ঢাকা রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

গোপালগঞ্জে ভিক্ষুকদের মাঝে অটোরিকশা ও চেক বিতরণ


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২৫ দুপুর ১২:২৩

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় গোপালগঞ্জ জেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম শুরু করা হয়েছে।গত সোমবার দুপুরে জেলা সমাজ সেবা কার্যালয়ের সামনে থেকে বিতরণ করেন উপপরিচালক মোঃ হারুন-অর- রশীদ।

গোপালগঞ্জ পৌরসভার ০২ (দুই) জন ভিক্ষুককে ব্যাটারি চালিত অটোরিকশা ও একজনকে দোকান ঘরের মালামাল ক্রয়ের জন্য চেক তুলে দেন জেলা উপপরিচালক মোঃ হারুন-অর- রশীদ।যাদের পুনর্বাসন করা হয়েছে তারা হলেন- বেদগ্ৰাম এলাকার নাজির মোল্যা, লায়েকের মোড় এলাকার এরিনা বেগম। আগে তারা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। এখন তারা অটোরিকশা ও দোকান পেয়ে সম্মানের সঙ্গে জীবিকার স্বপ্ন দেখছেন। গোপালগঞ্জ জেলা সমাজসেবা ও শহর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তাদের পুনর্বাসন করা হয়।

ক্রমান্বয়ে জেলা শহরের প্রত্যেক এলাকায়সহ গোপালগঞ্জ জেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপপরিচালক জানিয়েছেন।এ সময় অন্যদের মধ্যে জেলার সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী, সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, শহর সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন সহ অনেকে উপস্থিত ছিলেন । 

ভিক্ষুক নাজিম মোল্যা বলেন, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করা কষ্টের ও সম্মানহানির কাজ। এখন  অটোরিকশা পেয়ে অনেক ভালো হলো। এখন আমরা উপার্জন করে জীবিকা নির্বাহ করতে পারবো এবং আত্ম সম্মান নিয়ে চলবো কখনো ভিক্ষা করবো না। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, মোঃ হারুন-অর- রশীদ বলেন, আমরা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শহর এলাকায় আজকে দুই জন কে ০১লক্ষ টাকার চেক প্রদান করেছি । আরো চার জনকে পর্যায়ক্রমে চেক প্রদান করা হবে। এ বছরে মোট ০৩ (তিন) লক্ষ টাকা বিতরণ করা হবে। গত ২০২৩-২৪ অর্থ বছরে ০৩ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

এই টাকা দিয়ে অটোরিকশা ও দোকান মাধ্যমে ভিক্ষুকদের পুনর্বাসন করা হবে।এ বছরে আজ এই কার্যক্রমের শুরু হলো। তারা আর ভিক্ষায় ফিরে যাবে না মর্মে আমাদের কাছে অঙ্গীকারনামা জমা দিয়েছে। যাতে করে তারা আবারো পুরোনো পেশায় ফিরে যেতে না পারে সেজন্য তাদের মনিটরিং করা হবে। যে যে পেশায় ফিরে কাজ করে তারা পুনর্বাসিত হতে চায় তাকে সেভাবেই পুনর্বাসন করা হবে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শীতে হলুদে মোড়া ভূরুঙ্গামারী: সরিষা ক্ষেতে রঙিন গ্রামবাংলা

নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

মেহেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

‘সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি’

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এনসিপি'র জোটের প্রার্থীকে জামায়াতের সমর্থন ঘোষণা

"মার্কা নয়, আমাকে ভাই হিসেবে পাশে থাকার সুযোগ দিন: -এস এম জিলানী"

পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন বাড়ছে: মামুনুল হক

রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম নিহত

কুমিল্লার বরুড়ায় আলোকিত সময় নিউজ ২৪ ডটকম এর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অসহায় দরিদ্র ও দিন মজুর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত