মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটে প্রীতি ভলিবল ম্যাচ
মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জয়পুরহাট শহরের সার্কিট হাউস মাঠে জয়পুরহাট ভলিবল একাডেমীর আয়োজনে এ ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ভলিবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন স্বাগতিক জয়পুরহাট জেলা দল বনাম নওগাঁ জেলা দল। চরম উত্তেজনা পূর্ণ এ খেলায় নওগাঁ জেলা দলকে ৩-১ সেটে পরাজিত করে স্বাগতিক জয়পুরহাট জেলা চ্যাম্পিয়ন হয়। এ সময় জয়পুরহাট দলের পক্ষে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ, ভলিবল একাডেমি পরিচালনা পরিষদ সভাপতি ও জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এমএসএম / এমএসএম