ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

উচ্চ আদালতের আদেশ পালনে বাধাগ্রস্ত করায় গুলশান থানার জিআর শাখার পুলিশের বিরুদ্ধে তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ৫-১২-২০২৪ রাত ১০:৩

ইচ্ছাকৃতভাবে অবহেলা করে উচ্চ আদালতের নির্দেশানা প্রতিপালনে বাধাগ্রস্থ করায় গুলশান থানার জিআর শাখার সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণের বিরুদ্ধে তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে
লিখিত প্রতিবেদন দাখিলের জন্য ডি.সি প্রসিকিউশন, সিএমএম কোর্ট, ঢাকাকে নির্দেশ প্রদান করা হয়েছে।
আদালত তার আদেশে উল্লেখ করেছেন, বর্ণিত মামলার আসামী মাননীয় হাইকোর্ট বিভাগ থেকে ৩০ সেপ্টেম্বর ০৬ মাসের জামিন লাভ করার পর বাদী পক্ষ মাননীয় আপীল বিভাগে মাননীয় হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে ক্রিমিনাল পিটিশন লিভ টু আপীল নং- ১৬৯২/২৪ দায়ের করেন। উক্ত লিভ পিটিশন গত ২০ অক্টোবর মাননীয় চেম্বার জাজ, আপীল বিভাগে শুনানী হয় এবং হাইকোর্ট বিভাগের গত ৩০ সেপ্টেম্বর এর আদেশ নিম্ন বর্ণিত আদেশমূলে স্থগিত করে অত্র মামলার আসামীকে সিএমএম আদালত কর্তৃক আদেশ প্রাপ্তির ০৪ সপ্তাহের মধ্যে স্বেচ্ছায় হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। মাননীয় আপীল বিভাগের আদেশ মাননীয় সিএমএম, ঢাকা মহোদয় কর্তৃক গত ৩১ অক্টোবর সিন করেন এবং স্বাক্ষর করেন। কিন্তু দীর্ঘ ০১ মাস পর গত ০১ ডিসেম্বর মাননীয় আপীল বিভাগের চেম্বার আদালতের গুরুত্বপূর্ণ আদেশ নথিতে শামিল করা হয়। 
আদেশে আরও উল্লেখ করা হয়, উপযুক্ত পর্যবেক্ষন অনুযায়ী মাননীয় সিএমএম, ঢাকা মহোদয় কর্তৃক গত ৩১ অক্টোবর আদেশ স্বাক্ষর করার পরও এবং জি.আর সেকশন কর্তৃক নিয়ম মোতাবেক আদেশ গ্রহণ করার পরও ০১ মাস পর নথিতে আদেশ শামিল করা উদ্দেশ্য প্রণোদিত মর্মে প্রতীয়মান হয়। অত্র মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১)/৩০ ধারার মামলা হয়। বিষয়টি বর্তমানে মাননীয় আপীল বিভাগে বিচারাধীন। মাননীয় চেম্বার জাজ মহোদয়ের গুরুত্বপূর্ণ আদেশ নিয়ে জিআর শাখার সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ ইচ্ছাকৃতভাবে অবহেলা এবং অত্র আদালতকে মাননীয় উচ্চ আদালতের নির্দেশানা প্রতিপালনে বাধাগ্রস্থ করায় এবং বিচারপ্রার্থী জনগণকে হয়রানী করার চেষ্টার নামান্তর মর্মে প্রতীয়মান হয়। এমতাবস্থায়, আদেশে বর্নিত প্রেক্ষাপটে অত্র সিএমএম আদালতের সংশ্লিষ্ট জিআর শাখার অত্র ঘটনার সাথে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন