সাগরবেষ্টিত মহেশখালীতে পর্যটকদের ভীড়

সাগরবেষ্টিত মহেশখালী দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে আদিনাথ পাহাড়, নান্দনিক আদিনাথ ব্রিজ, ঝাউবাগান ও চরপাড়া সৈকত,পানের বরজ, লবণের মাঠ ও সোনাদিয়া বিচ।তার পাশাপাশি রাখাইনদের স্বর্ণ মন্দির ও শুঁটকি মহল।
এসব দর্শনীয় স্থান দেখতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে হাজার হাজার পর্যটক। ভ্রমণ পিপাসুরা প্রথমে আসেন কক্সবাজার। এরপর কক্সবাজারের ৬নং ঘাট দিয়ে স্পীডবোট অথবা গামবোট দিয়ে চলে আসেন মহেশখালী জেটি অথবা আদিনাথ জেটিতে। এরপর দেখা মেলে
মহেশখালীর বিখ্যাত মিষ্টি পানের। অত্যন্ত উৎসবের সাথে পান খেতে দেখায় পর্যটকদের। এরপর দেখতে পায় ব্রিজের দুই পাশে গোলপাতা, সুন্দরী বন,লবণের মাঠ।গাড়িতে করে কিছু সময় যাওয়ার পরেই আদিনাথ মন্দির।এরপর ৬৯টি সিড়ি বেয়ে ছুটে যায় আদিনাথে সেই পাদদেশে যেখানে দেখা মেলে কিংবদন্তি সেই আদিনাথ মন্দিরের। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫.৩ মিটার বা ২৮০ ফুট উঁচুতে মৈনাক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মহেশখালী সৌন্দর্য্য উপভোগ করেন পর্যটকরা। এই উচ্চতা থেকে চারপাশে দ্বীপের প্রায় পুরোটাসহ চোখে পড়ে ম্যানগ্রোভ বন, পানের বরজ ও ফেনিল বঙ্গোপসাগর।
এছাড়াও সোনাদিয়া প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ সৈকতের সাদা বালুতে পা ডুবিয়ে পাশের নীল জলরাশি, প্যারাবন এবং সুউচ্চ ঝাউবনের দৃশ্য দেখতে ছুটে যায় অনেক পর্যটক যেটি তাদের সারা জীবনের প্রিয় অভিজ্ঞতা হয়ে থাকে।রাতের সোনাদিয়া দ্বীপে রাত্রিযাপন যেন অন্যরকম অভিজ্ঞতা।
এছাড়া দ্বীপের ভেতরে দেখার মতো আরও আছে লিডারশীপ বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস, উপজেলা পরিষদ দীঘি, , চিংড়ি ঘের সহ বিভিন্ন দর্শনীয় স্থান।
দর্শনার্থীরা জানান, মহেশখালীর আদিনাথ মন্দির,রাখাইনদের স্বর্ণ মন্দির, পানের বরজ, চিংড়ি প্রজেক্ট, প্যারাবন ও ঝাউবন ঘুরে দেখেছি। এতে জীবনের একটি অভিজ্ঞতা অর্জন করলাম। নদী পথের ভ্রমণ খুব আনন্দের, মিষ্টি পানের স্বাদ নিয়েছি মহেশখালীতে এসে। বাড়ির জন্য মহেশখালীর ঐতিহ্যবাহী শুঁটকি নিয়ে যাচ্ছি।বেশ ভাল লাগছে।
শফিক নামের এক পর্যটক বলেন, লবণ উৎপাদন মহেশখালীতে এসে সরাসরি দেখেছি। চাষিরা পরিশ্রম করে লবণ উৎপাদন করে সত্যি তারা দেশের গর্বিত মানুষ।মহেশখালীর প্যারাবন দেখে মনে হল যেন সুন্দরবনে এসেছি।হাতে ছুটি নাই না হয় কয়েকদিন থেকে যেতাম। কয়লা বিদ্যুৎ কেন্দ্র দেখতে ইচ্ছে ছিল।
এদিকে পর্যটকদের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারী করা হচ্ছে।মহেশখালী ভ্রমণে পর্যটকরা যাতে কোনো বখাটেদের খপ্পরে না পড়ে সেই দিকে দেওয়া হয়ে কড়া পাহারা।
মহেশখালী থানার ওসি কাইচার হামিদ বলেন,শুষ্ক মৌসুমে শীতের সময় পর্যটকরা মহেশখালীর বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে আসেন। তাদের নিরাপত্তার জন্য মহেশখালী থানার পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা চেষ্টা করছি পর্যটকরা দিনশেষে যেন নিরাপদে মহেশখালী থাকে ফিরে যেতে পারে।
এমএসএম / এমএসএম

বরগুনায় পল্লী বিদ্যুতকর্মীকে শিকলে বাঁধলেন নারী গ্রাহক

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক
