্দেশনা জারি হলেও কার্যকর পদক্ষেপ নিতে পারছেনা স্থানীয় প্রশাসন। তবে দোকানি ও ক্রেতারা বলছে পলিথিনের বিকল্প না থাকার কারনে পলিথিনে পণ্য সরবরাহ করছে তারা।

উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিনে দেখা যায়,বাজারে পলিথিনের বিকল্প ব্যাগের প্রচলন এখনো দেখা যায়নি। কোথাও চট বা কাগজের ব্যাগের ব্যবহার চোখে পড়েনি। পৌর সভার কালীগঞ্জ বাজার, জামালপুর বাসাইর বাজার, নাগরী বাজার, দোলান বাজার,আওড়াখালী বাজার, সাওরাইদ বাজারসহ বিভিন্ন কাঁচাবাজারে দেখা যায় বিক্রেতারা ক্রেতাদের পলিথিনে মাছ, মাংস ও সবজিসহ বিভিন্ন দ্রব্যাদি সরবরাহ করছে। বিশেষ করে কাঁচাবাজার ও মাছ পট্রিতে পলিথিনের অবাধ ব্যবহার দেখা গিয়েছে ।

সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার পৌর সভার কালীগঞ্জ বাজারে দেখা যায়, সবজি বিক্রেতা পলিথিনে সবজি দিচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই সবজি বিক্রেতা বলেন,‘পলিথিন ব্যবহার না করার জন্য ফেইসবুকে দেখেছি। কিন্তু বিকল্প কিছুই তো নেই, তাই বাধ্য হয়ে পলিথিন ব্যবহার করতে হচ্ছে।’

কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মূ. নাজমুল ইসলাম বলেন, ২০০২ সালে ১ মার্চ আইন করে দেশে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। পলিথিন ব্যবহারে ক্ষতিকারক বিষয় সম্পর্কে সকলের আরোও সচেতন হতে হবে এবং উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে প্রশাসনের কঠোর ভুমিকা প্রয়োজন।

এ প্রসঙ্গে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এক সাক্ষাতকারে প্রতিবেদককে জানান, পলিথিনের ব্যবহার রোধে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরী। পলিথিনের বিপরীতে দেশীয় পাটজাত পণ্যের ব্যবহার ও বিকল্প হিসেবে পাটজাত পণ্যকে অগ্রাধিকার দিতে হবে। জনসাধারণের মাঝে পলিথিনের ভয়াবহতা সম্পর্কে সচেতেনতা গড়ে তুলতে হবে। শীগ্রই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পলিথিনের ব্যবহার রোধে বাজার মনিটরিং চালু হবে।

পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক মো. আরেফিন বাদল প্রতিবেদককে বলেন, পলিথিনের উৎপাদন বন্ধে অভিযান, বাজারজাতকরণ ও জনগণকে সচেতন করাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ইতোমধ্যে পলিথিন উৎপাদনের বিভিন্ন কারখানা শনাক্তকরণের কাজ চলছে। বিরতিহীন ভাবে পলিথিন বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।

T.A.S / T.A.S

অনুমোদিত স্থানে সুবিপ্রবি নির্মাণের দাবিতে লন্ডনে প্রবাসীদের মহাসমাবেশ

হাতিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলার উদ্বোধন

রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে

সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ‌্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১

৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ: পলাতক বাবা গ্রেপ্তার

বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন