ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজ

বিড়ম্বনার সাতপাকে বাঁধা শিক্ষার্থীদের জীবন


মো. ইমন photo মো. ইমন
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ১:২৯

১৬ ফেব্রুয়ারি ২০১৭ সাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ও সেশনজট নিরসনে রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করা হয়। রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি এই সাত কলেজ ঢাবি অধিভুক্ত হওয়ার পর সময় পার হয়েছে সাড়ে চার বছর। এই সময়ে দিনদিন যেনো শিক্ষার্থীদের বিড়ম্বনা আরও বেড়েই চলেছে। অধিভুক্ত করার পর সাত কলেজ অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়হীনতায় শুরু হয় অচলাবস্থা।

*    সমস্যা সমাধানে সমন্বয়ের বিকল্প নেই
*   বারবার আন্দোলনে শিক্ষার্থীরা
*   স্বাস্থ্যবিধি মেনে শুরু সশরীরে পরীক্ষা

যথা সময়ে পরীক্ষা না নেয়া, পরীক্ষা নিলেও ভুলে ভরা ফল প্রকাশ, অনাকাঙ্ক্ষিত ফলাফল বিপর্যয়, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা, এক বিষয়ে পরীক্ষা নিয়ে একাধিক বিষয়ে ফেল দেখানো এবং অনুপস্থিত দেখানো হয়। এছাড়া রয়েছে আবাসন ক্লাস সংকট, সময়মত হয় না ক্লাস, নেই আধুনিক পাঠাগার, ল্যাব ব্যবস্থা। এক শিক্ষাবর্ষের পরীক্ষা হয় অন্য শিক্ষাবর্ষে। আর এসব সমাধানে বিভিন্ন নির্দেশনায় শিক্ষার্থীরা পাগলের মতো দিক-বেদিক ছুটাছুটি করে। ফলাফল সংক্রান্ত সমস্যায় বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। কোনো শিক্ষার্থী যদি ফলাফল সংক্রান্ত সমস্যা নিয়ে কলেজে যায় সেখান থেকে বলছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩২২ নম্বর রুমে যাওয়ার জন্য। আবার সেখানে গেলে বলছে- কলেজ থেকে আবেদনপত্র নেওয়ার জন্য, সঙ্গে দায়িত্বরতদের দুর্ব্যবহারের অভিযোগও করেছে অনেক শিক্ষার্থী। এতে যে লক্ষ্য নিয়ে ঢাবি অধিভুক্ত করা হয়েছিলো এই সরকারি সাত কলেজ তাতো পূরণ হচ্ছেই না বরং দিনদিন বিড়ম্বনার সাত পাঁকে বাঁধা পড়ছে শিক্ষার্থীদের জীবন। শিক্ষার্থীরা হাঁটছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে।

এসব সমস্যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিমুখী আচরণ, সমন্বয়কারীদের গাফিলতি ও সাত কলেজের অধ্যক্ষদের দায়ী মনে করছেন শিক্ষার্থীরা। যার ফলে বারবার দাবি নিয়ে আন্দোলনে নামছেন সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে কোভিড-১৯ এর জন্য দীর্ঘসময় বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সশরীরে সাত কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে অনার্স দ্বিতীয় বর্ষের অনিয়মিত, মানোন্নয়ন ও বিশেষ (অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষা নেয়া হচ্ছে। পরে অন্যান্য বর্ষের নিয়মিত পরীক্ষায়ও সশরীরে শুরু করা হবে।

সরকারি সাত কলেজ সংশ্লিষ্টরা বলছেন, মূলত সাত কলেজে অবস্থানরত সাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে সমন্বয় না করতে পারার ব্যর্থতার কারণেই সেশনজট লেগেই আছে। শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীলদের সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে। তাহলেই অতি শিগগিরই সাত কলেজের সকল সমস্যার সমাধান হবে। 

পরীক্ষার ফলাফল নিয়ে সাত কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী বলেন, সাত কলেজে পরীক্ষা আর ফলাফল এখন দুটোই মানসিক যন্ত্রণার। যদিও শেষ বর্ষের পরীক্ষা দিয়ে শেষ করেছি ৬ মাস আগে, কিন্তু কোনোভাবেই চিন্তা কমছে না। ফলাফল এখনো প্রকাশ হয়নি। এই দীর্ঘসূত্রতার জন্য চাকরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি না। এছাড়া ভয় আছে- দুই একটা বিষয়ে খারাপ মানে আরও একটি বছর ক্ষতি। আবার রেজাল্ট সমন্বয় করতে আরও এক বছর। এসব সমস্যায় ব্যাপক ক্ষতি হচ্ছে আমাদের। আর এসব নিয়ে আন্দোলনের ইতিহাস তো আছেই। এই সমস্যাগুলো একবারে নির্মূল করা প্রয়োজন। নইলে আমাদের ভবিষ্যৎও সিনিয়রদের মতো শেষ।

এ বিষয়ে গণমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, আমাদের পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে। ক্ষতি পুষিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা মোতাবেক কার্যক্রম পরিচালনা হবে। সমন্বয়হীন না থাকে সেটিই প্রত্যাশিত। অধ্যক্ষরাই এই দায়িত্বগুলো পালন করবেন। যে সমন্বয় কমিটি, সেই কমিটির অর্থ হলো সেখানে সাতজন অধ্যক্ষ রয়েছেন। 

এমএসএম / জামান

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ