ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

কুষ্টিয়া জেলা বিএনপির কর্মী সম্মেলন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৩০-১২-২০২৪ বিকাল ৬:৩৬

কুষ্টিয়া জেলা বিএনপির অন্তর্গত "কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির" বিশেষ কর্মী সভা কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।৩০ শে ডিসেম্বর মঙ্গলবার  দুপুরে শুরু হওয়া এই সভায় জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের কর্মীদের উপস্থিতি ছিল অত্যন্ত লক্ষণীয়। সভাটি দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনের প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ সভার উদ্বোধনকালে বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির প্রত্যেক কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান সময়ে আমাদের সঠিক নেতৃত্ব এবং তৃণমূল কর্মীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মী সভা সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করতে হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. সোহরাব উদ্দিন।তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে বলেন "স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতে কুষ্টিয়া বিএনপির সংগ্রামের গৌরবময় ঐতিহ্য রয়েছে। বর্তমান প্রজন্মকে সেই ঐতিহ্য ধরে রেখে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন,   কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার তিনি বলেন,"বিএনপির তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। গণতন্ত্রের জন্য আমাদের লড়াই কেবল রাজনীতির জন্য নয়, জনগণের মৌলিক অধিকারের জন্য। আমরা তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত একসঙ্গে কাজ করব এবং বিএনপিকে আরও শক্তিশালী করব।"

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন,"এই কর্মী সভার মাধ্যমে আমরা কুষ্টিয়ায় বিএনপির নতুন দিকনির্দেশনা নিয়ে এগিয়ে যাব। আমাদের সক্রিয় ও সাহসী ভূমিকার মাধ্যমে জনগণের সমর্থন আদায় করতে হবে।"

এ সম্মেলনে  সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বশিরুল আলম চাঁদ এবং সঞ্চালনা করেন কুষ্টিয়া সদর থানা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম বিপ্লব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো  উপস্থিত ছিলেন এডভোকেট গোলাম মোহাম্মদ,এ. কে. বিশ্বাস বাবু,আব্দুল আজিজ মিলন,আলহাজ্ব শওকত হাসান বুলবুল,শহিদ সরকার মঙ্গল,ইসমাইল হোসেন মুরাদ,অ্যাডভোকেট খাদিমুল ইসলাম,আল-আমিন রানা কানাই,মো. শহিদুজ্জামান খোকন,আব্দুল মুঈদ বাবুল,মোহাম্মদ কামাল উদ্দিন,মোহাম্মদ আব্দুল মাজেদ,মোহাম্মদ আব্দুল হাকিম মাসুদ,মো. আবু তালেব,মো. শাহজাহান আলী

সভায় বক্তারা কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর জোর দেন। নেতারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের জন্য কর্মীদের উৎসাহিত করেন। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারের বিরুদ্ধে আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা করেন।

সভার মাধ্যমে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি তাদের দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করে। উপস্থিত নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন।

T.A.S / T.A.S

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ