পটুয়াখালীতে ৮ম শ্রেণীর শিক্ষার্থীর আঙ্গুল ভাংগলো কিশোর গ্যাং
পটুয়াখালীর লোহালিয়ার কুড়িপাইকা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্রো করে ৮ম শ্রেনী পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে আঙ্গুল ভেঙ্গে দিলো একই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য আতিকুর রহমান পারভেজ ও তার সহযোগী মেহেদী অভিযোগ সূত্রে যানাযায়, গত ০৩.১২.২৪ তারিখে বিকাল ৪টায় পটুয়াখালী থানাধীন লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের বাসিন্দা মো.আলাল ফকিরের ছেলে মো. শাওন (১৬) এর সাথে একই গ্রামের মো.আমির হোসেনের ছেলে আতিকুর রহমান পারভেজ (১৯) ও মো. লতিফ হাওলাদারের ছেলে মো.মেহেদী (১৮) সাথে আসামীদের বাড়ির সামনের পূর্ব কুড়িপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলতে গেলে খেলার মধ্যে গায়ে ধাক্কা লাগলে মাদ্রাসা শিক্ষার্থী শাওনকে চড়থাপ্পড় মারে আতিকুর রহমান পারভেজ।
এসময় চড়থাপ্পড় খেয়ে লজ্জায় খেলা বাদদিয়ে বাড়িতে চলে আসে শাওন তখন আসামী আতিকুর রহমান পারভেজ ক্ষিপ্ত হইয়া ডাক দিয়ে বলে তোরে মনমতো দিতে পারলাম না। পরে পাইলে বুঝামুহানে কার গায়ে ধাক্কা দিছো। দুইদিন পরে শিক্ষার্থী শাওন বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলে আতিকুর রহমান পারভেজ ও মেহেদী শাওনের পথ আটকিয়ে বলে তোরে পাইছি। তখন আতিকুর রহমান পারভেজ তার হাতে থাকা রেইনট্রি গাছের লাঠি দিয়ে শাওনের ডান হাতে বারি মেরে আঙ্গুল ভেঙ্গে ফেলে। শাওন চিৎকার দিয়ে মাটিতে শুয়ে পরলে তখন মেহেদী লাথি ঘুষি মারে শাওনের চিৎকারের শব্দ শুনে পারভেজের বাবা মো. আমির হোসেন ছুটে এসে শাওনকে তুলে বলে এ ছ্যারা তুই চিক দিলি ক্যা এই বলে শাওনের গালে থাপ্পড় মারে আমির হোসেন, ঘটনা স্থলে থাকা এলাকার লোকজন ছুটে এসে শাওনকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়।
শাওন হাতে অতিরিক্ত ব্যাথা অনুভব করলে বাবা মাকে ফোন দিয়ে বিষয়টি জানান, শাওনের বাবা আলাল ফকির ও মা সালমা বেগম জীবিকা নির্বাহর কাজে ঢাকায় থাকেন। শাওন গ্রামের একটি দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেনীতে পরে। হাতের আঙ্গুল ভাঙ্গার কারনে শাওন বর্তমান চলাকালীন বার্ষীক পরিক্ষা দিতে পারেনি।
ঘটনা শুনে শাওনের বাবা ও মা ঢাকা থেকে বাড়িতে চলে আসে এবং শাওনের হাত অতিরিক্ত ফুলা অবস্থা আশংকাজনক দেখে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস্যক শাওনকে হাসপাতালে ভর্তি করেন।
ছেলেকে চিকিৎসার জন্য হাসাপাতালে ভর্তি করার পর শাওনের বাবা আলাল ফকির পটুয়াখালী সদর থানায় এসে তিনজনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে আসামীরা হলেন, মো.আতিকুর রহমান পারভেজ (১৯) মো.মেহেদী (১৮) ও মো. আমির হোসেন (৪০) পারভেজ ও মেহেদী লোহালিয়ার কুড়িপাইকা গ্রামে ছাত্রলীগের ক্যাডার ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এলকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে তারা লিপ্ত থাকে। এবং ৫আগষ্ট গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে হাসিনা সরকার পতনের পর এই আতিকুর রহমান পারভেজ তার নিজ আইডি থেকে অন্তবর্তীকালিন সরকারের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী অপপ্রচার চালায় এবং সুযোগ পেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডারদের নিয়ে সরকার বিরোধী ও স্বৈরাচার হাসিনার পক্ষে গোপনে ঝটিকা মিছিল করে সমাজের পরিবেশ ও মানুষের মাঝে আতংক সৃষ্টি করাই এই কিশোর গ্যাং আতিকুর রহমান পারভেজ ও মেহেদী বাহিনীর কাজ।
এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
আশুলিয়ার মামলাবাজ গাজী নাছরিন, উপরে টিকটকার, ভেতরে আওয়ামীলীগার
কাপাসিয়ার টোক বিএনপির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ডাসকো ফাউন্ডেশন: তানোর-গোদাগাড়ীতে ৮০ পরিবারে ত্রাণ বিতরণ
বারহাট্টায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস জব্দ
জয়পুরহাটে ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
কর্ণফুলীতে জমি বিরোধে ব্যবসায়ীকে মারধর, থানায় মামলা
ধোপাজান নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে জলপাই ও বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ বিদ্যালয়ের ৫ ছাত্রী
মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো
মেহেরপুরে শ্বশুর হত্যার দায় জামাতা আলমগীর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
ধামরাইয়ে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ
উলিপুরে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত