উচ্চ আদালতের আদেশ পালনে বাধাগ্রস্ত করায় গুলশান থানার জিআর শাখার পুলিশের বিরুদ্ধে তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা
ইচ্ছাকৃতভাবে অবহেলা করে উচ্চ আদালতের নির্দেশানা প্রতিপালনে বাধাগ্রস্থ করায় গুলশান থানার জিআর শাখার সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণের বিরুদ্ধে তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে
লিখিত প্রতিবেদন দাখিলের জন্য ডি.সি প্রসিকিউশন, সিএমএম কোর্ট, ঢাকাকে নির্দেশ প্রদান করা হয়েছে।
আদালত তার আদেশে উল্লেখ করেছেন, বর্ণিত মামলার আসামী মাননীয় হাইকোর্ট বিভাগ থেকে ৩০ সেপ্টেম্বর ০৬ মাসের জামিন লাভ করার পর বাদী পক্ষ মাননীয় আপীল বিভাগে মাননীয় হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে ক্রিমিনাল পিটিশন লিভ টু আপীল নং- ১৬৯২/২৪ দায়ের করেন। উক্ত লিভ পিটিশন গত ২০ অক্টোবর মাননীয় চেম্বার জাজ, আপীল বিভাগে শুনানী হয় এবং হাইকোর্ট বিভাগের গত ৩০ সেপ্টেম্বর এর আদেশ নিম্ন বর্ণিত আদেশমূলে স্থগিত করে অত্র মামলার আসামীকে সিএমএম আদালত কর্তৃক আদেশ প্রাপ্তির ০৪ সপ্তাহের মধ্যে স্বেচ্ছায় হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। মাননীয় আপীল বিভাগের আদেশ মাননীয় সিএমএম, ঢাকা মহোদয় কর্তৃক গত ৩১ অক্টোবর সিন করেন এবং স্বাক্ষর করেন। কিন্তু দীর্ঘ ০১ মাস পর গত ০১ ডিসেম্বর মাননীয় আপীল বিভাগের চেম্বার আদালতের গুরুত্বপূর্ণ আদেশ নথিতে শামিল করা হয়।
আদেশে আরও উল্লেখ করা হয়, উপযুক্ত পর্যবেক্ষন অনুযায়ী মাননীয় সিএমএম, ঢাকা মহোদয় কর্তৃক গত ৩১ অক্টোবর আদেশ স্বাক্ষর করার পরও এবং জি.আর সেকশন কর্তৃক নিয়ম মোতাবেক আদেশ গ্রহণ করার পরও ০১ মাস পর নথিতে আদেশ শামিল করা উদ্দেশ্য প্রণোদিত মর্মে প্রতীয়মান হয়। অত্র মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১)/৩০ ধারার মামলা হয়। বিষয়টি বর্তমানে মাননীয় আপীল বিভাগে বিচারাধীন। মাননীয় চেম্বার জাজ মহোদয়ের গুরুত্বপূর্ণ আদেশ নিয়ে জিআর শাখার সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ ইচ্ছাকৃতভাবে অবহেলা এবং অত্র আদালতকে মাননীয় উচ্চ আদালতের নির্দেশানা প্রতিপালনে বাধাগ্রস্থ করায় এবং বিচারপ্রার্থী জনগণকে হয়রানী করার চেষ্টার নামান্তর মর্মে প্রতীয়মান হয়। এমতাবস্থায়, আদেশে বর্নিত প্রেক্ষাপটে অত্র সিএমএম আদালতের সংশ্লিষ্ট জিআর শাখার অত্র ঘটনার সাথে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
এমএসএম / এমএসএম
আ.লীগের প্রায় ৩০ হাজার সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগ হাসনাত আবদুল্লাহর
বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান
শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ
বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা
নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা
কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া
নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন
সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা