পাংশায় শিক্ষাপ্রতিষ্ঠানে হাঁটুপানি, শিক্ষক ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ

রাজবাড়ীর পাংশায় পানিবন্দি ডা. আ. কাদের বালিকা দাখিল মাদরাসা। রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কায় চরম দুশ্চিন্তা ও দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী-শিক্ষকরা। পাংশা পৌর শহরের ৫নং ওয়ার্ডের কুরাপাড়া গ্রামে অবস্থিত প্রতিষ্ঠানটি। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে প্রতিষ্ঠানের মাঠ ও প্রবেশপথ। হাঁটু সমান পানি পার হয়ে যেতে হচ্ছে প্রতিষ্ঠানে। একটি ভবনেও প্রবেশ করেছে পানি। ইতোমধ্যে প্রতিষ্ঠানের অফিসকক্ষসহ পাঁচটি শ্রেণিকক্ষে প্রবেশ করেছে পানি। আর কিছুক্ষণ বৃষ্টি হলে বাকি ভবনটিতেও পানি প্রবেশ করবে। এ নিয়ে দুর্ভোগ এবং ব্যাপক দুশ্চিন্তায় শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার (৪ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের পাশ দিয়ে যেতেই চোখে পড়ে শিক্ষার্থীদের যাতায়াত। কেউ অ্যাসাইনমেন্টের খাতা নিতে, কেউ খাতা জমা দিতে যাচ্ছে। হাঁটু সমান পানি পার হয়েই যাতায়াত করছে শিক্ষার্থীরা। এতে চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে দেখা যায়, মাঠজুড়ে জন্মেছে ঘাস। মাঠে জমা পনির মধ্য খেলা করছে হাঁস।
এ সময় প্রতিষ্ঠানের প্রধান মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, প্রতিষ্ঠানটি উঁচু জায়গা হওয়া সত্ত্বেও জমে রয়েছে পানি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট রয়েছে। সেটা ব্যক্তিগত জায়গার ওপর দিয়ে হওয়ার কারণে বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এ কারণেই পানি জমাটবেঁধে রয়েছে। সরকারি জায়গার ওপর দিয়ে যদি কোনো কালভার্ট থাকত তাহলে আমাদের এ দুর্ভোগ ও ভোগান্তিতে পড়তে হতো না। ইতোমধ্যে আমাদের পাঁচটি শ্রেণিকক্ষ ও অফিসকক্ষে পনি প্রবেশ করেছে। এখন আমরা পানির মধ্যেই অফিস করছি। শুধু দুর্ভোগ আর ভোগান্তিই নয়, রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কাও রয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত দিয়েছে সরকার। এই পানি নিষ্কাশন করা অতীব জরুরী বলে জানান তিনি।
এ বিষয়ে ৫নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম তাজের সাথে কথা হলে তিনি জানান, প্রতিষ্ঠানটিতে জলবদ্ধতার বিষয়টি আমি অবগত আছি। যেহেতু এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যত দ্রুত সম্ভব অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা করব।
পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, মালিকানা জায়গা ছাড়া পানি বের করার কোনো রাস্তা নেই। সরকারি জায়গা দিয়ে পানি বের করতে হলে পাকা সড়ক কেটে কালভার্ট বসিয়ে বের করতে হবে। তবে আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব ব্যবস্থা করব।
এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান
