ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

উচ্চ আদালতের আদেশ পালনে বাধাগ্রস্ত করায় গুলশান থানার জিআর শাখার পুলিশের বিরুদ্ধে তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ৫-১২-২০২৪ রাত ১০:৩

ইচ্ছাকৃতভাবে অবহেলা করে উচ্চ আদালতের নির্দেশানা প্রতিপালনে বাধাগ্রস্থ করায় গুলশান থানার জিআর শাখার সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণের বিরুদ্ধে তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে
লিখিত প্রতিবেদন দাখিলের জন্য ডি.সি প্রসিকিউশন, সিএমএম কোর্ট, ঢাকাকে নির্দেশ প্রদান করা হয়েছে।
আদালত তার আদেশে উল্লেখ করেছেন, বর্ণিত মামলার আসামী মাননীয় হাইকোর্ট বিভাগ থেকে ৩০ সেপ্টেম্বর ০৬ মাসের জামিন লাভ করার পর বাদী পক্ষ মাননীয় আপীল বিভাগে মাননীয় হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে ক্রিমিনাল পিটিশন লিভ টু আপীল নং- ১৬৯২/২৪ দায়ের করেন। উক্ত লিভ পিটিশন গত ২০ অক্টোবর মাননীয় চেম্বার জাজ, আপীল বিভাগে শুনানী হয় এবং হাইকোর্ট বিভাগের গত ৩০ সেপ্টেম্বর এর আদেশ নিম্ন বর্ণিত আদেশমূলে স্থগিত করে অত্র মামলার আসামীকে সিএমএম আদালত কর্তৃক আদেশ প্রাপ্তির ০৪ সপ্তাহের মধ্যে স্বেচ্ছায় হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। মাননীয় আপীল বিভাগের আদেশ মাননীয় সিএমএম, ঢাকা মহোদয় কর্তৃক গত ৩১ অক্টোবর সিন করেন এবং স্বাক্ষর করেন। কিন্তু দীর্ঘ ০১ মাস পর গত ০১ ডিসেম্বর মাননীয় আপীল বিভাগের চেম্বার আদালতের গুরুত্বপূর্ণ আদেশ নথিতে শামিল করা হয়। 
আদেশে আরও উল্লেখ করা হয়, উপযুক্ত পর্যবেক্ষন অনুযায়ী মাননীয় সিএমএম, ঢাকা মহোদয় কর্তৃক গত ৩১ অক্টোবর আদেশ স্বাক্ষর করার পরও এবং জি.আর সেকশন কর্তৃক নিয়ম মোতাবেক আদেশ গ্রহণ করার পরও ০১ মাস পর নথিতে আদেশ শামিল করা উদ্দেশ্য প্রণোদিত মর্মে প্রতীয়মান হয়। অত্র মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১)/৩০ ধারার মামলা হয়। বিষয়টি বর্তমানে মাননীয় আপীল বিভাগে বিচারাধীন। মাননীয় চেম্বার জাজ মহোদয়ের গুরুত্বপূর্ণ আদেশ নিয়ে জিআর শাখার সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ ইচ্ছাকৃতভাবে অবহেলা এবং অত্র আদালতকে মাননীয় উচ্চ আদালতের নির্দেশানা প্রতিপালনে বাধাগ্রস্থ করায় এবং বিচারপ্রার্থী জনগণকে হয়রানী করার চেষ্টার নামান্তর মর্মে প্রতীয়মান হয়। এমতাবস্থায়, আদেশে বর্নিত প্রেক্ষাপটে অত্র সিএমএম আদালতের সংশ্লিষ্ট জিআর শাখার অত্র ঘটনার সাথে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলায় সর্বদলীয় অবরোধ কর্মসূচি

রাণীশংকৈলে বালু উত্তোলনের সময় গর্তে পড়ে শিশুর মৃত্যু

লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র‌্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার