তানোর পৌর সদরে বিল্ডিং কোড অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ
রাজশাহীর তানোর পৌর সদরে বিল্ডিং কোড অমান্য করে পৌরসভার রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে। তানোর পৌরসভার ৬ নং ওয়ার্ডের শফিকুল ইসলাম বাচ্চু নামের এক ব্যাক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
জানা যায়, সরকারি রাস্তা থেকে ৫ ফুট দূরে বসতবাড়ি করার নিয়ম থাকলেও, সে নিয়মের কোন তোয়াক্কা না করে সরকারি রাস্তা ঘেষে বাড়ি নির্মাণ করছে এই পরিবারটি। তাদেরকে স্থানীয় কাউন্সিলরসহ কয়েকজন বাধা দিলেও তাদের বাধা না মেনে পুনরায় বাড়ি নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম বাচ্চুর পরিবারের বিরুদ্ধে ।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালেকুজ্জামান খালেকসহ স্হানীয় ভুক্তভোগী জনসাধারণ সকালের সময়কে বলেন, পৌরসভার বিল্ডিং কোড আইন অমান্য করে রাস্তা ঘেষে বাড়ির নির্মাণ করছে। তাকে মৌখিক ভাবে একাধিকবার বাড়ি নির্মাণ না করার জন্য বলা হয়েছে। তিনি পৌরসভার নিয়ম না মানার কারনে তানোর উপজেলার নির্বাহী অফিসার ও তানোর পৌরসভার প্রশাসক খাইরুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তানোর পৌরসভা খাইরুল ইসলাম সকালের সময়কে বলেন,পৌর সদরে বিল্ডিং কোড অমান্য করে পৌরসভা সদরের রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করা বেআইনি। এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
এ বিষয়ে অভিযুক্ত ব্যাক্তি শরিফুল ইসলাম বাচ্চুর মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলে বন্ধ পাওয়া যাই।
এমএসএম / এমএসএম