উন্নত দেশগুলোতে কর্মসংস্থানের সুযোগ ও প্রক্রিয়া নিয়ে আলোচনা সভা
সিরাজগঞ্জের রায়গঞ্জে উন্নত দেশগুলোতে কর্মসংস্থানের সুযোগ ও প্রক্রিয়া নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে উপজেলা অডিটোরিয়াম হল রুমে মিডেলিস্টসহ ইতালি, জার্মানী এবং অন্যান্য উন্নত দেশ গুলোতে কর্মসংস্থানের সুযোগ ও প্রক্রিয়া নিয়ে 'এডুকেশন এন্ড কেয়ার' এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর মো. আলী মর্তুজার সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি শামছুল ইসলাম, এডুকেশন এন্ড কেয়ার এর সাধারণ সম্পাদক ও জার্মান বিএনপি'র যুগ্ন সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, রায়গঞ্জ পৌর বিএনপি'র সভাপতি হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ, এডুকেশন এন্ড কেয়ারের সদস্য ও প্রবাসী মোতালেব সরকার প্রমুখ।
উন্নত দেশ গুলোতে দক্ষ জনশক্তি পাঠাতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়। কী ধরনের দক্ষ জনশক্তি বা কোন ধরনের চাহিদাসম্পন্ন কর্মী তাদের প্রয়োজন এবং বাংলাদেশ থেকে আরও বেশিসংখ্যক কর্মী পাঠাতে করণীয় বিষয়ে সভায় আলোচনা হয়।
T.A.S / T.A.S