ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৮-১২-২০২৪ দুপুর ৩:৫৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি গ্রামেই ব্যাপকভাবে চাষ করা হয়েছে সরিষার। যদি অনুকূল আবহাওয়া থাকে তাহলে সরিষার ফলন ধানের চেয়ে বেশি হবে বলে আশা করছেন কৃষকরা। তারা সরিষা ঘরে তুলেই ধান চাষের জন্য জমি তৈরি করতে শুরু করবেন।

এখন এসব এলাকার চাষিরা সরিষার পরিচর্যা নিয়ে ব্যাপক সময় পার করছেন। জমি থেকে পাকা সরিষা সংগ্রহ করতে পারলেই কৃষকদের চিন্তা দূর হবে। চলতি মৌসুমে পুরো উপজেলায় প্রায় ১০ হাজার ৮৯৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে সরিষার। আবহাওয়া অনুকূলে তারপরও দুঃচিন্তায় প্রহর গুনে দিন কাটাচ্ছে কৃষকরা।

গত মৌসুমের তুলনায় এবার অনেক বেশি সরিষার আবাদ হচ্ছে রায়গঞ্জ উপজেলা জুড়ে। কৃষকের পছন্দ অনুযায়ী বিভিন্ন জাতের সরিষার আবাদ হলেও টরি ৭, বারি ১৪, বীনা ৯ সহ কয়েক জাতের সরিষার আবাদ হয়েছে সবচেয়ে বেশি।

উপজেলার পশ্চিম লক্ষিকোলা গ্রামের কৃষক আবু সুফিয়ান তালুকদার জানান, জমি তৈরি করা থেকে ফলন ঘরে তোলা পর্যন্ত প্রায় ৫ বিঘা জমিতে সরিষা আবাদে তার খরচ হয়েছে প্রায় ১৭ হাজার টাকা। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে এসব জমি থেকে প্রায় ১৮ মণ সরিষার ফলন পাবেন বলে আশা করছেন তিনি।

তবে এবার বাজারদর বেশি পাওয়ার আশা করছেন অনেকেই। একাধিক কৃষক জানান, অন্যান্য ফসলের মতো সরিষা আবাদে তেমন শ্রমের প্রয়োজন হয় না।

জমি থেকে পাকা সরিষা সংগ্রহ ও মাড়াই করে ফসল ঘরে তোলার জন্য পরিবারে পুরুষের পাশাপাশি নারী, বৃদ্ধ ও শিশু সদস্যরাও নিয়মিতভাবে কাজ করেন।

উপজেলার আরেক কৃষক আলামিন তালুকদার বলেন , অল্প খরচ ও স্বল্প সময়ে সরিষার ফলন ঘরে তোলা যায়। ঝড় বৃষ্টি না হওয়ায় চলতি মৌসুমে সরিষার ফলনও হয়েছে বেশ। 

তিনি আরো বলেন, রোদে শুকিয়ে গুদামজাত করে পরে বিক্রি করতে পারলে সরিষার বাজারদর বেশি পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি। কিন্তু অনেক চাষিদের অভাবের তাড়নায় ফসল তুলার পরই বিক্রি করে দিতে হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ জানান, তেলের স্বনির্ভরতার লক্ষ্যে এ উপজেলা  ১০ হাজার ৮৯৫ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। গত বছরের চেয়ে এ বছর ৫ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। সরিষা চাষের জন্য ইতিমধ্যে ৯ হাজার ১২০ জন কৃষককে সরিষা বীজ ও সার প্রণোদনা হিসাবে প্রদান করা হয়েছে। আর এ বছর উচ্চ ফলনশীল বারি সরিষা ৯, ১৪, ১৭ ও বিনা ৪ জাতের সরিষা চাষের পরামর্শ দেয়া হয়েছে। গত বছরের চেয়ে এ বছরে অল্প খরচে বেশ লাভবান হয়ে থাকবেন উপজেলার বিভিন্ন এলাকার সরিষা চাষিরা।

T.A.S / T.A.S

নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত

কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা

নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের

লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র‌্যালী

মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক

দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ

ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার

বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু

কেরুজ শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, এমডি রাব্বিক হাসানের বিরুদ্ধে শ্রমিক নেতাদের সরব অভিযোগ

খুলনা বিভাগীয় প্রেসক্লাবের মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন সম্পন্ন