ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বাঘার আমের দ্বিতীয় চালান গেল ইংল‍্যান্ডে : প্রয়োজন প্যাকেজিং হাউস


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২১ বিকাল ৬:৭
আম মানেই রাজশাহী আর রাজশাহী মানেই বাঘা উপজেলার সুস্বাদু খ‍্যাতি। রাজশাহীকে বলা হয় আমের রাজধানী। ‍এ খ্যাতি রয়েছে দেশজুড়ে। আর রাজশাহীর আম মানেই অত্র বাঘা উপজেলার আম। রাজশাহী জেলার উৎপাদিত আমের অর্ধেক উৎপাদন হয় বাঘা উপজেলায়। প্রতি বছর এ উপজেলায় প্রায় এক লাখ মে. টন আম উৎপাদন হয়। বর্তমানে বাঘা উপজেলার আম দেশের গণ্ডি পেরিয়ে সুদূর যুক্তরাজ‍্যে পাড়ি দিচ্ছে। গত ২৮ মে শুক্রবার ফুড অ্যান্ড ভেজিটেব‍্যল এক্সপোর্ট অ্যাসোসিয়শনের ব‍্যবস্থাপনায় কারিতা ক‍েআইএফসি নামের একটি প্রতিষ্ঠান বাঘা উপজেলার কন্টাক্ট ফার্মার অ্যাসোসিয়শনের সভাপতি শফিকুল ইসলামের (ছানা) কাছ থেকে পাকুড়িয়া বাজার হতে তিন টন ক্ষীরসাপাত (হিমসাগর) আম ক্রয় করে এ বছরের প্রথম চালান যুক্তরাজ‍্যে পাঠিয়েছে। সোমবার (৩১ মে) দ্বিতীয় চালান গেল ইংল‍্যান্ডে।
 
বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আম চাষ কঠিন হলেও আমে যাতে কোনো প্রকার পোকার আক্রমণ না ঘটে এজন‍্য আমচাষি ও ব‍্যবসায়ীরা 'ফুট ব‍্যাগিং' পদ্ধতির মাধ‍্যমে আম চাষ শুরু করেছেন। আম রপ্তানির জন‍্য উপজেলায় বাছাইকৃত ২০ জন চাষিকে আম রক্ষণাবেক্ষণের জন‍্য প্রশিক্ষণের মাধ‍্যমে তালিকাভুক্ত করা হয়েছে। উত্তম কৃষি ব‍্যবস্থাপনার মাধ‍্যমে বাগানে উৎপাদিত ও ক্ষতিকারক রাসায়নিকমুক্ত আম ঢাকায় বিএসটিআই ল‍্যাবে পরীক্ষা করে বিদেশে রপ্তানি করা হয়।
 
কন্টাক্ট ফার্মার অ্যাসোসিয়শনের সভাপতি শফিকুল ইসলাম (ছানা) জানান, মহামারী করোনা ভাইরাসের কারণে গত মৌসুমে আমরা বিদেশে আম পাঠাতে পারিনি। এর আগে ২০১৯ সালে আমরা বিদেশে ‍আম রপ্তানি করেছি। এ বছর চাষিরা ঠিকমতো বিদেশে আম পাঠাতে পারলে আরো উৎসাহী হবেন। ফলে দেশের অর্থনীতিতেও অগ্রণী ভূমিকা রাখবেন।
 
আম রপ্তানির ক্ষেত্রে বাঘায় আমের জন‍্য কোনো প‍্যাকেজিং হাউস নেই উল্লেখ করে তিনি বলেন, এই আম যাবে ঢাকার প‍্যাকেজিং হাউসে। এভাবে যেতে যেতে কিছু আম নষ্ট হয়ে যায়। আমের গুণগতমান ঠিক থাকে না। যদি বাঘায় আম রক্ষণাবেক্ষণ ও প্যাকেজিং হাউস স্থাপন করা যায় তাহলে আমচাষিরাসহ দেশ আরো লাভবান হবে। তাই বাঘা থেকে আম প‍্যাকেজিং করে আকাশপথে সরাসরি ঢাকায় পাঠানোর দাবি জানান তিনি।
 
কৃষি অফিসার সফিউল্লাহ সুলতান জানান, বাঘা উপজেলায় সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে বিভিন্ন প্রকার আম চাষ করা হয়েছে। এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা  হয়েছে এক লাখ মে. টন। এ বছর বিদেশে ৩০০ টন আম রপ্তানির পরিকল্পনা রয়েছে। গত বছর (২০২০) এখান থেকে কোনো আম রপ্তানি হয়নি। তবে তার আগের বছর (২০১৯) বাঘা থেকে ৩৫ টন আম রপ্তানি হয়েছিল বিদেশে।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা