ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সিংড়ার ৩ লক্ষাধিক ডিম যাচ্ছে দেশের ৬৩ জেলায়


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২-১-২০২৫ দুপুর ২:২৫

নাটোরের সিংড়ায় বালুয়া বাসুয়া চলনবিল গেট মোড়ে চলনবিল এলাকার সবচেয়ে বড় ডিমের হাট বসে। সপ্তাহে ২ দিন হাটে ৩ থেকে ৪ লক্ষাধিক ডিম কেনাবেচা হয় এখানে। তারপর চলে যায় বগুড়া, রংপুর, গাইবান্ধা, জামালপুর, ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা সহ দেশের প্রায় ৬৩ টি জেলায়। এলাকার চাহিদা মিটিয়ে দেশের প্রোটিনের বড় অংশ পুরন করছচলনবিলের হাসের এসব ডিম। 

প্রাণী সম্পদ অফিস ও স্থানীয় সুত্রে জানা যায়, ২০০৪ সালে বালুয়া বাসুয়া মহল্লার বাসিন্দা আব্দুল ওহাবের প্রচেষ্টায় গড়ে উঠে ডিমের হাট। সিংড়া পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের চলনবিল যাওয়ার রাস্তার শুরুতে এই হাট বসে। প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুদিন হাট বসে এখানে। আস্তে আস্তে পরিধি বাড়তে থাকে। বর্তমানে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার এসে ডিম কিনে নিয়ে যান। ডিমের পরিধি দেখে দাম। ৬০ টাকা থেকে ৭০ টাকা হালি বিক্রি হয়। ১৬০০ থেকে ১৮০০ টাকা 'শ' হিসেবে বিক্রি হয়। 

সিরাজগঞ্জ থেকে আসা আ: খালেক বলেন, আমি ৫ বছর থেকে ডিম কিনি এখান থেকে। ডিমের দাম বেশি। ক্রেতা, বিক্রেতা অনেক। হাঁসের খাবারের দাম বেশি হওয়ায় ডিমের দাম বেশি।

বগুড়া থেকে ডিম কিনতে আসা খুচরা ব্যাবসায়ী রিফাত জানান, সিংড়ার এই ডিমের হাট দেশের মধ্যে সবচেয়ে বড়, এখানে সপ্তাহে ২ দিন হাট বসে। ডিমের দামও বেশি। চলনবিলের হাসের ডিম সুস্বাদু ও পুষ্টিকর তাই ক্রেতারা বেশি দামেও কিনে। 

ডিম ব্যবসায়ী আব্দুল ওহাব জানান, আমি বগুড়ার একজন ডিম ব্যবসায়ী। প্রতি হাটে এসে পাইকারী ডিম নেই। ডিমের চাহিদা আছে। এসব হাঁস ঝিনুক, শামুক খায় জন্য ডিমের স্বাদও বেশি । 

আড়ৎদার আলহাজ্ব জানান, আমার বাবার হাত ধরেই এই হাটের সুচনা হয়েছিলো। এখন উত্তরবঙ্গের বড় ডিমের হাটে পরিনত হয়ে উঠেছে।

ডিমের আড়ৎদার খালিদ হাসান বলেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার এখানে ভোর ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত হাট বসে। চলনবিলের বিভিন্ন খামারিরা ডিম নিয়ে আসেন এবং পাইকারী ও খুচরা বিক্রি হয়। প্রতি হাটে ১ লক্ষ থেকে ২ লক্ষ ডিম আমদানী হয়। 

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম জানান, চলনবিলের ঐতিহ্য ডিমের বাজার। দেশি প্রজাতির ডিম এখানে পাওয়া যায়। হাটের সৌন্দর্য বর্ধন সহ কোনো সমস্যা থাকলে উপজেলা প্রশাসন সহযোগিতা করবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে মাদক বিরোধী এবং চুরি ও জুয়া প্রতিরোধে আলোচনা সভা

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

নোয়াখালীতে মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা

মাগুরায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় সাইকেল ও ভ্যানের পার্সের দোকান পুড়ে ছাই

রায়গঞ্জে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

বিএনপি নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রায় সকাল থেকেই ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের ভিড়

যশোর-৬ বিএনপি'র মনোনয়ন হারিয়েছেন শ্রাবণ চুড়ান্ত টিকিট পেলেন আবুল হোসেন আজাদ

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন মোস্তফা জামাল হায়দার

সন্দ্বীপের মুছাপুরে এতিমদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের তাপমাত্রা ১১দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

জল্পনা-কল্পনা শেষে ঝিনাইদহে স্থগিত ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নেত্রকোনায় ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও সনদপত্র বিতরণ