ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে অচিরেই নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হবে বলে সভাপতি আহাদুর রহমান খোকন জানান।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুরে স্বঘোষিত স্বেচ্ছাসেবক লীগ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় সোচ্চার হয়েছে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগ। গত বুধবার জেলা স্বেচ্ছাসেবক লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্যাতনে অভিযুক্ত মিজানুর স্বেচ্ছাসেবক লীগের কেউ নয়। শুক্রবার ঘটনাস্থলে সরেজমিন পরিদর্শন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগের একটি প্রতিনিধি দল। ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। ভুক্তভোগীদের সব ধরনের আইনি সহায়তা দেবেন বলে আশ্বাস প্রদান করেন এবং নির্ভয়ে নিজ বাড়িতে বসবাসের জন্য তাদের বলেন তারা।
প্রতিনিধি দলে ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন, সহ-সভাপতি আনিছুর রহমান হিরু, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক খান জাহান আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান উজ্জ্বল।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুসহ কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। ঘটনাস্থল থেকেই জেলা সভাপতি আহাদুর রহমান খোকন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটির সাংগঠনিক নিস্ক্রিয়তার কারণে বিলুপ্তি ঘোষণা করেন। এ বিষয়ে ঘটনাস্থল থেকেই হাতে লেখা এক প্রেস বিজ্ঞপ্তি দেন তিনি।
তিনি বলনে, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক চেতনার সংগঠন। জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন। রাজপথে রক্ত ও ঘাম দিয়ে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। কোনো অপরাধী-দুষ্কৃতকারী স্বেচ্ছাসেবক লীগের পরিচয় বহন করে অপকর্ম করতে পারবে না। এই মিজানুর স্বেচ্ছাসেবক লীগের কোনো সদস্য নয়। এই ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের কোনো সম্মেলন হয়নি, কোনো কমিটি হয়নি। সে স্বঘোষিত নেতা বলে নিজেকে দাবি করছে। কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনি নিস্ক্রিয়তা ও দুর্বলতার কারণে হাইব্রিড অনুপ্রবেশকারীরা দলের নাম-পরিচয় ব্যবহার করে অপকর্মে জড়াচ্ছে। বদনাম হচ্ছে দলের। এ কারণে কালীগঞ্জ উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। আমরা কালীগঞ্জের এই সংখ্যালঘু সম্প্রদায়কে সব ধরনের সহযোগিতা করব। মিজানুর স্বেচ্ছাসেবক লীগের কেউ নয়।
তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে বিভিন্ন পত্র-পত্রিকায় যেভাবে সংবাদ প্রকাশিত হচ্ছে তা সঠিক নয়। এই সমস্ত সংবাদ প্রকাশের পূর্বে স্বেচ্ছাসেবক লীগের কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য নেয়ার প্রয়োজন ছিল বলে আমি মনে করি। স্বঘোষিত কেউ নিজেকে নেতা দাবি করে বদনাম করলে তার দায় দল নেবে না। সাংবাদিক বন্ধুদের অনুরোধ, আপনারা জাতির বিবেক। অন্যায় অবিচারের সংবাদ প্রকাশ করুন। অসহায়দের ন্যায়বিচার পেতে সহযোগিতা করুন। কিন্ত মিজানুরের সাথে স্বেচ্ছাসেবক লীগের কোনো সম্পর্ক নেই। স্বেচ্ছাসেবক লীগের পরিচয়ে কেউ অপরাধ করে পার পাবে না।
উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের আলুকদিয়া গ্রামের দাসপাড়ায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ ওঠে স্বঘোষিত এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারগুলো ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসকের কাছে যৌন নিপিড়নসহ পাশবিক নির্যাতনের বিচার চেয়ে লিখিত অভিযোগ দেয়।
এমএসএম / জামান

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ
