পাঁচবিবিতে তাবলীগের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জয়পুরহাটের পাঁচবিবিতে সর্বস্তরের তাবলীগের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার আয়োজনে আজ রবিবার বেলা ১১টায় সাদপন্থি খুনি ও সন্ত্রাসীগণ কর্তৃক গত ১৮ ডিসেম্বর টঙ্গি ইজতেমার মাঠে গভীর রাতে সন্ত্রাসী হামলা ও খুনে জড়িতদের বিচার এবং সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের প্রধান প্রধান সড়ক মিছিল প্রদক্ষিণ শেষে তিনমাথা চত্ত্বরে বিমান বাহিনীর সাবেক সদস্য ও তাবলীগ জামায়াতের জেলা আহলে সুরার সদস্য তাবলীগের উপজেলার জিম্মাদার আমিরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা আহলে সুরার সদস্য মুফতি জোবায়ের মাহমুদের পরিচালনায় তিনমাথা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, খাতুনে জান্নাত মাদ্রাসার মুহতামিম মাওঃ আব্দুল ওয়াদুদ, জেলা আহলে সুরা সদস্য মাওঃ মাহাবুব, জোবায়ের হোসেন (জয়), প্রফেসর মেহেদী হাসান, শালপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আনোয়ার হোসেন, পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের সাবেক ওয়াক্তিয়া ঈমাম মাওঃ মিজানুর রহমান, জেলা আহলে সুরা সদস্য হাফেজ হুমায়ুন কবির প্রমুখ। বক্তাগণ টঙ্গির তুরাগ নদীর তীরের ইজতেমা মাঠের ঘটনায় জড়িত সাদপন্থিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান।
T.A.S / T.A.S