ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সোনারগাঁয়ে মানববন্ধন


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১০-১২-২০২৪ বিকাল ৫:৪৩

দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীরের ওপর হামলা, নির্যাতন, গুলিবর্ষণের প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সোনারগাঁয়ের স্থানীয় সাংবাদিকরা। 

মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সোনারগাঁয়ে কর্মরত স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন। কালবেলা'র সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় ও মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকদের ব্যানারে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন- দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির,যুগান্তরের স্টাফ রিপোর্টার আল-আমিন তুষার, নয়াদিগন্তের সোনারগাঁ প্রতিনিধি হাসান মাহমুদ,দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক মাহবুব আলম সুমন, রিপন, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন দৈনিক বর্তমান পত্রিকার সাংবাদিক ফরিদ হোসেন, বাংলাদেশ প্রতিদিন ও আনন্দ টিভির সাংবাদিক মাজহারুল ইসলাম,  সাংবাদিক গাজী মোবারক, বিজয় টিভির সাংবাদিক দ্বীন ইসলাম অনিক, জাতীয় দৈনিক  সকালের সময় সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ও দপ্তর সম্পাদক সোনারগাঁ প্রেসক্লাব, এশিয়ান টিভির বন্দর প্রতিনিধি পারভেজ আহম্মেদ,

এছাড়া মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, দৈনিক জনকন্ঠের সাংবাদিক ফারুক, আজকের পত্রিকা ও ৭১ টিভির সাংবাদিক শেখ ফরিদ,সাংবাদিক মোকাররম মামুন, দৈনিক খবরের কাগজের সাংবাদিক ইমরান হোসেন, দৈনিক বাংলাদেশের খবরের সাংবাদিক সজীব হোসেন,ভোরের পাতার সাংবাদিক মশিউর রহমান, দৈনিক জাগরণের সাংবাদিক এরশাদ হোসেন অন্য, সাংবাদিক মনির হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ,শাহজালাল হোসেন,ফারুক হোসেন, আক্তার হোসেন, তুহিন আহমেদ, শাহিন সাকি, তৌরব হোসেন,ডালিম হোসাইন, আরাফাত হোসেন সিফাত, মো:রিপন, ফাহাদুল ইসলাম, ইয়াকুব হোসেন,সামির সরকার, কামরুল ইসলাম পাপ্পু, মাসুদ মিয়া, উজ্জ্বল হোসাইন মাসুম, মোক্তার হোসেন, প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম।আর এই গণমাধ্যম কর্মীরা এখন দেশে সবচেয়ে অনিরাপদ। আপনারা জানেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাংবাদিকরা আজ চরম নিরাপত্তানহীনতায় ভুগছেন। রূপগঞ্জে এখনো সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি জবরদখল, নৈরাজ্য করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার  ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।  নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য, সংবাদ প্রকাশ করায় গত ১৭ নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা ও গত ১ ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। 

গত ২৯ নভেম্বর দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

T.A.S / এমএসএম

টেকনাফে মহাসড়ক দখল করে রমরমা মাছের ব্যবসা

হরিপুরে ইয়াবা নিয়ে খাদ্য বান্ধব ডিলার সহ আটক দুই

কালীগঞ্জে ১শ ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ধামইরহাটে মহিলা ডিগ্রি কলেজের পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা

‎চিতলমারী প্রেসক্লাবের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে আনোয়ারায় এনসিপির বিক্ষোভ

জুলাই'য়ে আহত অপূর্ব'র করা ১৩৫ আসামির বিরুদ্ধে মামলা এনসিপি'র নয়

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডামুড্যা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ভেড়ামারার মূলধারার সাংবাদিক ছাড়াই ডিসি'র মতবিনিময়

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি, জনমনে স্বস্তি

কোনাবাড়িতে মুহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সলঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষন"থানায় মামলা দায়ের