কুষ্টিয়া জেলা বিএনপির কর্মী সম্মেলন

কুষ্টিয়া জেলা বিএনপির অন্তর্গত "কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির" বিশেষ কর্মী সভা কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।৩০ শে ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শুরু হওয়া এই সভায় জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের কর্মীদের উপস্থিতি ছিল অত্যন্ত লক্ষণীয়। সভাটি দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনের প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ সভার উদ্বোধনকালে বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির প্রত্যেক কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান সময়ে আমাদের সঠিক নেতৃত্ব এবং তৃণমূল কর্মীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মী সভা সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করতে হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. সোহরাব উদ্দিন।তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে বলেন "স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতে কুষ্টিয়া বিএনপির সংগ্রামের গৌরবময় ঐতিহ্য রয়েছে। বর্তমান প্রজন্মকে সেই ঐতিহ্য ধরে রেখে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার তিনি বলেন,"বিএনপির তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। গণতন্ত্রের জন্য আমাদের লড়াই কেবল রাজনীতির জন্য নয়, জনগণের মৌলিক অধিকারের জন্য। আমরা তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত একসঙ্গে কাজ করব এবং বিএনপিকে আরও শক্তিশালী করব।"
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন,"এই কর্মী সভার মাধ্যমে আমরা কুষ্টিয়ায় বিএনপির নতুন দিকনির্দেশনা নিয়ে এগিয়ে যাব। আমাদের সক্রিয় ও সাহসী ভূমিকার মাধ্যমে জনগণের সমর্থন আদায় করতে হবে।"
এ সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বশিরুল আলম চাঁদ এবং সঞ্চালনা করেন কুষ্টিয়া সদর থানা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম বিপ্লব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন এডভোকেট গোলাম মোহাম্মদ,এ. কে. বিশ্বাস বাবু,আব্দুল আজিজ মিলন,আলহাজ্ব শওকত হাসান বুলবুল,শহিদ সরকার মঙ্গল,ইসমাইল হোসেন মুরাদ,অ্যাডভোকেট খাদিমুল ইসলাম,আল-আমিন রানা কানাই,মো. শহিদুজ্জামান খোকন,আব্দুল মুঈদ বাবুল,মোহাম্মদ কামাল উদ্দিন,মোহাম্মদ আব্দুল মাজেদ,মোহাম্মদ আব্দুল হাকিম মাসুদ,মো. আবু তালেব,মো. শাহজাহান আলী
সভায় বক্তারা কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর জোর দেন। নেতারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের জন্য কর্মীদের উৎসাহিত করেন। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারের বিরুদ্ধে আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা করেন।
সভার মাধ্যমে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি তাদের দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করে। উপস্থিত নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন।
T.A.S / T.A.S

পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবার পেল ২৫ লাখ টাকা

ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সাটুরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি

কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন
