ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

তানোরে নীতিমালা লঙ্ঘন করে গভীর নলকুপ অপারেটরের আবেদন


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ১:১৮

রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের(ইউপি)বাধাইড় মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপে অপারেটর নিয়োগ পেতে নীতিমালা লঙ্ঘন করে আবেদন করা হয়েছে। অপারেটর নিয়োগের নীতিমালায় বলা আছে। অপারেটর নিয়োগ আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্থানীয় বাসিন্দা ও স্কীমে তার নিজস্ব আবাদি জমি থাকতে হবে।
জানা গেছে,উপজেলার বাধাইড় ইউপির জেল নম্বর ৬৫ ও ৩৭২ নম্বর দাগে বিএমডিএর গভীর নলকুপ স্থাপন করার কথা।কিন্ত্ত গভীর নলকুপ স্থাপন করা হয়েছে ৩৩০ নম্বর দাগের উপর। যে জমির মালিক বাধাইড় গ্রামের মৃত গণপতি বর্মণের পুত্র অজিত বর্মণ। স্থাপনের পর থেকে কৃষকদের মতামতের ভিত্তিতে অজিত বর্মণ গভীর নলকুপ পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে কৃষকদের কোনো অভিযোগও নাই।এছাড়াও ওই গভীর নলকুপ স্কীমে অজিত বর্মণের প্রায় কুড়ি বিঘা জমি রয়েছে।
জানা গেছে, এবছর ওই গভীর নলকুপের অপারেটর নিয়োগ পেতে আবেদন করেছেন অজিত বর্মণের পুত্র দুর্জয় বর্মণ ও মনিরা বেগম।কিন্ত্ত মনিরা বেগম স্বামীর সঙ্গে রাজশাহী শহরে বসবাস করেন।এছাড়াও গভীর নলকুপ স্কীমে মনিরা বেগমের কোনো জমি নাই।এমনকি স্কীমের কৃষকেরাও মনিরা বেগমের পক্ষে নাই। ফলে নীতিমালা অনুসরণ করে মনিরা বেগমের অপারেটর নিয়োগ পাবার কোনো সুযোগ নাই। তাকে অপারেটর নিয়োগ করা হলে কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়বে।তারা কৃষকের মতামতের ভিত্তিতে অপারেটর নিয়োগের দাবি করেছেন।কিন্তু রাজনৈতিক পরিচয়ের একটি প্রভাবশালী মহল বড় অঙ্কের অর্থের বিনিময়ে কৃষকদের মতামত উপেক্ষা ও নীতিমালা লঙ্ঘন করে মনিরা বেগমকে অপারেটর নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছে। ইতমধ্যে তারা বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছে।এনিয়ে স্কীমের কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে বিরাজ করছে টান টান উত্তেজনা। এবিষয়ে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান সকালের সময়কে বলেন, এবার অপারেটর নিয়োগ হবে শতভাগ স্বচ্ছতার সঙ্গে।তিনি বলেন, অপারেটর নিয়োগে তদ্বিরের কোনো সুযোগ নাই।

এমএসএম / এমএসএম

নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

বড়লেখা সীমান্তে ৭ ভারতীয় নাগরিক আটকের পর ফের ভারতে প্রেরণ বিজিবির

মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

সরকারী মুকসুদপুর সাবের জসিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

সন্দ্বীপের শ্রী শ্রী জগন্নাথ দেবালয় আখড়া মন্দিরে তিন দিনব্যাপী মহানাম সংকীর্তন ও মহোৎসব ভোরে সমাপ্ত

সকালের সময়'র খবর প্রকাশ:গরলা খালের সেই সেচ প্রকল্পের অনুমোদন বাতিল

আবারও পদত্যাগ টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগে, দল ছাড়লেন আরও দুই শীর্ষ নেতা

সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

মুকসুদপুরে খ্রিস্টান ধর্মের বড়দিন শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষে প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন

বড়দিন উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

দৈনিক সংগ্রামের বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাফেজ মো: খলিলুর রহমান আর নেই

কুলাউড়ায় পিকআপের ধাক্কায় সড়কেই দুই মোটরসাইকেল আরোহী নিহত

চউকে স্বজনপ্রীতির নিয়োগ বাণিজ্য, আদালতের আদেশ উপেক্ষিত