দোহাজারীতে নারী সবজি বিক্রেতা অঞ্জলির জীবন সংগ্রামের গল্প

সুন্দর এই পৃথিবীটা সবার জন্য সবসময় সুন্দর সাবলীল অবস্থায় থাকে না। একে সুন্দর করে নিতে হয়। আর একে সুন্দর করার পিছনে থাকে অনেক দুঃখ-কষ্ট,পরিশ্রম আর ইচ্ছা শক্তি। এমনই এক দুঃখ কষ্টে ভরা জীবনকে নিজের মতো করে সুন্দর করে নিলেন সংগ্রামী নারী সবজি বিক্রেতা অঞ্জলি। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার কাঁচা বাজারে সবজি বিক্রি করেন।
অর্ধশতাধিক সবজি বিক্রেতাদের মধে একমাত্র নারী সবজি বিক্রেতা চল্লিশোর্ধ্ব অঞ্জলি মল্লিক। দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়া এলাকার স্বামী ও সন্তানহীন এই অসহায় নারী গত তিন বছর যাবত সবজি বিক্রি করছেন দোহাজারী শাহী জামে মসজিদ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে। প্রতিদিনে তিনি পিচঢালা রাস্তায় একটি প্লাস্টিকের বস্তার ওপর মূলা, বেগুন, বরবটি, লাউ, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা ও ধনিয়া নিয়ে বসে। এসময় তিনি জানান,স্বামী ও সন্তান ছাড়া একলা-নিঃসঙ্গ জীবনে রুটি-রুজির তাগিদে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি। বিয়ের ১৫ বছর পর তাঁর স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। আট মাস বয়সী একমাত্র কন্যা সন্তানের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করেননি তিনি। রেলওয়ের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করা স্বামীর বেসিক কম থাকায় তৎকালীন সময়ে রেলওয়ে থেকে তেমন একটা আর্থিক সহযোগিতাও পাননি।
এরপর পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করেছেন কয়েক মাস। কৃষি শ্রমিক হিসেবেও শঙ্খ চরে কাজ করেছেন। সর্বশেষ দোহাজারী পৌরসভার একটি ডায়াগনস্টিক সেন্টারে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেছেন কয়েক বছর। তিনি আরো বলেন,গত পাঁচ বছর আগে একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। মেয়ের বিয়ের জন্য বিভিন্ন জনের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ ও নিজের একলা নিঃসঙ্গ জীবন চালিয়ে নিতে এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে শুরু করেছেন সবজির ব্যবসা। ভাই-বোনেরা নিজ নিজ সংসার নিয়েই ব্যস্ত। বাঁচতে হলে তো কিছু একটা করতে হবে। তাই এনজিও সংস্থা থেকে পাঁচ হাজার টাকা ঋণ নিয়ে সবজি বিক্রি শুরু করেছি। ভোর হওয়ার আগেই বাড়ি থেকে বের হই।
বাড়ি থেকে হেঁটে আসি দোহাজারী রেলওয়ে মাঠের পাইকারি সবজি বাজারে। শঙ্খচরের চাষীদের কাছ থেকে পাইকারি দরে সবজি কিনে এনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এক পাশে বসে খুচরা বিক্রি করি। আমি বেশি লাভ করি না, অল্প লাভে বিক্রি করি। এজন্য আমার গ্রাহকরা বিশ্বাস করে কেনেন। সারাদিন বিক্রির পর বাজার সমিতিকে ৫০ টাকা হাসিল ও নিজের খরচ বাদ দিয়ে ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম হয়।
T.A.S / T.A.S

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা
