ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

উত্তরার ছাত্রলীগ নেতা শাকিল এখন বিএনপির যুবদলনেতা


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৪-১২-২০২৪ বিকাল ৫:১৭

বিএনপির শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগ কিংবা তার অঙ্গ সংগঠন থেকে কোন কর্মীকে বিএনপি'তে ও তার অঙ্গ সংগঠনে  অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

তবে দেখা যায় রাজধানী উত্তরার উত্তরখানের মারুফ হাসান শাকিল এর বিষয়টি যেন পুরো উল্টো, ছাত্রলীগের উত্তরখানের ৪৪ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হয়েও বর্তমানে বিএনপির অঙ্গ সংগঠনের যুবদল  নেতা। এ ঘটনার পরপরই ১৭ই নভেম্বর  ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে মারুফ হাসান শাকিলকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন ছাত্র-জনতার আন্দোলনে পরিণত হলো,তখন ছাত্রলীগের অবস্থানটি গণমাধ্যমের মাধ্যমে ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে, যে কোন মঞ্চে বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা ছাত্রলীগ নিয়ে কটুক্তি মূলক কথা সবসময় বলে থাকে। সে ক্ষেত্রে  প্রশ্ন প্রশ্ন রয়ে যায় যুবদলে কি করে শাকিলকে উত্তরখান থানার সহ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে।

উত্তরখান থানার আওতাধীন এলাকা ৪৪ নং ওয়ার্ডের এনামুল বলেন, শাকিল আওয়ামী লীগের আমলে যেভাবে মানুষকে অত্যাচার করতো ঠিক একইভাবে বর্তমানেও করে যাচ্ছে। কেমন আচরণে শাকিলের কোন কিছুই পরিবর্তন হয় নাই, হয়েছে শুধু দল পরিবর্তন। নিজেকে সে এখন বিএনপির অনেক বড় নেতা দাবি করে বেড়াচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একই এলাকার অন্য এক ব্যক্তি বলেন, শাকিল এর বিরুদ্ধে উত্তরখান থানায় একাধিক মামলা রয়েছে। মাদক, চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রমে তার দুরত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শাকিল এর বিষয়ে উত্তরখান থানায় একটি মামলা রয়েছে। এবং ২০১৭ সালে তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। অনুসন্ধানে আরো দেখা যায় সে বিভিন্ন স্থানে মারামারি,দখলবাজি, চাঁদাবাজি তার নেতৃত্বে হয়। তাছাড়া উত্তরখানে মারুফের মাধ্যমে কিশোর গ্যাং পরিচালিত হয়।

উত্তরখান থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল বলেন, কিভাবে কেমন করে শাকিল আমাদের দলে তা আমার জানা নেই, আমি তো দলের নীতি নির্ধারক নই সামান্য একজন কর্মী। দল যখন যা সিদ্ধান্ত নেয় আমি মনে করি সেটাই সঠিক। তবে বেশ কিছুদিন যাবত সামাজিক যোগাযোগের মাধ্যমে শাকিলের ছাত্রলীগ করাটা পরিষ্কার হয়েছে। তার পাশাপাশি অনেক কিছুই দেখতে পাচ্ছি আমার মত নিশ্চয়ই দলের  নীতি-নির্ধারকরা তা দেখে, তাই খুব শীঘ্রই এই বিষয়ে একটি সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি।

উত্তরখানের প্রবীণ ব্যক্তিত্ব হাজী খন্দকার সাজ্জাদ বলেন, শাকিল এলাকায় চাঁদাবাজির নেতৃত্ব দেয়, কোন কিছু হলেই সে আর তার সাঙ্গোপাঙ্গ একসাথে চলে আসে, এলাকার সবাই জানে শাকিল নিয়মিত ইয়াবা সেবন করে এবং ইয়াবার ব্যবসা করে। উত্তর খানে তার নামে মামলা আছে মামলা নাম্বার :জী আর ০৮/১৭। আগে আওয়ামী লীগের পরিচয়ে চলতো থানা পুলিশ নিয়ন্ত্রণ করত এবং ছাত্রলীগের অনেক বড় নেতা নাকি ছিল। এখন শুনি বিএনপির নাকি অনেক বড় মাপের নেতা সে। 

এক ভিডিও ফুটেজ দ্বারা স্বপন নামের এক ব্যক্তি অভিযোগ তুলে যে, এক বিবাহিত নারীকে অপহরণের চেষ্টা করে এই শাকিল, এবং এলাকাবাসীর সবাই মিলে তাকে প্রতিহত করে ওই নারীকে রক্ষা করা হয়।

আরো অভিযোগ ওঠে অর্থের বিনিময়ে শাকিল যে কোন ধরনের কাজের দায়িত্ব নিয়ে থাকে, কারোর বাড়ি খালি করে দেওয়া, দোকান দখল করে দেওয়া, জায়গা দখল করে দেওয়া, গার্মেন্টস ফ্যাক্টরিতে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করা, যেকোনো কনস্ট্রাকশন সাইডে নিজ ক্ষমতা বলে বালু সাপ্লাই দেওয়া, ছোটখাটো কারখানাতে মাসিক ভিত্তিক মাসোহারা আদায় করা।

উত্তরখানের সাধারণ মানুষের প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে শাকিল বিরোধিতা করে এসেছে সে কি করে বিএনপির যুবদলের রাজনীতির সাথে যুক্ত হতে পারে। কি করে সে যুবদলের নেতা হয়।

এ বিষয়ে উত্তর মহানগর যুবদলের এর সদস্য সচিব এর  সাথে মুঠো ফোনে তার বিদেশি নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু তিনি ফোনটি ধরেননি।

ইতিমধ্যেই ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে মারুফ হাসান শাকিলকে দলীয় শৃঙ্খলা পরিবহন্থী কাজের জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। উত্তরখান থানার সাধারণ জনগণ ও বিএনপির সকল পর্যায়ের  নেতাকর্মীদের  বিশ্বাস এবার  মারুফ হাসান শাকিল এর বিরুদ্ধে দল অবশ্যই কঠিন শাস্তির সিদ্ধান্ত নিবে।

T.A.S / T.A.S

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেনের মনোনয়ন ফরম সংগ্রহ

জুলাই বিপ্লবে চিকিৎসক দের ভূমিকা এবং স্বাস্ব্য সেবার ক্ষেত্রে তাদের বর্তমান অবস্থা

রূপগঞ্জে একাধিক মামলার আসামি নাজমুল হাসান টিপু গ্রেফতার

স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

হাদির জানাজা ঘিরে ডিএমপির নিরাপত্তা বলয়, থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা

রাজধানীতে ২৪ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতেমা

পোশাক শিল্পে অটোমেটিক সেলাই মেশিন প্রদর্শনী ও অটোমেশন সেমিনার অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলার তদন্তাধীন বিষয়ে দুদকের সংবাদ সম্মেলন

আজ প্রকাশ হয়নি প্রথম আলো-ডেইলি স্টার, বন্ধ অনলাইন

সন্ধ্যায় দেশে পৌঁছাবে শহীদ ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা

যাত্রাবাড়িতে টাইলস মিস্ত্রি ফারুক হত্যা মামলার মূল আসামিসহ গ্রেফতার ৩

ঢাকাস্থ চাঁদপুর সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা