ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চালু হলো এমআরআই যন্ত্র


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৩-১২-২০২৪ বিকাল ৫:৪৬

অবশেষে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) যন্ত্রটি চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালে গুরুত্বপূর্ণ এই যন্ত্রটির কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। জনবলের অভাবে যন্ত্রটির কার্যক্রম বন্ধ থাকায় প্রথম আলোতে এ সচিত্র প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষের নজরে আসে।

২০২১ সালের ১১ অক্টোবর মাসে হাসপাতালটিতে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে এমআরআই যন্ত্রটি স্থাপন করা হয়। কিন্তু দক্ষ টেকনোলজিস্ট না থাকায় এটি চালু করা যায়নি। দীর্ঘ দুই বছর পর গত বছরের অক্টোবর মাসে মাত্র দুজন টেকনোলজিস্ট দিয়ে কোনোরকমে এমআরআই যন্ত্রটির কার্যক্রম চালু করা হয়। তবে এর দুই সপ্তাহ পর একজন টেকনোলজিস্ট অন্যত্র বদলি হওয়ার পর থেকে আবার যন্ত্রটি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।

এ ছাড়া ২০২০ সালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১৮ কোটি টাকার এমআরআই যন্ত্রটি সরবরাহ করে এসটিএমএস নামের একটি টিকাদার প্রতিষ্ঠান। পরের বছর এমআরআই যন্ত্র স্থাপন করা হয়। এরপর ওই বছরের ৩ মার্চ ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (নিমিউ অ্যান্ড টিসি) একটি কারিগরি দল এমআরআই যন্ত্র পর্যবেক্ষণ করে। পরের বছর ২০২২ সালের মার্চ মাসে পরীক্ষামূলকভাবে যন্ত্রটি চালু করা হয়। কিন্তু যন্ত্রটি গরম হওয়ায় বিশেষজ্ঞ কারিগরি দল না চালানোর পরামর্শ দেন। এখন পর্যন্ত এ মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই যন্ত্রটি চালু করা যায়নি।

জেলায় অন্য কোনো হাসপাতাল কিংবা রোগনির্ণয় কেন্দ্রে এমআরআই যন্ত্র নেই। ওই দুটি হাসপাতালে গুরুত্বপূর্ণ দুটি এমআরআই যন্ত্র ব্যবহার না হওয়ায় রোগীদের অনেকেই বিপাকে পড়েছেন। এ নিয়ে গত ২ ডিসেম্বর ‘পড়ে আছে ৩৬ কোটি টাকার দুটি এমআরআই যন্ত্র’ শিরোনামে প্রথম আলোতে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে ২৫০ শয্যার হাসপাতালটির এমআরআই যন্ত্রটি সচল ও এর কার্যক্রম শুরু করার পদক্ষেপ নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল সকালে ২৫০ শয্যার হাসপাতালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম এলাকার নিবুর আলীর স্ত্রী রহিমা খাতুনের (৬০) এমআরআই পরীক্ষা করা হয়। রহিমা খাতুন বলেন, প্রায় দেড় মাস ধরে তাঁর মেরুদণ্ডে ব্যথা। কম খরচে সহজে এমআরআই পরীক্ষা করতে পেরে তিনি স্বস্তি প্রকাশ করেন।

গতকাল এমআরআই যন্ত্রটি উদ্বোধনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকসহ সিভিল সার্জন মো. মোকছেদর মোমিন, হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাহাউদ্দিন, সহকারী পরিচালক ডা. বদরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, এ যন্ত্রটি অত্যন্ত মূল্যবান। জনবলসংকটের কারণে এ হাসপাতালে এমআরআই যন্ত্রটি বন্ধ ছিল। দুজন টেকনিশিয়ান ও একজন রেডিওলজিস্ট এখানে পদায়ন করা হয়েছে। যন্ত্রটির কার্যক্রম এখন থেকে সচল থাকবে। এ ছাড়া মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই যন্ত্রটিও সচল করার উদ্যোগ নেওয়া হবে।

T.A.S / T.A.S

শরণখোলায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রায়েন্দা ইউনিয়ন চ্যাম্পিয়ন

শেখ মুজিবুরের মতো শেখ হাসিনাও গত ১৫ বছরে দেশে বাকশাল কায়েম করেছিল

শহীদ বায়োজিদ বোস্তামির কবর জিয়ারত করলেন ধামইরহাট সরকারি এম এম কলেজের অধ্যক্ষ

সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

খুলনা জেলা বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটি গঠন

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪°, বইছে মৃদু শৈত্য প্রবাহ

ভূঞাপুরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সন্দ্বীপে আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মসজিদের টাকা আত্মসাৎ ও নামাজ আদায়ে বাঁধা দেয়ায় এলাকাবাসীর মানববন্ধন

চৌগাছা বিএনপির সভাপতির সুস্থ্যতা কামনায় দোয়া

ক্লেপটোক্রেসি ও দুর্নীতি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা

সরাইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আখাউড়ায় তাহেরী ভক্তরা পুলিশের মাথা ফাটাল