জেলা প্রশাসকের দুর্নীতির বিরুদ্ধে নাগরিক কমিটির মানববন্ধন
সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি এবং প্রাণ সায়ের খাল খননে চরম অনিয়মের প্রতিকার ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি। বুধবার (২ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা উপকূলে প্রতিবছর অপরিকল্পিত বেড়িবাঁধ ভেঙে উপকূলের গরিব-অসহায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসে আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পকেট ভরেন। তারা চান না টেকসই ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ হোক। তারা চান প্রতি বছর বেড়িবাঁধ ভেঙে যাক এবং সংস্কারে বরাদ্দ আসুক, তাদের পকেট ভারী হোক। উপকূলের মানুষ দুর্যোগের সাথে যুদ্ধ ও সংগ্রাম করে অনেক কষ্টে বেঁচে আছে। তাদের দেখার কেউ নেই। এযাবৎকাল উপকূলের বেড়িবাঁধ সংস্কারে যে বরাদ্ধ এসেছে তা হরিলুট হয়েছে। তদন্তপূর্বক পানি উন্নয়ন বোর্ডের ওই সব অসাধু-দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক, যারা অসহায় উপকূলের মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এই মানববন্ধন থেকে আমরা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন নিজে তদারকি করে মেরিন ড্রাইভের মতো সাতক্ষীরা উপকূলে বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেবেন।
বক্তারা আরো বলেন, সাতক্ষীরার প্রাণ হচ্ছে প্রাণ সায়ের খাল। সেই খাল খননে হয়েছে চরম অনিয়ম ও দূর্নীতি। সিডিউল অনুযায়ী এই খাল খনন করা হয়নি। লুটপাট করা হয়েছে কোটি কোটি টাকা। খালের দুই ধারে চেছে-ছুলে নেল কাদা তুলে উঁচু করা হয়েছে। কতটুকু গভীর করে খাল খনন হয়েছে তা দেখার আগেই তড়িঘড়ি করে খালে পানি ঢুকিয়ে দেয়া হয়েছে। খালের মাটি গোপনে বিক্রি করা হয়েছে। খাল খননে অনিয়ম-দুর্নীতি ঢাকতে খালে আলোকসজ্জা ও নৌকা ভাসানো হয়েছে। সাতক্ষীরাবাসী চায় খাল খননে অনিয়ম-দুর্নীতি দ্রুত তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও ঠিকাদারের বিল বন্ধ করে দেয়া হোক। এসব দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি ছিল এবং থাকবে, যতক্ষণ না নাগরিকদের নায্য দাবি আদায় হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. মো. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, যুগ্ম-সম্পাদিকা ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, নির্বাহী সদস্য অ্যাড. আজহারুল ইসলাম, তৈয়েব হাসান বাবু, মো. আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, যুগ্ম-সম্পাদক শেখ মইনুর রশিদ, যুগ্ম-মহিলা সম্পাদিকা রেবেকা সুলতানা, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, মীর তাজুল ইসলাম রিপন, মোহাম্মদ আলী সিদ্দিকী, মাস্টার রফিকুল ইসলাম, এসএম আবুল কালাম আজাদ, মো. আমিরুল ইসলাম মুকুল, প্রভাষক মো. কামরুজ্জামান, সুলতান নাসির উদ্দিন, মো. আশরাফ উদ্দীন, আবু জাফর সিদ্দিক, গাজী আবুল কাশেম, কাজী মনিরুজ্জামান মুকুল, মো. মনিরুজ্জামান, আ. ম আক্তারুজ্জামান মুকুল, আলহাজ আব্দুল গফ্ফার, সামছুজ্জামান বাবলু, অধ্যাপক রেজাউল করিম প্রমুখ।
এ সময় জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।
এমএসএম / জামান