ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

স্থানীয়দের পাতে রোহিঙ্গাদের হাত, প্রতিটি স্তরে বসিয়েছে ভাগ


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ৫-১২-২০২৪ দুপুর ১১:৩৮

মায়ানমার থেকে পালিয়ে আসা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থীরা স্থানীয়দের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রতিটি কাজের মধ্যে ভাগ বসিয়েছে। স্থানীয়দের মাথায় হাত বুলিয়ে স্বাবলম্বীর পথেই হাঁটছে তারা। কোন বাধা বিঘ্ন ছাঁড়া কাটাঁতারের বাহিরে এসে রোহিঙ্গারা এভাবে সবকিছুতে হাত দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করাকে মোটেও স্বাভাবিক বলে মনে করছে না সচেতনমহল । স্থানীয়দের ছেঁয়ে রোহিঙ্গাদের সংখ্যা বেশি হওয়াই সংখ্যালঘুর মতো দিনযাপন করছে উখিয়ার সাধারণ মানুষ। তাদের অবাধ বিচরণ ও এসব কর্মকান্ড ভাবিয়ে তুলেছে ভবিষ্যতে প্রজন্মকে।

শ্রমবাজার,ব্যবসা বাণিজ্য, সড়কে গাড়ি চালক সর্বত্রে রয়েছে রোহিঙ্গাদের অবাধ বিচরণ। প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

সরেজমিন ঘুরে দেখা যায়, কুতুপালং বাজারে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে আছে রোহিঙ্গারা। ভুয়া ট্রেড লাইসেন্স নিয়ে চালিয়ে যাচ্ছে এসব রমরমা ব্যবসা। নগদ,বিকাশ এরকম বিভিন্ন মুবাইল ব্যাংকিং সেবাও তাদের হাতে দেখা গেছে। বড় বড় কাপড়বিতান, ইলেকট্রনিক, মুবাইলশপসহ আরো বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান তো রয়েছেই।

কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পের সাদ্দাম নামে এক রোহিঙ্গা অন্যজনের নাম দিয়ে ভুয়া ট্রেড লাইসেন্স বানিয়ে কুতুপালং বাজারে খুলে বসেছে বিরাট ইলেট্রনিক্স মালামালের দোকান। কোন বাধা বিঘ্ন ছাড়াই চালিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। কুতুপালং এরকম শত শত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে।

কুতুপালং বাজার কমিটির পক্ষ থেকেও রোহিঙ্গাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। বরং সকলেই তাদের থেকে অনৈতিক সুবিধা নিয়ে শেল্টার দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন অনেকেই।

বিভিন্ন সরকারি বেসরকারি প্রকল্পের কাজে দেখা গেছে রোহিঙ্গা শ্রমিক। সড়কে গাড়ি চালাতেও দেখা যায় তাদের। উখিয়ার বিভিন্ন গ্রামগঞ্জে রোহিঙ্গাদের বসতিও স্থাপন করা শুরু করে দিয়েছে।

ইতিমধ্যে কয়েকটি পরিবার লোকালয়ে ডুকে জমি ক্রয় করে স্থাপনা নির্মাণ করেছে। উখিয়ার আনাছে কানাছে বিভিন্ন ভাড়া বাসায় কয়েকশ পরিবার তো হবেই। বেশিরভাগ কুতুপালং এলাকায় এসব দৃশ্য দেখা গেছে।

স্থানীয়রা বলছে, যত দিন যাচ্ছে রোহিঙ্গারা তত বেপরোয়া হয়ে যাচ্ছে। তারা বর্মা থেকে বিভিন্ন মাদক,চোরাইপন্য এনে বাংলাদেশে ব্যবসা করে লাখ লাখ টাকার মালিক হচ্ছে। সেই টাকা দিয়ে তারা বড় বড় প্রতিষ্ঠান খুলে স্থায়ীভাবে বসতি করা শুরু করতেছে। প্রভাবশালী ব্যক্তিদের টাকা দিয়ে ম্যানেজ করে আশ্রয় নিচ্ছে লোকালয়ে। কাটাঁতারের বাহিরে এসে এভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তারা। আবার অনেকে বাংলাদেশি এনআইডিও পেয়ে যাচ্ছে টাকার বিনিময়ে।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ও পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানিয়েছেন, রোহিঙ্গাদের অবাধ বিচরণ উখিয়ার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

২০১৭ সালে রোহিঙ্গা ঢল নেমে ১২ লাখ শর্ণার্থী আশ্রয় নিয়েছেন উখিয়া টেকনাফে এর আগেও ৪ লাগের বেশি ছিল। বলতে গেলে এখন তারা ১৬ লাখ পেরিয়ে গেছে। স্থানীয়দের সংখ্যা মাত্র ২ বা আড়াই লাখ। এখন রোহিঙ্গারা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় স্থানীয়দের ভবিষ্যত অন্ধকার হয়ে পড়বে। বিষয়গুলো আমরা জনপ্রতিনিধিরা বিভিন্ন আইনশৃঙ্খলা ও অন্যন্য সেমিনারেও তুলে ধরি। লিখিত আকারেও জানানো হয়েছে বিভিন্ন দপ্তরে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।

জানা গেছে, স্থানীয় কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে বাংলাদেশী পিতা মাতা দেখিয়ে রোহিঙ্গারা পরিষদের নানান সনদপত্রেও তুলে নিচ্ছে এরকম শনাক্ত করার পর অনেক জব্দও করা হয়েছে ইউনিয়ন পরিষদে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (যুগ্মসচিব) সামছু-দ্দৌজা জানান, কাটাতারের বাহিরে রোহিঙ্গা বসতি বা অন্যন্য কাজে জড়িত থাকলে স্থানীয় প্রশাসন বা উপজেলা প্রশাসন চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কল রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

T.A.S / T.A.S

হোটেল–রিসোর্টের আড়ালে অনৈতিকতার বিস্তার, অভিযানে নড়েচড়ে বসল জেলা প্রশাসন

এনসিপি পার্থী হাসনাত আবদুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

বিএমএসএফ এর যুগ্ম সম্পাদক আরিফ রহমান এর সফল অস্ত্রোপচার

তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবির আহমেদ ভূইয়া

ত্রিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা

বাগেরহাটে স্কুল মিল্ক কর্মসূচি উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন এডভোকেট হাবিবুর রহমান

ছাতকে সাংবাদিকের পেশাগত দায়িত্বে বাধা: অনলাইন প্রেসক্লাবের নিন্দা

নতুন পোশাকের দামে হাঁসফাঁস, রায়গঞ্জে স্বল্পমূল্যের শীতবস্ত্রে ভিড়

কোটালীপাড়ায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে ১৭ ব্যক্তির বিএনপিতে যোগদান

‎বাগেরহাটে মাছের ঘের থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

ভোমরা শুল্ক স্টেশন কাস্টম অফিসের পরিচ্ছন্ন কর্মী বদরুলের বিরুদ্ধে সীমাহীন ঘুষ বাণিজ্যের অভিযোগ

সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযান: বাঁশের কেল্লা ধ্বংস, ৫টি বক অবমুক্ত